1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মস্কোয় বন্দুকধারীর হামলা

২০ ডিসেম্বর ২০১৯

এক বন্দুকধারীর হামলায় নড়ে গেল রাশিয়ার গর্বের নিরাপত্তা সংস্থা এফএসবি-র দফতর। কালাশনিকভ হাতে বন্দুকবাজ ঢুকে পড়ে দফতরে। ঘটনায় মৃত্যু হয়েছে এক এফএসবি অফিসারের। আহত বেশ কয়েকজন।

ছবি: Reuters/S. Zhumatov

ভর সন্ধ্যায় কালাশনিকভ হাতে রাশিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থার ভিতরে ঢুকে পড়ল বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলিতে নিহত এক, আহত অন্তত পাঁচ। যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিনে বাৎসরিক সাংবাদিক বৈঠক করছিলেন দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে জাতীয় নিরাপত্তা সংস্থা এফএসবি-র কাজ নিয়ে অনেক প্রশংসাও তিনি করেন। ঠিক তার কয়েক মিনিটের মধ্যেই ক্রেমলিন থেকে ঢিল ছোড়া দূরত্বে এফএসবি-র সদর দফতরে পৌঁছে যায় অজ্ঞাত বন্দুকবাজ। হাতের কালাশনিকভ থেকে লাগাতার গুলি ছুড়তে ছুড়তে সে দফতরের দিকে এগোতে থাকে। আচমকা এই ঘটনা ঘটায় প্রাথমিক ভাবে এফএসবি দফতরের অফিসররা দিশেহারা পয়ে পড়েন। বন্দুকবাজকে আটকাতে দুএকজন বাইরে বেরিয়ে আসেন। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক অফিসারের।

ছবি: picture-alliance/AA/S. Karacan

এফএসবি জানিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। বন্দুকবাজের সঙ্গে খানিকক্ষণ লড়াইয়ের পর তাকে মারা সম্ভব হয়। কিন্তু বন্দুকবাজের পরিচয় এখনও জানা যায়নি। কেন সে এফএসবি দফতরে হামলা চালালো, তারও কোনও উত্তর মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই গুলির আওয়াজ ভেসে আসে এফএসবি অফিসের সামনে থেকে। কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা এলাকা ঘিরে ফেলে। কাছের বাজার থেকে নিরাপত্তারক্ষীদের দৌড়ে যেতে দেখা যায়। অনেকেই ঘটনার ছবি ফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন।

এফএসবি জানিয়েছে, ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। তার মধ্যে দুজন এফএসবি অফিসার। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

সোভিয়েত রাশিয়ার পতনের পর বিখ্যাত সোভিয়েত সংস্থা কেজিবি ভেঙে এফএসবি তৈরি করা হয়। রাশিয়ার প্রশাসনের কাছে এফএসবি একটি অত্যন্ত গর্বের জায়গা। ফলে এফএসবি দফতরে হামলা রাশিয়ার প্রশাসনকে শিকড় থেকে নাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ