প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে বৈঠক করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ। ইউক্রেন যুদ্ধের সময় সিরিয়া রাশিয়ার পাশে থেকেছে।
বিজ্ঞাপন
বুধবার মস্কোয় পুটিন ও আসাদের বৈঠক হয়। গত ১২ বছর ধরে রাশিয়াও আসাদকে সমর্থন করে আসছে। আসাদকে ক্ষমতাচ্যূত করার জন্য বিদ্রোহীরা সমানে চেষ্টা করে গেছে। সেই বিদ্রাহীদের দমন করার কাজেও রাশিয়া আসাদের পাশে থেকেছে। আসাদের সবচেয়ে বড় বন্ধু বলে পরিচিত পুটিন।
কী কথা হলো?
রাশিয়া কীভাবে আসাদকে সাহায্য করেছে পুটিন সেই কথা উল্লেখ করেন। আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের থামাতে রাশিয়া সেনা মোতায়েন করে এবং বিমান হামলাও করেছিল। এর ফলে ইরান ও দামাস্কাসও লাভবান হয়।
সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলার আহ্বান, সমালোচনা
সিরিয়ার উপর ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা অবিলম্বে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ ব়্যাপোটিয়ার অ্যালেনা ডুহান৷ মানবাধিকার কর্মীরা তার মন্তব্যের সমালোচনা করেছেন৷
ছবি: picture alliance/dpa/Y. Badawi
সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর বিক্ষোভকারীদের উপর প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের দমন-পীড়নের কারণে ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্র দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল৷
ছবি: dapd
অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান
জাতিসংঘের মানবাধিকার ও একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা বিষয়ক বিশেষ ব়্যাপোটিয়ার বেলারুশের আইনের অধ্যাপক অ্যালেনা ডুহান সিরিয়ার উপর থাকা নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেয়ার আহ্বান জানান৷ তিনি বলেন, এই নিষেধাজ্ঞা ‘মানবতার বিরুদ্ধে অপরাধের’ সমপরিমাণ হতে পারে৷ সিরিয়া সফর শেষে গত সপ্তাহে দেয়া বিবৃতিতে তিনি বলেন, প্রায়ই দেখা যায় নিষেধাজ্ঞার কারণে একটি দেশের নেতৃবৃন্দের চেয়ে সাধারণ মানুষের উপর প্রভাব বেশি পড়ে৷
ছবি: Yuri Cortez/AFP/Getty Images
ডুহানের মন্তব্যে প্রতিক্রিয়া
ন্যাশনাল কোয়ালিশন অফ সিরিয়ান অপজিশন ফোর্সেস এক বিবৃতিতে বলেন, ডুহানের বক্তব্য নিরপেক্ষ নয়৷ তিনি সিরীয় সরকারের অপরাধ উপেক্ষা করে গেছেন বলেও বিবৃতিতে জানানো হয়৷ অ্যাক্টিভিস্টরা বলছেন, দারিদ্র্য ও হতাশার কারণে প্রায় ৬৮ লাখ সিরীয় দেশ ছেড়ে যাওয়ার কথা বলেছেন ডুহান৷ কিন্তু তারা যে গৃহযুদ্ধ ও নির্মম অত্যাচার থেকে বাঁচতে পালিয়েছেন সেটি তিনি বলেননি৷
ছবি: WFP/Rein Skullerud
অতীতেও বিতর্কিত মন্তব্য করেছেন ডুহান
অতীতে ইরান, ভেনেজুয়েলা ও জিম্বাবোয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার কথা বলে আলোচিত হয়েছিলেন ডুহান৷ ইউরোপের ক্রিমিনাল ল এসোসিয়েশনের এক ম্যাগাজিন সম্প্রতি ডুহানের কাজকে ‘খামখেয়ালি’ বলে আখ্যায়িত করেছেন আইন বিশেষজ্ঞ অ্যান্টন মোইসায়েনকো৷
ছবি: Omar Sanadiki/AP/picture alliance
ডুহানের ব্যাখ্যা
ডয়চে ভেলেকে ডুহান বলেন, সমালোচকরা তার দায়িত্ব সম্পর্কে জানেন না বলে সমালোচনা করেন৷ তার কাজ হচ্ছে, মানবাধিকারের উপর নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব খতিয়ে দেখা৷ ২০২০ সালের মার্চ থেকে তিনি জাতিসংঘের বিশেষ ব়্যাপোটিয়ার হিসেবে কাজ করছেন৷ উল্লেখ্য, বিশেষ ব়্যাপোটিয়ার জাতিসংঘের কোনো আনুষ্ঠানিক পদ নয়৷ তাদের কাজ, কোনো বিষয় স্বাধীনভাবে পর্যবেক্ষণ করা৷ এর জন্য তারা টাকা পান না৷
ছবি: Eduardo Munoz/AP/picture alliance
নিষেধাজ্ঞা মূল্যায়ন
সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের কারাম শার বলেন, মানবাধিকারের উপর নিষেধাজ্ঞার যে প্রভাব রয়েছে সেটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না৷ কিন্তু কী কারণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটিও মনে রাখতে হবে৷ শার মনে করেন, নিষেধাজ্ঞায় কাজ হচ্ছে কিনা তা নিয়মিত মূল্যায়ন করে দেখা দরকার, কারণ সময়ের সঙ্গে প্রয়োজন পরিবর্তন হতে পারে৷
ছবি: Getty Images/L.Beshara
6 ছবি1 | 6
আসাদ রাশিয়ার এই সামরিক সাহায্যের জন্য পুটিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার 'বিশেষ অপারেশন'কে সিরিয়া সমর্থন করে। আসাদের দাবি, যদিও রাশিয়া এই 'বিশেষ অপারেশন 'করছে, কিন্তু তাদের প্রতি সিরিয়ার মনোভাব অপরিবর্তিত আছে।
আসাদের অফিস থেকে বলা হয়েছে, দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়ন ও অন্য বিষয়ে একে অপরকে সাহায্য করবে।
আসাদ যা চান
সিরিয়ায় যুদ্ধের পর আসাদ আন্তর্জাতিক দুনিয়ায় কার্যত একঘরে। সেই অবস্থার পরিবর্তন চান আসাদ। উত্তর সিরিয়ায় ভয়ংকর ভূমিকম্পের পর তিনি আন্তর্জাতিক দুনিয়ার কাছ থেকে সাহায্য চেয়েছেন। সিরিয়াকে বিভিন্ন দেশ যাতে স্বীকৃতি দেয়, তিনি তার চেষ্টা করছেন।
কেন আক্রমণের মুখে কুর্দ জনগোষ্ঠী
একদিকে তুরস্ক, অন্যদিকে ইরান, জোড়া আক্রমণের মুখে কুর্দরা। কেন এই আক্রমণ?
ছবি: DHA/Demirören Nachrichten Agentur
তুরস্কের হামলা
সম্প্রতি উত্তর-পূর্ব সিরিয়া এবং ইরাকে কুর্দ জনগোষ্ঠীর উপর হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের দাবি, কুর্দ সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যদিও কুর্দদের দাবি, হামলায় বহু বেসামরিক মানুষ এবং শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৮৪ জন নিহত হয়েছে বলে কুর্দদের দাবি।
ছবি: North Press Agency via REUTERS
তুরস্কের দাবি
তুরস্কের দাবি, সম্প্রতি ইস্তাম্বুলে যে বিস্ফোরণ হয়েছে, তা কুর্দ সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে ঘটিয়েছে। ওই বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়ছে। যদিও পিকেকে জানিয়েছে, তারা ওই বিস্ফোরণের সঙ্গে যুক্ত নয়।
ছবি: North Press Agency via REUTERS
কুর্দদের অবস্থান
মধ্যপ্রাচ্যে তিন কোটি ৫০ লাখ কুর্দের বাস। পৃথিবীর অন্যতম বড় জনগোষ্ঠী কুর্দদের নিজেদের কোনো দেশ নেই। তুরস্ক, সিরিয়া, ইরাক, ইরান এবং আর্মেনিয়ার একাংশে তাদের বসবাস। প্রায় প্রতিটি দেশেই তারা সংখ্যালঘু।
ছবি: North Press Agency via REUTERS
কুর্দিস্তানের লড়াই
বিভিন্ন দেশে কুর্দদের সংগঠন স্বাধীন কুর্দিস্তানের লড়াই করছে। পিকেকে, ওয়াইপিজি এমনই সব সংগঠন। তুরস্ক এই দুই সংগঠনকেই সন্ত্রাসী বলে মনে করে। অ্যামেরিকা পিকেকে-কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখলেও ওয়াইপিজি-কে রাখেনি। সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সেনাকে সাহায্য করেছে ওয়াইপিজি।
ছবি: Wostok Press/MAXPPP/picture alliance
তুরস্কের বক্তব্য
তুরস্কের দাবি, কুর্দ সন্ত্রাসী গোষ্ঠীগুলি লাগাতার তাদের দেশে আক্রমণ চালাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান জানিয়েছেন, শুধু বিমান হামলা নয়, সিরিয়া এবং ইরাকে ঢুকে আক্রমণ চালাবে তুরস্কের স্থলসেনা। এর আগে ২০১৬ সাল থেকে এমন তিনটি অপারেশন চালিয়েছে তুরস্ক। এবার চতুর্থ অপারেশন হবে বলে জানিয়েছেন এর্দোয়ান।
ছবি: Eren Bozkurt/AA/picture alliance
বিশেষজ্ঞদের বক্তব্য
বিশেষজ্ঞদের বক্তব্য, সিরিয়া যুদ্ধের কারণে বিপুল পরিমাণ সিরিয়ার উদ্বাস্তু তুরস্কে এসে থাকছেন। এর ফলে তুরস্কের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর্দোয়ান চাইছেন, সিরিয়ার কুর্দ অধ্যুষিত এলাকা খানিকটা দখল নিয়ে সেখানে সিরিয়ার উদ্বাস্তুদের পাঠাতে। সে কারণেই তার এই লাগাতার আক্রমণ।
ছবি: Fatih Aktas/AA/picture alliance
ইরানের আক্রমণ
সম্প্রতি ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে। পুলিশের হাতে এক কুর্দ নারীর মৃত্যুর পর আন্দোলন আরো বড় আকার নেয়। ইরানের দাবি, কুর্দ সন্ত্রাসী গোষ্ঠী এই আন্দোলনে মদত দিচ্ছে। এবং সে কারণেই সম্প্রতি কুর্দদের উপর আক্রমণ চালিয়েছে ইরান।
ছবি: SalamPix/ABACA/picture alliance
সিরিয়ার অবস্থান
সিরিয়ার বাশার সরকারের সঙ্গেও কুর্দদের লড়াই চলছে। রাশিয়া এবং ইরানের মদতপুষ্ট বাশার সরকার গৃহযুদ্ধের মধ্যেই সিরিয়ার একটি বড় অংশ নিজেদের হাতে ফিরিয়ে নিতে পেরেছে। কিন্তু কুর্দ অধ্যুষিত অঞ্চল এখনো তারা পায়নি। সেখানে কুর্দদের সঙ্গে তাদের লড়াই চলছে।
ছবি: Steven Hutchungs/TNN/dpa/picture alliance
8 ছবি1 | 8
আসাদের প্রতিবেশী দেশ তুরস্কআবার সশস্ত্র বিদ্রোহীদের সমর্থন করছে। তবে মস্কো এই বিরোধ মেটাবার চেষ্টা করছে। উত্তর সিরিয়ায় কুর্দদের রাশিয়া ও তূরস্ক শত্রু ম নে করে। গত ডিসেম্বরে মস্কোতে সিরিয়া ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীরা আলোচনায় বসেছিলেন।
বুধ ও বৃহস্পতিবার রাশিয়া, সিরিয়া ও তুরস্কের পররাষ্ট্র প্রতিমন্ত্রীরা আলোচনায় বসেছেন। ইরানের সরকারি পরিমর্শদাতাও সেখানে যোগ দিয়েছেন। সিরিয়া কীভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তানিয়ে আলোচনা হচ্ছে।