1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

মস্কোর কড়া সমালোচনায় জেলেনস্কি

২৪ অক্টোবর ২০২২

মস্কোর অভিযোগের উত্তরে পাল্টা আক্রমণ জেলেনস্কির। এদিকে ইউক্রেনে বিদ্যুতের চাহিদা তুঙ্গে।

ভলোদিমির জেলেনসল্কি
ছবি: Ukrainian Presidential Press Office/ZUMA Press/picture alliance

সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর। সেখানে মস্কোর প্রতিনিধি সারজেই সইগু অভিযোগ করেছিলেন, কিয়েভ বড়সড় আক্রমণের পরিকল্পনা করছে। তারা 'খারাপ বোমা' অর্থাৎ, যে বোমা তেজস্ক্রিয়, এমন জিনিস ব্যবহার করতে চাইছে বলে তিনি অভিযোগ করেন। শুধু তা-ই নয়, সারজেইয়ের অভিযোগ, ইউক্রেনের ভিতরেই এই বোমা ব্যবহার করে প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি বিশ্বের সহানুভূতি কুড়াতে চাইছে।

রাশিয়ার এই অভিযোগেরই কড়া জবাব দিয়েছেন জেলেনস্কি। রোববার দৈনিক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ইউক্রেনের এমন কোনো অভিপ্রায় নেই। অতীত ঘাঁটলে দেখা যাবে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনে, আসলে তারা নিজেরাই তার প্রস্তুতি নেয়। এরপরেই জেলেনস্কি বলেন, ''ইউরোপে যদি কেউ পরমাণু বোমা ব্যবহারের চেষ্টা করে, তাহলে তা একমাত্র রাশিয়া। সন্দেহ হচ্ছে, রাশিয়া তেমন কোনও পরিকল্পনা করে রেখেছে কি না।''

ইউক্রেনযুদ্ধ নিয়ে সম্প্রতি একাধিক ন্যাটো প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে রাশিয়ার প্রতিনিধির। ফোনের সেই আলোচনায় রাশিয়া বার বার ইউক্রেনের বিরুদ্ধে এই অভিযোগটি এনেছে। বস্তুত, এর আগেও ইউক্রেনের বিরুদ্ধে এধরনের বোমা ব্যবহারের অভিযোগ করেছিল রাশিয়া। কিন্তু বাস্তবে তা প্রমাণ করতে পারেনি। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার বিরুদ্ধে একাধিকবার নার্ভ গ্যাস ব্যবহারের অভিযোগ এনেছে। যদিও তারাও তা প্রমাণ করতে পারেনি।

বিদ্যুৎ পরিস্থিতি

ইউক্রেন জানিয়েছে, শীতের আগে তাদের বিদ্যুৎ পরিস্থিতি খুবই সমস্যার মধ্যে আছে। দেশের উইন্ড মিলগুলির ৯০ শতাংশ ধ্বংস হয়েছে। সৌরবিদ্যুতের কাঠামো নষ্ট হয়েছে ৪০ শতাংশ। ফলে বিদ্যুৎ উৎপাদনে প্রভূত সমস্যায় পড়তে হচ্ছে। শীতকালে বিদ্যুতের চাহিদা বাড়ে। মানুষ হিটার জ্বালান। এবার সকলকেই সমস্যায় পড়তে হবে বলে মনে করা হচ্ছে।

কিয়েভে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে বলে বিদ্যুতের প্রধান সংস্থাটি জানিয়েছে। রাশিয়া কিছুদিন আগেই কিয়েভে নতুন করে বোমাবর্ষণ করেছিল। তাতে বিদ্যুৎব্যবস্থার ক্ষতি হয়েছে বলে অভিযোগ। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামো ধ্বংস করেছে। তারা শীতে দেশের মানুষকে ঠান্ডায় মেরে ফেলতে চায়।

রাশিয়ার পরিকল্পনা

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রক সম্প্রতি একটি তথ্য প্রকাশ করেছে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনের দখল করা অঞ্চলগুলিতে প্রাইভেট সেনা মোতায়েন করতে চাইছে। একাজে তারা ওয়্যাগনার সেনাদের নিয়োগ করার পরিকল্পনা করেছে। গত সপ্তাহে ওয়্যাগনারের প্রধানের একটি মন্তব্য থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে বলে রিপোর্টে জানানো হয়েছে। সেখানে ওই ব্যক্তি বলেছেন, লুহানস্ক, দনেৎস্ক অঞ্চলে তিনি তার সেনার কারিগরি বিশেষজ্ঞদের পাঠিয়েছেন। রাশিয়া থেকে ওই অঞ্চল পর্যন্ত একটি নিরাপদ রাস্তা তৈরি করবে তারা। একইসঙ্গে সেখানে নিজের যোদ্ধাদের মোতায়েন করার কথাও বলেছেন তিনি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ