1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মস্তিষ্কের সঙ্গে ‘কথা বলে' অন্ত্র

৩ ডিসেম্বর ২০১৮

পেটের সমস্যা অনেকেরই আছে৷ কিন্তু পেটের সঙ্গে মাথার যোগাযোগের কথা জানতেন কি? বিজ্ঞানীরা আন্ত্রিক ব্যাকটেরিয়ার সঙ্গে মস্তিষ্কের যোগাযোগের প্রমাণ পেয়েছেন৷ ইঁদুরের উপর পরীক্ষা করে এই খবর জানা গেছে৷

Symbolbild: Darmbakterien und Darmflora
ছবি: picture-alliance/S. Gombert

খোশমেজাজ নাকি মনমেজাজ ভালো নেই? নিশ্চিন্তে রয়েছেন, নাকি উদ্বেগে ভুগছেন? খিদে মিটছে না, ফলে মোটা হয়ে যাচ্ছেন? নাকি বেশ রোগাপাতলা হয়ে গেছেন?

এ সবের জন্য আমাদের আন্ত্রিক ব্যাকটেরিয়া দায়ী হতে পারে৷ আমাদের জীবনের উপর তাদের নিয়ন্ত্রণ কতটা, গবেষকরা ধীরে ধীরে তা জানতে পারছেন৷ চিকিৎসক হিসেবে প্রো. মিশায়েলা আক্সট-গাডেরমান মনে করিয়ে দেন, ‘‘আমাদের অন্ত্রের মধ্যে ১০০ ট্রিলিয়ন, অর্থাৎ ১ কোটি কোটি জীবাণু রয়েছে, শরীরে কোষের সংখ্যার তুলনায় যা ১০ গুণ বেশি৷ সেই জীবাণুর নিজস্ব চরিত্র মোটেই ভালো বা খারাপ হয় না৷ আমাদের স্বাস্থ্য ও ভালো থাকার জন্য এই জীবাণু অত্যন্ত জরুরি৷ জীবনধারা ও খাদ্যের মাধ্যমে আমরাই বরং তাদের উপর প্রভাব বিস্তার করি৷''

অন্ত্রের মধ্যে এই জীবাণু এমনকি আমাদের মস্তিষ্কের সঙ্গেও যোগাযোগ স্থাপন করে৷ মিশায়েলা আক্সট-গাডেরমান তা নিয়ে গবেষণা করছেন৷ সবার আগে ইঁদুরের উপর পরীক্ষা চালানো হয়েছে৷ কিছু ইঁদুরকে এমন খাবার দেওয়া হয়েছে, যাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া মেশানো রয়েছে৷ বাকিদের স্বাভাবিক খাবার দেওয়া হয়েছে৷ কিছুক্ষণ পর এক গোলকধাঁধার মধ্যে সব ইঁদুর ছেড়ে দিয়ে সেগুলির আচরণ পর্যবেক্ষণ করা হয়েছে৷

বিস্ময়কর ঘটনা হলো, দুই দলের আচরণের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা গেছে৷ প্রো. আক্সট-গাডেরমান বলেন, ‘‘অত্যন্ত ভিতু প্রজাতির ইঁদুরকে নির্দিষ্ট জীবাণু, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া খাইয়ে দেখা গেছে, যে তাদের সাহস অনেক বেড়ে গেছে৷ অর্থাৎ আন্ত্রিক ব্যাকটেরিয়া যোগ করে ইঁদুরের আচরণের উপর প্রভাব বিস্তার করা সম্ভব৷''

কিন্তু প্রশ্ন হলো, ইঁদুরের উপর পরীক্ষার ফলাফল কি মানুষের ক্ষেত্রেও খাটবে? আমরা ভিতু না সাহসি, তা কি ভালো বা খারাপ খাবারের উপর নির্ভর করে? অবশ্যই সেটা সত্য নয়৷ তবে ইঁদুর ও মানুষের অন্ত্রের গঠন ও কার্যপ্রণালীর মধ্যে অনেক মিল রয়েছে৷ এটাও ঠিক, যে আন্ত্রিক ব্যাকটেরিয়া দুই প্রাণীর ক্ষেত্রেই স্বাস্থ্য, ওজন ও আচরণের উপর প্রভাব রাখে৷

সেটা কীভাবে ঘটে, নিউরোপ্যাথোলজিস্ট হিসেবে প্রোফেসর মার্কো প্রিনৎস তা নিয়ে গবেষণা করছেন৷ তিনি বলেন, ‘‘মস্তিষ্ক ও অন্ত্রের পরস্পরকে প্রয়োজন হয়৷ তাদের মধ্যে সরাসরি যোগাযোগও থাকে৷ তবে মস্তিষ্ক যে সরাসরি অন্ত্রের কাছ থেকে সংকেত পায়, তা জেনে আমাদের অবাক লাগছে৷ মস্তিষ্ক বিচ্ছিন্ন এক প্রণালী বলেই আমরা চিরকাল জানতাম৷ আমাদের গবেষণার ফলাফল দেখিয়ে দিচ্ছে, যে অন্ত্রের সংকেত অবশ্যই মস্তিষ্কে পৌঁছয়৷''

বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছেন, কৃত্রিম প্রজননের মাধ্যমে যে ইঁদুরের অন্ত্রে কোনো জীবাণু রাখা হয় নি, তার মস্তিষ্কে গুরুতর পরিবর্তন ঘটেছে৷

অন্ত্রে ব্যাকটেরিয়া না থাকায় মস্তিষ্কে রোগ প্রতিরোধ ক্ষমতার মারাত্মক ক্ষতি হয়েছে৷ মাইক্রোগলিয়া নামের বিশেষ ধরনের কোষ হয় ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা পুরোপুরি লোপ পেয়েছে৷ অথচ এই কোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ সেগুলি বাইরে থেকে জোর করে প্রবেশ করা জীবাণু ও মৃত স্নায়ুকোষ দূর করে এবং সংক্রমণের মোকাবিলা করে৷ সারা জীবন ধরে মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রেও সেগুলির অবদান রয়েছে৷ প্রোফেসর মার্কো প্রিনৎস বলেন, ‘‘যে ইঁদুরের অন্ত্রে জীবাণু নেই এবং যার মাইক্রোগলিয়া কোষ নিষ্ক্রিয় রয়েছে, তাকে যদি একটি খাঁচার মধ্যে স্বাভাবিক ইঁদুরের সঙ্গে রাখা হয়, তাদের মাইক্রোগলিয়া কি আবার সক্রিয় ও বিকশিত হয়ে উঠে পারে – সেটাই ছিল প্রশ্ন৷''

বাস্তবে দেখা গেল, খাঁচায় চার সপ্তাহ সহাবস্থানের পর তাদের অন্ত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা এবং মস্তিষ্কে মাইক্রোগলিয়া কোষের সংখ্যা সত্যি উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে৷

স্টেফানি ক্র্যুগার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ