1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

২১ আগস্ট ২০২৪

বুধবার ভোররাতে মস্কো ও সংলগ্ন এলাকায় ব্যাপক আকারে ড্রোন হামলা হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ দাবি করছে৷ ইউক্রেনের লাগাতার হামলা সত্ত্বেও রাশিয়া এখনো তেমন জোরালো পালটা পদক্ষেপ নেয়নি৷

ইউক্রেনের বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান
রাশিয়ার পক্ষ থেকে এখনও বড় কোনো প্রতিক্রিয়া না আসাকে অনেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের দুর্বলতা হিসাবে দেখছেনছবি: Valentyn Ogirenko/REUTERS

ইউক্রেন যুদ্ধের আঁচ রাশিয়ার ভুখণ্ডে আরো স্পষ্ট করে তোলার উদ্যোগ চালিয়ে যাচ্ছে কিয়েভের নেতৃত্ব৷ সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলের অংশবিশেষ দখল করে রয়েছে ইউক্রেন৷ বুধবার ভোররাতে রাজধানী মস্কোর উপর একাধিক ড্রোন হামলা ঘটেছে৷ শহরের মেয়র সের্গেই সোবইয়ানিন জানিয়েছেন, এখনো পর্যন্ত অন্যতম বড় আকারের হামলা চালিয়েছে ইউক্রেন

টেলিগ্রামে নিজের চ্যানেলে তিনি দাবি করেন, যে মস্কো ও সংলগ্ন এলাকার আকাশে কমপক্ষে দশটি ড্রোন ধ্বংস করা হয়েছে৷ তাঁর মতে, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি৷ উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসের পর ইউক্রেন মস্কোর উপর এত বড় আকারের ড্রোন হামলা চালায়নি৷ বুধবার রুশ কর্মকর্তারা আরো জানিয়েছেন যে, সীমান্তের কাছে ব্রিয়ানস্ক ও অন্যান্য অঞ্চলের উপর ১৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে৷

গত কয়েক মাসে রাশিয়ার ভূখণ্ডে পালটা হামলা ও নাশকতার চেষ্টা জোরালো করেছে ইউক্রেন৷ বিশেষ করে অবকাঠামো ধ্বংস করে মস্কোর যুদ্ধের ক্ষমতা যতটা সম্ভব কমানোর চেষ্টা করছে সে দেশ৷ যেমন, তেল ও গ্যাস স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে৷ ইউক্রেনের ভূখণ্ডে লাগাতার হামলার জবাব হিসেবে কিয়েভের নেতৃত্ব এমন পালটা পদক্ষেপের পক্ষে সওয়াল করছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি চলতি মাসের শুরুতে রাশিয়ার পেট্রোলিয়াম অবকাঠামোর উপর সফল হামলার জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন৷ তাঁর মতে, এমন হামলা বর্তমান সংকটের ‘ন্যায্য সমাপ্তি' আনতে সাহায্য করবে৷

রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের বেড়ে চলা হামলা সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ বিশেষ করে ইউক্রেনের মদতকারী দেশগুলি বিষয়টি নিয়ে কিছুটা দ্বন্দ্বে রয়েছে বলে মনে করা হচ্ছে৷ রাশিয়ার চোখরাঙানি সত্ত্বেও একের পর এক ‘সাহসি' পদক্ষেপের ঝুঁকি নিয়ে ইউক্রেন এখনো তেমন জোরালো প্রতিক্রিয়া দেখেনি৷ ফলে মস্কোর ‘লাল সীমা' আসলে ভাঁওতা কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ রাশিয়ার ভূখণ্ডে হামলার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলির সরবরাহ করা সামরিক সরঞ্জাম ব্যবহার নিয়েও কিছু দেশে অস্বস্তি রয়েছে৷ তবে এখনো পর্যন্ত কিয়েভের উদ্যোগে রাশ টানার তেমন প্রচেষ্টা দেখা যাচ্ছে না৷

রাশিয়ার ভূখণ্ডে হামলা সত্ত্বেও সে দেশের নেতৃত্ব এখনো জোরালো প্রতিরোধ দেখাতে না পারায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের দুর্বলতা নিয়ে জল্পনাকল্পনা চলছে৷ তবে মস্কোর ক্ষমতাকেন্দ্রে তা নিয়ে কতটা অসন্তোষ দেখা যাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়৷ পুটিন মঙ্গলবার চেচেন প্রজাতন্ত্রে গিয়ে সেখানকার অনুগত নেতা রামজান কাদিরভের সঙ্গে চেচেন যোদ্ধা ও স্বেচ্ছাসেবীদের পরিদর্শন করেন৷ প্রায় ১৩ বছর পর তিনি চেচনিয়া সফর করলেন৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ