ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার অভিযোগে আটক ব্রেন্টন টেরান্ট শুক্রবার নিজেকে নির্দোষ দাবি করেছেন৷ শুনানির সময় তাকে কয়েকবার আত্মতৃপ্তির হাসি দিতে দেখা গেছে৷ এতে ক্ষুব্ধ হয়েছেন হতাহতদের স্বজনেরা৷
বিজ্ঞাপন
অকল্যান্ডের উচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারে আটক ২৮ বছর বয়সি টেরান্ট ভিডিও লিংকের মাধ্যমে ক্রাইস্টচার্চের হাইকোর্টে অনুষ্ঠিত শুনানিতে অংশ নেন৷
১৫ মার্চ শুক্রবার জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে হামলায় ৫১ জন প্রাণ হারান৷ শুনানির সময় আহত কয়েকজন ব্যক্তি ও নিহতদের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন৷ তাঁরা টেরান্টের হাসি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন৷
জানা এজাত নামের এক নারী হামলায় নিহত তাঁর ছেলের ছবি সম্বলিত শার্ট পরে শুনানিতে হাজির হয়েছিলেন৷ শুনানি শেষে তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘‘আগে আমি ঠিক ও শান্ত ছিলাম৷ কিন্তু যখন ঐ সন্ত্রাসীকে দেখলাম, সে এমন ভাব দেখাচ্ছিল, যেন সে নিষ্পাপ৷ এবং সে হাসছিল৷''
ক্রাইস্টচার্চ হামলায় বেঁচে যাওয়ারা যেমন আছেন
১৫ মার্চের ক্রাইস্টচার্চ হামলার দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন এই ঘটনার আহতরা৷ প্রিয়জন হারানোর শোক সামলে উঠার চেষ্টা করছেন নিহতদের পরিবারের সদস্যরা৷ কিন্তু তা কি এত সহজে সম্ভব!
ছবি: Reuters/E. Su
আল নূর মসজিদ
জুম্মার নামাজ পড়তে আসা মুসুল্লিদের উপর চালানো হামলাটি শুরু হয়েছিল এই মসজিদ থেকে দুপুর ১ টা ৪০ মিনিটে৷ হামলাকারীর এলোপাথাড়ি গুলিবর্ষণে মোট ৪০ জন নিহত হয়েছিলেন৷ ঘটনার পরে মসজিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ ছবিতে অস্ত্র হাতে দুজন পুলিশ সদস্যকে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/E. Su
বাবার স্মৃতি
ওমরের বয়স যখন ১১ তখন বাবার সাথেই প্রথম ভেড়া জবাইয়ের অভিজ্ঞতা হয়েছিল তাঁর৷ ক্রাইস্টচার্চের হামলায় নিহত হয়েছেন হাজী দাউদ নবী৷ পিতার জন্য শান্তি কামনা করে সম্প্রতি ভেড়া জবাই করেছেন ওমর৷ দাউদ নবীর ইচ্ছা ছিল ক্রাইস্টচার্চে নিজের এক খন্ড জমিতে একটি মসজিদ প্রতিষ্ঠা করার৷ বাবার সেই স্বপ্ন এখন পূরণ করতে চান ৪২ বছরের ওমর৷
ছবি: Reuters/E. Su
অনিশ্চিত ভবিষ্যৎ
ছবির ডান পাশের ব্যক্তির নাম মার্ক রাঙ৷ তিনি অস্ট্রেলিয়ার নাগরিক৷ এক আত্মীয়ের সাথে দেখা করার পর প্রথমবারের মতো আল নূর মসজিদে নামাজ পড়তে আসেন৷ হামলায় দুই পা জখম হয়৷ অস্ত্রোপচারের পর হাঁটতে সক্ষম হয়েছেন ঠিকই কিন্তু সিডনি বিমানবন্দরে ব্যাগ উঠা নামানোর চাকরিতে আর ফিরতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় তিনি৷
ছবি: Reuters/E. Su
প্রিয়জন শুধুই ছবি
প্রায়ই আল নূর মসজিদে সময় কাটাতেন হোসেন মোস্তফা৷ সেখানে ধর্মীয় একটি লাইব্রেরি গড়ে তোলার পাশাপাশি মসজিদের খোলা জায়গায় সবজি বাগান গড়ে তোলার পরিকল্পনা ছিল তাঁর৷ স্ত্রী জাহরা ফাতির কাছে এখন এই ছবির অ্যালবামই তাঁর সবচেয়ে মূল্যবান স্মৃতি৷ প্রিয়জন হারানোর বেদনা ভুলতে জাহরা এবারের রমযান কাটাতে চান মিশরে স্বজনদের কাছে৷
ছবি: Reuters/E. Su
ভালবাসার বার্তা
ক্রাইস্টচার্চে বসবাসরত বাংলাদেশি ফরিদ আহমেদ হারিয়েছেন তাঁর স্ত্রীকে৷ হত্যাকারীকে ক্ষমা করে দিয়ে মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি গোটা বিশ্বে৷ দুঃসময়ে পাশে থাকার জন্য গত রোববার প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি৷ ছবিতে তাঁদের কয়েকজনের সাথে প্রার্থনারত অবস্থায় দেখা যাচ্ছে ফরিদ আহমেদকে৷
ছবি: Reuters/E. Su
এখনও শোনেন গুলির শব্দ
ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় বেঁচে যাওয়াদের একজন সর্দার ফয়সাল৷ সেদিন তিনি মসজিদে কিছুটা দেরিতে গিয়েছিলেন৷ নামাজের জন্য তিনি যখন ওযু করছিলেন তখনই হামলার ঘটনা ঘটে৷ লুকিয়ে থেকে বেঁচে যান ফয়সাল৷ কিন্তু প্রতিটি গুলির আওয়াজ এখনও যেন তাঁর কানে বাজে৷ ঘটনার পরে আর কাজে ফেরেননি ফয়সাল৷ নিহতদের পরিবার আর আহতদের জন্য খাবারের যে আয়োজন রয়েছে রাতদিন তার সমন্বয় করছেন তিনি৷
ছবি: Reuters/E. Su
বেদনা আর আনন্দের অশ্রু
ক্রাইস্টচার্চে হামলাকারীর ঠিক সামনেই ছিলেন হাজেম মোহাম্মদ৷ কিন্তু শুয়ে পড়ে মারা যাওয়ার অভিনয় করেন তিনি৷ তাঁর আশেপাশে তখন মৃত আর আহতদের দেহ৷ হাজেম মোহাম্মদ বলেন, ‘‘আমি দুটি কারণে কাঁদছিলাম৷ প্রথমত বন্ধুদের হারিয়েছি এজন্য৷ দ্বিতীয়ত ১৫ মার্চ ২০১৯ তারিখে আমার পুনর্জন্মের আনন্দের জন্য৷’’
ছবি: Reuters/E. Su
শান্তির ধর্ম ইসলাম
ক্রাইস্টচার্চ হামলার ঘটনার পর নিউজিল্যান্ডে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির গড়ে উঠেছে৷ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেমন মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন তেমনি মুসলিমরাও ভালোবাসা আর শান্তির বাণী ছড়িয়ে দিয়েছেন বিশ্বে৷ আল নূর মসজিদের ঘড়িতে কোরআনের বাণীও তারই অনুপ্রেরণা দিচ্ছে, ‘‘আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছে৷’’
ছবি: Reuters/E. Su
8 ছবি1 | 8
মসজিদে হামলায় আহত হয়েছিলেন মুস্তফা বোজতাস৷ সন্দেহভাজন হামলাকারীর হাসি তাঁকেও রাগান্বিত করেছে৷ এএফপিকে তিনি বলেন, ‘‘এটা একটা বিষয় প্রমাণ করে যে, সে একটা পশু৷''
লিনউড মসজিদে বন্দুকধারী টেরান্টকে ধাওয়া করে নায়কে পরিণত হয়েছেন আব্দুল আজিজ৷ শুনানি শেষে তিনি বলেন, ‘‘সে (আদালতে) হাসছিল৷ সে মনে করে যে, সে একজন শক্ত মানুষ৷ কিন্তু যখন সে আমার মুখোমুখি হয়েছিল তখন সে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল৷ সে ওখানে দাঁড়িয়ে থাকার মতো পুরুষ ছিল না, কিন্তু এখন সে ওখানে (কারাগারে) দাঁড়িয়ে আছে, আর হাসছে৷''
এদিকে, আগামী বছরের ৪ মে টেরান্টের বিচার শুরু হবে বলে জানিয়েছেন তিনি৷ চলবে অন্তত দেড় মাস৷
এতদিন পর বিচার শুরু হবে জেনে হতাশা প্রকাশ করেছেন দিদার হোসেন৷ হামলায় তাঁর চাচা ও বন্ধুরা প্রাণ হারিয়েছেন৷ তিনি বলেন, ‘‘এটা (বিচার) ছয় মাসের মধ্যে শেষ হওয়া উচিত৷ এবং সেটা হলে আমাদের জন্য ভালো হয়৷ আমরা খুশি নই৷''
বিশ্ব নেতৃত্বের আদর্শ এখন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
জাসিন্ডা আর্ডার্ন৷ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী থেকে তিনি এখন পরিণত হয়েছেন বিশ্বকে শান্তির পথে নেতৃত্ব দেয়ার দূত হিসেবে৷ তার উত্থানের গল্প থাকছে এই ছবিঘরে৷
ছবি: Reuters/A. Wiegmann
যোগাযোগের ছাত্রী
১৯৮০ সালে জন্ম নেয়া আর্ডার্নের বেড়ে ওঠা মুরুপাড়া নামে নিউজিল্যান্ডের মাউরি আদিবাসী অধ্যুষিত একটি ছোট্ট শহরে৷ যেখানে শিশুদের পায়ে দেয়ার মতো জুতা ছিল না, এমনকি দুপুরে তারা খাবারও পেত না৷ এই ঘটনাই তাকে রাজনীতিতে উদ্বুদ্ধ করে৷ উচ্চ মাধ্যমিক শেষে আর্ডার্ন পড়াশোনা করেন যোগাযোগ বিদ্যায়৷ তার আগে ১৭ বছর বয়সেই যুক্ত হন নিউজিল্যান্ডের লেবার পার্টির রাজনীতিতে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Baker
বিশ্ব রাজনীতির পাঠ
স্নাতক শেষ করে আর্ডার্ন নিউজিল্যান্ডের লেবার পার্টির একজন সংসদ সদস্যের অধীনে গবেষক হিসেবে কাজ করেন৷ ২০০৫ সালে পাড়ি জমান ব্রিটেনে৷ আড়াই বছর ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মন্ত্রীসভার দপ্তরে চাকরি করেন৷ ২০০৭ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব সোশ্যালিস্ট ওয়েলথের প্রেসিডেন্ট হিসেবে ঘুরে বেড়িয়েছেন আলজেরিয়া, চীন, ভারত, ইসরায়েল, জর্ডার্ন ও লেবাননে৷
ছবি: Reuters/A. Wiegmann
জাতীয় রাজনীতির পথ চলা
২০০৮ সালে আর্ডার্ন লেবার পার্টির সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিয়েও ১৩,০০০ ভোটে হেরে যান৷ কিন্তু দেশটির সংবিধানিক নিয়মে তিনি সংসদে যাওয়ার সুযোগ পান৷ ২৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে জায়গা করে নেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে৷
ছবি: Getty Images/P. Walter
‘জাসিডামেনিয়া’
২০১৭ সালে লেবার পার্টির উপ প্রধান নির্বাচিত হন আর্ডার্ন৷ নির্বাচনের দু’মাস আগে দলটির প্রধান পদত্যাগ করলে সেই ভারও চাপে তার কাঁধে৷ নির্বাচনি প্রচারে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় হন আর্ডার্ন৷ তাকে নিয়ে এসময় দেশটিতে জনপ্রিয়তার যে ঢেউ উঠে, তা পরিচিত ‘জাসিডামেনিয়া’ নামে৷
ছবি: Getty Images/P. Walter
বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী
মাত্র দু’মাসের নেতৃত্বে অনেকটা অপ্রত্যাশিতভাই দলকে নির্বাচনে বিজয়ী করেন আর্ডার্ন৷ ২০১৭ সালে ৩৮ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন৷ নিউজিল্যান্ডের ১৫০ বছরের ইতিহাসেও তিনি সবচেয়ে কম বয়সি সরকার প্রধান৷
ছবি: picture-alliance/Zumapress
প্রভাবশালী নারী
আর্ডার্ন সমকামী বিবাহের সমর্থক৷ জলবায়ু পরিবর্তন, শিশু দারিদ্র্যের বিরুদ্ধে তিনি উচ্চকিত৷ প্রতিশ্রুতি দিয়েছেন, নিউজিল্যান্ডের সরকার হবে সহানুভূতিশীল৷ ২০১৮ সালে ‘ফোর্বসের পাওয়ার উইমেনের’ তালিকায় জায়গা করে নেন তিনি৷ আছেন টাইম ম্যাগাজিনে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকাতেও৷
ছবি: Reuters/A. Wiegmann
সন্তান জন্ম
টিভি উপস্থাপক ক্লার্ক গেফোর্ডকে বেছে নিয়েছেন তিনি সঙ্গী হিসেবে৷ ২০১৮ সালের ২২ জুন বেনজির ভুট্টোর পর বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বকালে সন্তানের জন্ম দেন আর্ডার্ন৷ এজন্য মাত্র ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/Office of the Prime Minister of New Zealand/D. Henderson
সন্তান কোলে জাতিসংঘে
বিশ্বে প্রথমবার কোনো প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনের কক্ষে সন্তান নিয়ে বক্তৃতা দিতে যান৷ তিনি জাসিন্ডা আর্ডার্ন৷ গত বছর নেলসন ম্যান্ডেলা পিস সামিটে অংশ নিয়ে আর্ডার্ন বিশ্ব গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন৷ বক্তৃতা দেয়ার সময় সন্তান ছিল সঙ্গী ক্লার্ক গেফোর্ডের কোলে৷
ছবি: Reuters/C. Allegri
ক্রাইস্টচার্চের ঘটনায় প্রতিক্রিয়া
ক্রাইস্টচার্চে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার পর জাসিন্ডা আর্ডার্নকে নতুন করে চেনে বিশ্ব৷ এই ঘটনার অভিযুক্তকে কোনো কার্পণ্য না করেই সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে অভিহিত করেন তিনি৷ দ্রুত অস্ত্র আইন পরিবর্তনের ঘোষণা দেন৷ মুসলমানদের উদ্দেশ্যে জানান, নিউজিল্যান্ড মোটেও এমনটা নয়৷ এই দেশে তারা স্বাধীনভাবেই থাকতে পারবে৷
ছবি: Reuters/E. Su
হিজাবে আর্ডার্ন
জাসিন্ডা আর্ডার্ন ক্রাইস্টচার্চের ঘটনার পর ছুটে যান নিহতদের স্বজনদের কাছে৷ তাদের জড়িয়ে ধরেন, সমবেদনা প্রকাশ করেন৷ শুধু তাই নয়, মুসলমানদের সাথে একত্মতার প্রকাশ হিসেবে তিনি একাধিক দিন হিজাব পরে বেরিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo/TVNZ
সংসদে আরবি ভাষা
২০১৯ সালে ১৯ মার্চ সংসদে বক্তব্য দেন আর্ডার্ন৷ শুরুতেই সবাইকে ‘আস সালামু আলাইকুম’ বলে সম্বোন্ধন করেন তিনি৷ জানান ক্রাইস্টচার্চের ঘটনায় অভিযুক্তের নামও তিনি কখনও মুখে আনবেন না৷
ছবি: Getty Images/M. Tantrum
করোনার বিরুদ্ধে লড়াই
করোনা প্রতিরোধে বিশ্বে যে কয়টি দেশ সাফল্য পেয়েছে তার একটি নিউজিল্যান্ড৷ আর্ডার্নের নেতৃত্বে দেশটির সরকার করোনা ভাইরাসকে কখনো হুমকি হতে দেয়নি৷ শুরুতেই সীমান্ত বন্ধ করে কড়াকড়ি আরোপ করে সরকার৷ সামাজিক দূরত্ব, কোয়ারান্টিন, আইসোলেশনসহ বিভিন্ন নিয়মগুলো সুচারুভাবে পালন করা হয়৷ চলে বিস্তৃত পরিসরে করোনার পরীক্ষা৷ ফলাফল অন্য দেশগুলো যখন হিমশিম পরিস্থিতিতে তখন অনেকটাই নির্ভার নিউজিল্যান্ড৷