1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মস্তিষ্কের অস্ত্রোপচার করতে সাইবার ছুরি

২০ জানুয়ারি ২০১৬

টিউমার দূর করতে লাগে ব্রেন সার্জারি৷ আবার রেডিও সার্জারি-ও করা যায়৷ সেটা হল সাইবার ছুরি দিয়ে বিনা ব্যথার, কম সময়ের অস্ত্রোপচার, যেমন করা হয় বার্লিনের শারিটে হাসপাতালে৷

Schlaganfall Symbolbild
ছবি: Sebastian Kaulitzki - Fotolia.com

বার্লিনের ‘শারিটে' হাসপাতালে ডাক্তাররা হাই-টেক সাইবার-নাইফ বা সাইবার ছুরি ব্যবহার করছেন ২০১১ সাল থেকে৷ পাঁচশো'র বেশি রোগীর উপর এ ভাবে অস্ত্রোপচার করা হয়েছে৷

নিউরোসার্জন ড. মার্কুস কুফেল্ড বলেন, ‘‘রোগীর পক্ষে রেডিও সার্জারি-র সবচেয়ে বড় সুবিধা হল এই যে, সব কিছু ঠিকমতো চললে আমরা ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে টিউমারটা ধ্বংস করে ফেলতে পারি৷''

মাথাটা ঠিক জায়গায় ধরা থাকে শুধু একটা হালকা, কাস্টম-মেড প্লাস্টিকের মুখোশ পরিয়ে৷ সাইবার-নাইফ-এর রশ্মি যাতে অন্য কোথাও না পড়ে, সোজা টিউমারে গিয়ে লাগে, সেজন্য আগে থেকে এক্স-রে করে নেওয়া হয়৷ টিউমারটা ঠিক কোথায়, সেটা নির্দিষ্ট করার জন্য ঐ তথ্যের প্রয়োজন৷

শারিটে হাসপাতালের ব্রেন সার্জন ও রেডিওলজিস্টরা একত্রে সিদ্ধান্ত নেন, কোন রোগীর ক্ষেত্রে কোন প্রক্রিয়া ব্যবহার করা হবে৷ রেডিওলজি-র রোবট শুধু ছোট, স্পষ্ট আকারের টিউমার বিনষ্ট করতে পারে৷ তবুও, প্রথাগত নিউরোসার্জারি যখন আর কাজ করে না, তখন রেডিও সার্জারি সাহায্য করতে পারে৷

ব্রেন সার্জারি আর সাইবার-নাইফ

নিউরোসার্জন প্রফেসর পেটার ভাইকোৎসি বলেন, ‘‘সাধারণ ব্রেন সার্জারি আর সাইবার-নাইফের মধ্যে কোনো বিরোধ নেই, ও দু'টো পরস্পরের পরিপূরক প্রক্রিয়া৷ মাথার খুলির তলার দিকে যে সব টিউমার থাকে, সে সব ক্ষেত্রে সাইবার-নাইফ-ই ভালো, কেননা সাইবার-নাইফ নিখুঁতভাবে সেই সব জায়গায় পৌঁছতে পারে, যেখানে আমরা সার্জনরা কাছাকাছি টিস্যুর বড় ধরনের ক্ষতি করে ফেলব৷''

ইরিস গাইগার-এর ব্রেন টিউমার আছে৷ তিনি প্রযুক্তিতে বিশ্বাসী৷ হাই-টেক ট্রিটমেন্ট করালে তিনি উত্তরোত্তর ব্রেন সার্জারি ও তার গুরুতর সাইড-এফেক্ট থেকে রেহাই পাবেন৷ রেডিও সার্জারির অপারেশনে কোনো ব্যথা নেই, রোগীর পুরোটা সময় জ্ঞান থাকে৷ রশ্মি দিয়ে শুধুমাত্র টিউমারটা বিনষ্ট করা হয়, সুস্থ ব্রেন টিস্যুর কোনো ক্ষতি হয় না৷

সাইবার-নাইফ সেন্টার-এর প্রধান ড. মার্কুস কুফেল্ড বললেন, ‘‘প্রত্যেকটি একক রশ্মির খুব বেশি রেডিয়েশন নেই, কাজেই সুস্থ টিস্যুকে খুব বেশি রেডিওঅ্যাক্টিভিটি সহ্য করতে হয় না৷ ম্যাগনিফাইং লেন্স-এর মতো, রশ্মিগুলোকে টিউমারের ওপর ফোকাস করা হয়, যার ফলে টিউমারটা বড় মাপের, কার্যকরি রেডিয়েশন পায়৷''

এখন একটা রোবট যখন সার্জনের কাজ হাতে নেয়, তখন সেই রোবট বিভিন্ন দিক থেকে প্রায় দু'শো ফোটন রশ্মি ছোঁড়ে৷ টিউমার যদি রিল্যাপ্স করে, তাহলে এই অপেক্ষাকৃত মোলায়েম ট্রিটমেন্ট রিপিট করা যেতে পারে৷

নতুন জীবন

ইরিস গাইগার বলেন, ‘‘বিগত কয়েক বছরে আমি যেন আমার জীবন থেকে আরো অনেক বেশি পেয়েছি৷ আমার কাছে স্পষ্ট হয়ে গেছিল, জীবনটা কতো ছোট৷ এই প্রযুক্তি ছাড়া আমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না৷ সাইবার-নাইফ দিয়ে অপারেশন না করলে, আজ আমি বেঁচে থাকতাম না৷''

ইরিস গাইগার-কে নতুন জীবনের মেয়াদ দিয়েছে সাইবার-নাইফ৷ মেটাস্টাসিস-গুলো যদি আবার আসে, তাহলে রেডিও সার্জারি আবার তাঁর জীবন বাঁচাতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ