ভয় ও নেতিবাচক স্মৃতি আমাদের মধ্যে অনেককে তাড়িয়ে বাড়ায়, জীবন দুর্বিষহ করে তোলে৷ বেছে বেছে সেগুলি মুছে ফেলতে পারলে কেমন হতো? এক জার্মান বিজ্ঞানী ইঁদুরের উপর পরীক্ষা করে এই কাজে সাফল্য পেয়েছেন৷
বিজ্ঞাপন
আফগানিস্তানে সৈন্য হিসেবে সক্রিয় থাকার সময় রোব্যার্ট তাঁর ভয়াবহ স্মৃতি তালাচাবি দিয়ে স্মৃতিভাণ্ডারের একেবারে নীচে রাখার চেষ্টা করছেন৷ যে সব বিষয় তাঁকে দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয়, সেগুলি তিনি এখানেই জমা রাখেন৷ তিনি বলেন, ‘‘এই বাক্সের মধ্যে চরম স্মৃতিগুলি পুরে ফেলি৷ যে সব লাশ আমরা পেয়েছিলাম, সেগুলির ছবি এখানেই আছে৷''
সামান্য বিষয়ও সেই দুর্ঘটনার ছবি ফিরিয়ে আনতে পারে৷ মনে হয় সত্যি যেন বিপদ ঘনিয়ে আসছে৷ রোব্যার্ট বলেন, ‘‘সেই বাক্স যদি অন্য বাক্সে পুরে ফেলে সেলারের গভীরে বন্ধ রাখি, চিন্তা এবং ছবিগুলি কিন্তু দূর হয় না৷ সেগুলি ইচ্ছামতো বন্ধ করতে বা আবার বার করতে পারিনা৷ কারণ এই সব চিন্তা মুক্ত হয়ে ঘুরে বেড়ায়৷''
শোক এবং স্মৃতি
জার্মানি, ফ্রান্স ও স্পেনের উচ্চপদস্থ প্রতিনিধিরা এবং সেই সঙ্গে গতমাসের জার্মান উইংস বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মীয়স্বজনেরা শুক্রবার কোলনের ক্যাথিড্রালে একটি স্মারক প্রার্থনাসভায় মিলিত হন৷ দেখুন তারই কিছু ছবি...
ছবি: Reuters/I. Fassbender
শোকার্ত জার্মানি
নিহতদের প্রায় পাঁচশ’ আত্মীয়স্বজনহ প্রায় দেড় হাজার অতিথি এসেছিলেন কোলন ক্যাথিড্রালের স্মারক অনুষ্ঠানে৷ সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এই স্মারক অনুষ্ঠান উপলক্ষ্যে৷
ছবি: Reuters/I. Fassbender
অন্তরের শ্রদ্ধা
ক্যাথিড্রালের অভ্যন্তরে দুর্ঘটনায় নিহতদের আত্মীয়স্বজনের সঙ্গে ছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক৷ চব্বিশে মার্চ দুর্ঘটনা ঘটার পর দু’জনেই তাঁদের বিমূঢ়তা ব্যক্ত করে বিবৃতি দিয়েছিলেন৷
ছবি: Reuters/W. Rattay
সান্ত্বনা
কোলন ক্যাথিড্রাল উত্তর ইউরোপের বৃহত্তম গথিক গির্জা৷ এখানে অনুষ্ঠিত স্মারক প্রার্থনাসভার দৃশ্য ক্যাথিড্রালের বাইরে রাখা মনিটরে প্রদর্শিত হয়েছে, এছাড়া সারা দেশে সম্প্রচারিত হয়েছে সেই অনুষ্ঠানের দৃশ্য৷ ‘‘আপনারা এই একাকিত্বের মুহূর্তে একা নন,’’ সম্মিলিত দর্শকবৃন্দকে বলেছেন কোলনের আর্চবিশপ কার্ডিনাল রাইন্যার-মারিয়া ভোয়েলকি৷
ছবি: Reuters/W. Rattay
কড়া নিরাপত্তা
পুলিশ সতর্ক, কেননা, জার্মানির প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর, দুজনই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী হর্গে ফের্নান্দেজ দিয়াজ এবং ফরাসি পরিবহণমন্ত্রী অ্যালাঁ ভিদালিস কোলনে এসেছিলেন স্মারক অনুষ্ঠানে যোগ দিতে৷ এছাড়া এসেছিলেন লুফৎহানসা তথা জার্মান উইংস-এর প্রধানেরা৷
ছবি: picture-alliance/dpa/M. Hitij
‘আমাদের বিচার করা উচিৎ নয়’
ক্যাথিড্রালের মূল বেদীর সামনের সিঁড়িতে সাজানো হয়েছিল ১৫০টি মোমবাতি - বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে৷ অবশ্যই কো-পাইলট আন্দ্রেয়াস লুবিৎস্কেও বাদ দেওয়া হয়নি, যদিও লুবিৎস্ স্বেচ্ছায় দুর্ঘটনা ঘটিয়েছেন বলে তদন্তকারীদের ধারণা৷ এ’বিষয়ে আর্চবিশপ ভোয়েলকি বলেন, ‘‘আমাদের বিচার করা উচিৎ নয়৷’’
ছবি: AFP/Getty Images/O. Berg
লুফৎহানসার শোকপ্রকাশ
জার্মান উইংস-এর মালিক লুফৎহানসা বিমান পরিবহণ সংস্থা জার্মানির জাতীয় সংবাদপত্রগুলিতে পাতা জুড়ে শোকের বিজ্ঞপ্তি দিয়েছে: ‘‘সেইন-লে-জাল্পে’র কাছে জার্মান উইংস বিমান দুর্ঘটনায় যে সব যাত্রী ও কর্মী প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি৷ আমরা কোনোদিন তাদের ভুলব না৷’’
ছবি: Reuters/K. Nietfeld
6 ছবি1 | 6
এই সব ফ্ল্যাশব্যাক নিয়ন্ত্রণ করার কোনো পথ খুঁজে পেলে রোব্যার্ট-এর বড়ই সুবিধা হয়৷ এর মধ্যে আন্ড্রে ফিশার স্মৃতি জমা রাখার দায়িত্বে থাকা এনজাইম শনাক্ত করতে পেরেছেন৷ তার নাম সিডিকে৫৷ প্রো. ফিশার বলেন, ‘‘সিডিকে৫ এনজাইম সবার আগে স্মৃতি ‘সেভ' বা জমা করে৷ তারপর সেটি ধরে রাখার কাজে মন দেয়৷''
কোনো এনজাইম যদি ভয়ের স্মৃতি জমা রাখে, তাহলে সেটিকে আটকে দেওয়াও সম্ভব হওয়া উচিত৷ সেই ‘ইনহিবিটার' খুঁজে পেলে নেতিবাচক স্মৃতি যাতে ‘লং টার্ম মেমরি' পর্যন্ত না পৌঁছাতে পারে, ফিশার তার ব্যবস্থা করতে পারেন৷
মস্তিষ্ককে কম্পিউটার হিসেবে ভাবলে ধরে নিতে হবে, যে মেমারি কম্পিউটারের ডেটা সেট-এর মতো সাজানো আছে৷ সক্রিয়ভাবে ভুলে যাবার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে চাইলে হার্ড ড্রাইভের এই অংশের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে৷
স্মৃতিভ্রম এড়াতে যা করবেন
আপনি কিংবা আপনার প্রিয় কারো কি মাঝে মাঝে স্মৃতিভ্রম হচ্ছে? অর্থাৎ হঠাৎ করে কারো নাম, কোথায় থাকেন বা এমন অন্যকিছু মনে পড়ছে না? এ সব কি ডিমেনশিয়া বা আলৎসহাইমারের লক্ষণ? এ সব এড়াতে যা করবেন জেনে নিন৷
ছবি: Colourbox
দায়িত্বপূর্ণ কাজের মূল্য
যে ব্যক্তি কর্মক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, অর্থাৎ বিভিন্ন কাজের পরিকল্পনা বা কৌশল নির্ধারণ ইত্যাদি করে, তাদের বুড়ো বয়সে আলৎসহাইমার বা স্মৃতিভ্রম হওয়ার ঝুঁকি কম থাকে৷ এই তথ্য জানা গেছে জার্মানির লাইপসিগ বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণা থেকে৷
ছবি: Creativa/Fotolia.com
কলা খান, আলৎসহাইমাকে দূরে রাখুন
কলায় যে উপাদান রয়েছে তা কোষের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে৷ এই তথ্যটি উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার গিয়ংসাং ন্যাশনাল ইউনিভার্সিটির একটি গবেষণার থেকে৷ জানা গেছে, কলা আলৎসহাইমারের মতো যে কোনো স্নায়ুর রোগকে প্রতিরোধ করতে সহায়তা করে৷ তবে কলা খেতে হবে একদম তাজা অবস্থায়, নরম কলা নয় কিন্তু!
ছবি: Colourbox
নিয়মিত ব্যায়াম করে রোগকে দূরে রাখুন
ক্যানাডায় করা এক গবেষণা থেকে জানা গেছে ব্যায়াম শুধু শরীর নয়, মস্তিষ্ককেও সুস্থ ও সচল রাখে৷ যারা কোনোদিন ব্যায়াম করেননি তাদের তুলনায়, যারা নিয়মিত ব্যায়াম করেছেন বা করেন তাদের শরীরের রক্তসঞ্চালন এবং মস্তিষ্ক অনেক বেশি সচল থাকে৷ শুধু তাই নয়, খেলাধুলা করা বাচ্চরাও পরীক্ষায় ফলাফল ভালো করে৷ তাই নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করলে আলৎসহাইমারের মতো রোগ কম হয়৷
ছবি: Colourbox
সংগীত মস্তিষ্ককে সচল রাখে
গান বা সংগীত যে মানুষের মস্তিষ্ককে তরুণ রাখে, সেকথা বিভিন্ন গবেষণার ফল থেকে আমরা আগেও জেনেছি৷ তবে আলৎসহাইমার রোগে যারা ভুগছেন, তারা নিয়মিত ‘মিউজিকের’ সাথে সম্পৃক্ত হলে তাদের সুস্থ হওয়াও কিছুটা সহজ হয়৷ হ্যাঁ, আলৎসহাইমার রোগ নিয়ে ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণা থেকে জানা গেছে এই তথ্য৷
ছবি: picture-alliance/dpa/J. Szenes
সচেতনতার কিছু উপায়
মানুষের মস্তিষ্কই যদি সুস্থ না থাকে, তাহলে আর সুস্থ থাকার মূল্য কী? বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে যে, তথ্য-প্রযুক্তির যুগ হলেও মাঝে মাঝে হাতে লিখুন৷ কড়া ওষুধপত্র সেবন থেকে দূরে থাকুন৷ কেমব্রিজের গবেষকরা এমন বিভিন্ন অনুশীলনের মাধ্যমে স্মৃতিশক্তি বাড়ানো বা ধরে রাখা সম্ভব বলে জানিয়েছেন৷ তাছাড়া সুস্থ মস্তিষ্কের জন্য আখরোট, সামুদ্রিক মাছ, গ্রিন টি, টমেটো ইত্যাদি খাওয়া-দাওয়ার ভূমিকা তো রয়েছেই৷
ছবি: Colourbox
5 ছবি1 | 5
এই বিজ্ঞানী জানতে চান, ভয়ের স্মৃতির নাগাল পাবার যোগাযোগ কীভাবে বিচ্ছিন্ন করা যায়৷ ইঁদুর নিয়ে পরীক্ষার সময় তিনি এক নতুন এজেন্ট যোগ করলেন৷ প্রো. আন্ড্রে ফিশার বলেন, ‘‘এই পদার্থ সিডিকে৫ এনজাইম-এর সঙ্গে যুক্ত হয়ে তার কাজ থামিয়ে দেয়৷''
অ্যানেস্থেশিয়ার পর ইঁদুরের মস্তিষ্কে ইনহিবিটর সরাসরি ইনজেক্ট করা হলো৷ অবশ্যই সে কিছু টের পায় নি৷ ইঁদুরটিকে আবার খাঁচায় পুরে দেওয়া হলো৷ এজেন্ট সফলভাবে কাজ করলে তার ইলেকট্রিক শক-এর কথা ভুলে যাবার কথা৷ বাস্তবে দেখা গেল, তার সত্যি কিছু মনে নেই৷ অর্থাৎ পরীক্ষা সফল হয়েছে৷ প্রো. ফিশার ভয়ের মোকাবিলা করার এজেন্ট খুঁজে পেয়েছেন৷
কিন্তু রোব্যার্ট-এর জন্য খবরটা বড় দেরিতে এলো৷ ইকোথেরাপির মাধ্যমে তিনি কয়েক বছর ধরে ট্রমা সামলানোর চেষ্টা করছেন৷ তিনি বলেন, ‘‘যা কিছু আমাকে সাহায্য করতে পারবে, আমার জীবনে উন্নতি আনতে পারবে, নীতিগতভাবে আমি সে সব আঁকড়ে ধরি৷''
কিন্তু সৈন্য হিসেবে তিনি একটি বিষয়ে সচেতন৷ নিজের স্মৃতি মুছে ফেলার আর কোনো সম্ভাবনা নেই৷ সে সব তাঁর ব্যক্তিত্বের অংশ হয়ে পড়েছে৷
স্মৃতিশক্তি বাড়ানোর ১২ উপায়
আপনি কি কাজের চাপে প্রায়ই এটা-সেটা ভুলে যাচ্ছেন বা আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে? এর পরিণাম কিন্তু হতে পারে ভয়ংকর৷ তাই বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য থেকে জেনে নিন সতর্কতা এবং স্মৃতিশক্তিকে মজবুত করার কিছু উপায়৷
ছবি: jorgophotography - Fotolia.com
পর্যাপ্ত ঘুম
রাতে ৬ ঘণ্টার কম ঘুম হলে তা বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করতে মস্তিষ্কে বাঁধার সৃষ্টি করে, জানান রচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাইকেন নেডেরগার্ড৷ তিনি জানান, এর জন্য জরুরি হচ্ছে গভীর ঘুম৷ এটা না হলে মস্তিষ্ক প্রায় সাত বছর বেশি বুড়িয়ে যেতে পারে৷
ছবি: Colourbox
মস্তিষ্কের জন্য ঠান্ডা ঘরই ভালো
গরমের চেয়ে ঠান্ডায় স্মৃতিশক্তি এবং মনোযোগ তিনগুণ বেশি থাকে৷ এ কথা জানান নিউ সাউথ ওয়েল্স বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ান মনোবিজ্ঞানী প্রফেসার ইয়োসেফ ফোরগাস৷ এছাড়া ঠান্ডা ঘর মাথাকেও ঠান্ডা রাখে, তাই ঘরের তাপমাত্রা কখনো ২১ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখা ঠিক নয়, জানান তিনি৷
ছবি: picture-alliance/ dpa
গল্প শেষ থেকে শুরু করুন
একটি গল্প পড়ে পুরো গল্পটা মনে রাখুন৷ এবার শুরু থেকে না বলে শেষ বা পেছন থেকে গল্পটা মনে করতে থাকুন৷ এই পন্থা মস্তিষ্কের কোষগুলোকে সচল তো রাখবেই, করবে আরো শক্তিশালী৷
ছবি: picture-alliance/dpa/P. Endig
সঠিক জুতো পরে বেরিয়ে পড়ুন
নিয়মিত হাঁটাচলা বা জগিং শরীরকে ভালো রাখে – এ কথা কম-বেশি আমরা সকলেই জানি৷ সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী মার্ক ম্যাকডানিয়েল জানান, শুধু শরীর নয় হাঁটাচলা এবং জগিং ব্রেনকেও ফিট রাখে৷ তবে সবচেয়ে ভালো হয় সপ্তাহে দুই থেকে তিনদিন অন্তত ২০ মিনিট করে হাঁটলে বা জগিং করলে৷
ছবি: Fotolia/ruigsantos
বিপরীত হাত ব্যবহারের অভ্যাস
যাঁরা ডান হাতে সব কিছু করেন, তাঁরা বাঁ হাতে আর যাঁরা বাঁ হাতে সব কিছু করেন, তাঁরা ডান হাতে সপ্তাহে অন্তত একবার সব কাজ করার চেষ্টা করুন৷ অর্থাৎ উল্টো হাতে খাওয়া-দাওয়া, দাঁতব্রাশ করা বা অন্যান্য টুকটাক ঘরের কাজ করার অভ্যাস করতে পারেন৷ এতেও ব্রেন সচল থাকে৷
ছবি: Fotolia/Photo_Ma
বন্ধুত্ব লালন করুন
মানুষের সাথে কথাবার্তা বলা বা টেলিফোনে যোগাযোগ মস্তিষ্ককে তরুণ রাখে৷ এই তথ্যটি জানিয়েছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট ড. স্টুয়ার্ট রিচি৷ তিনি বলেন, দিনে মাত্র ১০ মিনিটের যোগাযোগই নাকি মানুষের স্মৃতিশক্তিকে বেশ জোড়ালোভাবে জাগিয়ে তুলতে সহায়তা করে৷
ছবি: Fotolia/szeyuen
প্রতিদিনের নিয়ম থেকে বেরিয়ে আসুন
ব্রেনকে সব সময় নতুন কিছু শিখতে হয়৷ তা না হলে মস্তিষ্ক নির্জীব হয়ে যায়৷ তাই প্রতিদিনের রুটিন ভেঙে অন্যকিছু করুন৷ মাঝে মাঝে অন্য রাস্তা দিয়ে কর্মস্থলে বা কলেজে যান৷ নতুন কোনো ভাষা বা যন্ত্র বাজানো শিখুন৷ এতে ডিমেনশিয়ার ঝুঁকি শতকরা ৭৫ ভাগ কমে যায়৷ নিউ ইয়র্কের আলবার্ট আইনস্টাইন মেডিকেল কলেজের করা এক সমীক্ষা থেকে জানা গেছে এ তথ্য৷
ছবি: Fotolia/Peter Atkins
পায়ের আঙুলের ম্যাসাজ
প্রতিদিন পাঁচ মিনিট করে পায়ের আঙুল ম্যাসাজ করুন৷ প্রথমে আঙুলের ওপর থেকে শুরু করে আস্তে আস্তে টিপে টিপে নীচের দিকে যান৷ এই ম্যাসাজ মস্তিষ্কের কোষের সাথে যোগাযোগ স্থাপনে সহায়তা করে৷
ছবি: Elenathewise - Fotolia.com
শপিং লিস্ট
বাজারে বা দোকানে যাওয়ার আগে কী কী কিনবেন তার একটি লিস্ট তৈরি করে নিন এবং ইচ্ছে করেই সেটা বাড়িতে রেখে শপিংয়ে চলে যান৷ ফিরে এসে দেখুন ক’টা ভুলে গেছেন আর ক’টা মনে রাখতে পেরেছেন৷ এই নিয়ম যত বেশি করা হবে, ব্রেন তত দীর্ঘ সময় মস্তিষ্কে ‘সেভ’ করে রাখতে পারবে তথ্যগুলো৷
ছবি: imago/blickwinkel
দুই কাপ কফিই যথেষ্ট
দিনে দুই কাপ কফি পান করলে আলৎসহাইমার ঝুঁকি কমে শতকরা ২০ ভাগ৷ একটি সমীক্ষার ফলাফল থেকে এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন ডিমেনশিয়ার পর্তুগিজ গবেষক ড. কাটারিনা সান্তোস৷ কারণ কফি পান তিরিশের বেশি বয়সিদের মস্তিষ্ককে ধীরে ধীরে বুড়িয়ে যাওয়া থেকে অনেকটাই রোধ করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে৷
ছবি: Fotolia/Kim Schneider
রুটিন চেকআপ
হৃদপিণ্ডের নানারকম অসুখের ঝুঁকির কারণেও মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে৷ তাই বছরে একবার রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টোরলের মাত্রা পরীক্ষা করানো উচিত৷
ছবি: Fotolia/Andrei Tsalko
মস্তিষ্কের খাবার
আখরোটের ‘পলিফেনল’ ব্রেনের স্মৃতি শক্তি বাড়িয়ে দেয়৷ তাছাড়াও সামুদ্রিক মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, পালং শাক, ডার্ক চকলেট, গ্রিন টি, অলিভ অয়েল, শাক-সবজি ইত্যাদি মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় খুবই জরুরি৷