1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মস্তিষ্কই কাজকে অভ্যাসে পরিণত করে

১০ জুলাই ২০১৮

মানুষ অভ্যাসের দাস৷ কিন্তু অভ্যাস ব্যাপারটা না থাকলে আমাদের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়তো৷ মস্তিষ্কের পক্ষে সব কাজ সামলানো অনেক কঠিন হয়ে উঠতো৷ রুটিন কাজগুলি করতে মানুষকে হিমশিম খেতে হতো৷

Symbolbild Modell des menschlichen Gehirns
ছবি: picture alliance/Bildagentur-online

প্রতিদিন সকালে একই রুটিন মেনে কাজ করি আমরা৷ পোশাক পরার সময় ভাবি না, কোনটা আগে কোনটা পরে গায়ে দিচ্ছি৷ মাজনের টিউবে কতটা চাপ দিচ্ছি, সেটাও খেয়াল থাকে না৷ সবই অভ্যাসের ফল৷

সেই অভ্যাসের বশেই আমরা বিনা সমস্যায় একাধিক কাজ একসঙ্গে করে থাকি৷ একই ধরনের রুটিনের কল্যাণে আমরা প্রতিদিন ঠিক সময়ে বাড়ি থেকে বার হতে পারি৷ কিন্তু এমন অভ্যাস না থাকলে আমাদের কী হতো?

জীবনটা তখন আরও অনেক কঠিন হয়ে পড়তো৷ কারণ তখন প্রতিটি পদক্ষেপের সময়ে ভুল এড়াতে মনোযোগ দিয়ে ভাবতে হতো৷ একই সঙ্গে একাধিক কাজ করা অসম্ভব হয়ে পড়তো৷ অভ্যাসের অভাবে সব কাজ নতুন করে করতে অনেক বেশি সময় লাগতো৷

কিন্তু আমাদের মস্তিষ্ক দৈনন্দিন রুটিন কাজগুলিকে অভ্যাসে পরিণত করে৷ আমরা সফলভাবে যে সব কাজ করি, মস্তিষ্ক তা মনে রাখে৷ তারপর কাজের তারিফ করে সংকেত পাঠিয়ে আমাদের বাহবা দেয়৷

প্রথমবার কোনো মুভমেন্ট বা সঞ্চালনের সময় পূর্ণ মনোযোগ দিতে হয়৷ মস্তিষ্কের সামনের অংশ, অর্থাৎ সচেতনতার অংশে তা ঘটে৷ কিন্তু একই কাজ বেশ কয়েকবার করলে তার নিয়ন্ত্রণ মস্তিষ্কের গভীর অংশ, অর্থাৎ অবেচতনে পাঠিয়ে দেওয়া হয়৷

 মস্তিষ্ক বেশ চাতুর্যের সঙ্গে কাজটা করে৷ এভাবে অনেক নতুন ও জরুরি বিষয়ের জন্য মস্তিষ্কে নতুন ক্ষমতা সৃষ্টি হয়৷ তাকে অনেক তথ্য ছেঁকে নিতে হয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় এবং শরীরকে চালনা করতে হয়৷

অভ্যাস না থাকলে আমাদের মস্তিষ্ক তার কর্মক্ষমতার সীমায় পৌঁছে যেত৷ নিয়মিত রুটিনমাফিক কাজগুলি অবচেতন মনে চলে বলেই আমরা দৈনন্দিন জীবন সামলে নিতে পারি৷

ফলে আমাদের আর সবসময়ে মৌলিক আচরণ নিয়ে ভাবনাচিন্তা করতে হয় না৷ তখন জরুরি বিষয়গুলির প্রতি মনোযোগ দিতে পারি৷ একইসঙ্গে নিরাপত্তাও নিশ্চিত হয়৷

শুলেস/টেরটিল্ট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ