স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সোমবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, বাংলাদেশে একদিনে নতুন ৩৫ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে৷
দেশে দেশে চলছে লকডাউন৷ করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে বলা হচ্ছে বাসায় থাকতে৷ কিন্তু এই অবস্থায় শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার উপায় কী! দেখুন এই ছবিঘরে৷
ছবি: picture-alliance/PantherMedia/D. Cervoহোম অফিস করুন, বা ছুটিই কাটান, স্বাভাবিক নিয়ম থেকে বের হয়ে গেলে শরীর-মনে তার বাজে প্রভাব পড়তে পারে৷ ফলে শরীরের ঘড়ি ঠিক রাখার জন্য সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, স্নান করা, খাওয়া খুবই গুরুত্বপূর্ণ৷
ছবি: picture-alliance/PantherMedia/D. Cervoএই সময়ে কেবল শারীরিক নয়, মানসিকভাবেও চাঙ্গা থাকা দরকার৷ তাই শুধু সুস্বাদু নয়, বরং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম, এমন খাবার বেশি করে খান৷
ছবি: Imago/Frank Sorgeবাসার বাইরে যেতে হচ্ছে না বলেই ইচ্ছেমতো রাত জাগা বা দেরি করে ওঠা আপনাকে বিধ্বস্ত করে দিতে পারে৷ ফলে ঠিক সময়ে ঘুমাতে যান, ঠিক সময়ে উঠুন৷ ঘুম যাতে পর্যাপ্ত হয়, সেদিকে বিশেষ নজর দিন৷
ছবি: Imago/Stylbruch/Y. Fischerবাসার বাইরে বের না হওয়া মানে স্বাভাবিক হাঁটাচলাও বন্ধ হয়ে যাওয়া৷ ফলে বাসাতেই ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিন৷ প্রয়োজনে ইউটিউবের সাহায্য নিয়ে নতুন কিছু যোগাসনও শিখে নিতে পারেন৷ এতে শরীর থাকবে চাঙ্গা, মন থাকবে ফুরফুরে৷
ছবি: Reuters/R. Casilliবাইরে গিয়ে সশরীরে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও অনলাইনেই বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিন৷ তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা এমনিতেই অনেক বেশি পরস্পরের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত৷ এর পুরো সুবিধা নেয়ার সময় এখনই৷
ছবি: picture-alliance/PhotoAlto/F. Cirouঅনেকের অনেক ধরনের শখ থাকে৷ কেউ বাগান করতে পছন্দ করেন, কেউ গান গাইতে, কেউ ছবি আঁকতে৷ এ সময়ে নিজেকে আরো ঝালিয়ে নিন৷ লকডাউন শেষ হতে হতে হয়তো আপনি দক্ষ শিল্পী হয়ে উঠতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/C. Jaspersen এক মাস আগে দেশে প্রথমবারের মতো করোনা সংক্রমণের খবর প্রকাশের পর একদিনে মৃত্যু ও আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা৷
এই পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সব মুসল্লিকে এখন থেকে ঘরে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক খবরে প্রকাশ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর খাদেমরা মসজিদে নামাজ আদায় করবেন৷ বাইরের মুসল্লিরা কেউ মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না৷ কেউ এই নির্দেশ অমান্য করে মসজিদে নামাজ পড়লে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়৷
এছাড়া অন্যান্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসায় উপাসনা করার নির্দেশ দেয়া হয়েছে৷
বাংলাদেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১২৩৷ আর মৃতের সংখ্যা ১২৷
এসিবি/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)