1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুর্দিদের নিয়ন্ত্রণে মসুল বাঁধ

১৮ আগস্ট ২০১৪

ইরাকের মসুলে বিমান হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র৷ এই অভিযানের সহায়তায় রবিবার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে মসুলে ইরাকের সবচেয়ে বড় বাঁধের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কুর্দি যোদ্ধারা৷

kurdischer Peschmerga-Kämpfer
ছবি: picture alliance/AP Photo

যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমানের সহায়তা নিয়ে কুর্দি যোদ্ধারা মসুল বাঁধে এই অভিযান চালায়৷ সংবাদ সংস্থা এপি জানিয়েছে, কুর্দি যোদ্ধারা এখন ওই বাঁধ এলাকা থেকে মাইন ও ফাঁদ (বু্বি ট্র্যাপ) সরানোর চেষ্টা করছেন৷ ইরাকের উত্তরাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বাঁধটি গত ৭ আগস্ট থেকে দখল করে রেখেছিল আইএস৷ এই বাঁধ থেকেই ইরাকের উত্তরাঞ্চলে বিদ্যুৎ আর পানি সরবরাহ করা হয়৷

হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার কংগ্রেসে একটি চিঠি পাঠিয়েছেন৷ চিঠির মূল বক্তব্য ইরাক পরিস্থিতি৷ তিনি চিঠিতে বলার চেষ্টা করেছেন ইরাকের অভিযানের বিস্তৃতি কমিয়ে আনা উচিত৷ কংগ্রেসে পাঠানো ঐ চিঠিতে বলা হয়েছে, ‘‘ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের রক্ষার ব্যাপারটিকেই বেশি জোর দিচ্ছে মার্কিন সেনাবাহিনী৷ মসুল বাঁধের নিয়ন্ত্রণ নেয়ার ফলে সেখানকার বেসামরিক নাগরিক এবং মার্কিন সেনাদের উপর বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে৷ এছাড়া ইরাকে মার্কিন দূতাবাসেও হামলা করতে পারে আইএস৷'' চিঠিতে আরো বলা হয়, কংগ্রেসকে এ বিষয়গুলো অবহিত করা জরুরি তাই বিস্তারিত জানানো হলো৷

হোয়াইট হাউজ মুখপাত্র কেইটলিন হেইডেন বলেছেন, ‘‘ইরাক সরকারের অনুরোধেই ঐ অভিযান চালানো হয়েছে৷''

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আইএস যোদ্ধাদের ব্রিটিনের জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছেন৷ তাদের রুখে দেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি৷ রবিবার টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে তিনি বলেন, ‘‘ইরাকে হয়ত সেনা পাঠানো ঠিক হবে না৷ তবে ইউরোপের বিভিন্ন শহরে আইএস যাতে ত্রাস ছড়াতে না পারে সেজন্য কিছুটা হলেও সামরিক অভিযান চালানো যেতে পারে৷''

ইরাক ও সিরিয়ার বড় একটি এলাকার দখল নিয়ে সেখানে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ‘ইসলামিক স্টেট' জঙ্গিরা৷ গত জুনে ইরাকের মসুল এলাকার দখল নেয়ার পর থেকে হাজার হাজার ভিন্ন ধর্মাবলম্বীদের তারা পালিয়ে যেতে বাধ্য করেছে৷ উত্তর ইরাকে আইএস জঙ্গিদের হামলার মুখে ইয়াজিদি ও খ্রিস্টানরা পালিয়ে উত্তরের পবর্তমালায় আশ্রয় নিয়েছে৷

ইরাকের প্রধান কুর্দি দলের এক মুখপাত্র আলী আওয়ানী সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘মসুল বাঁধ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে৷ টাইগ্রিস নদীর উপর নির্মিত ঐ বাঁধ দখলে ১৪ দফা বিমান হামলা চালায় মার্কিন সেনাবাহিনী৷ এছাড়া হাডিথা এলাকায় অন্য একটি গুরুত্বপূর্ণ বাঁধ দখলের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা৷ উত্তরাঞ্চলে সংখ্যালঘু ইয়াজিদি, খ্রিস্টান, সাবাক এবং তুর্কমেন সম্প্রদায় অপহরণ ও মৃত্যুভয়ে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে এএফপি৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ