1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাকাশচারীদের প্রশিক্ষণ

১৫ মে ২০১৭

মহাকাশচারী হওয়া মোটেই সহজ কাজ নয়৷ শারীরিক ক্ষমতার পাশাপাশি দীর্ঘ সময় ধরে মাধ্যাকর্ষণহীন পরিবেশে থাকার ধকলও তাঁদের সামলাতে হয়৷ শরীরকে সেই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে নতুন ধরনের ট্রেনিং-এর কথা ভাব হচ্ছে৷

Deutschland Europäisches Astronautenzentrum der ESA in Köln
মহাকাশচারীদের প্রশিক্ষণ চলছেছবি: picture alliance/J.W. Alker

মহাকাশচারীদের মাধ্যাকর্ষণের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হয় না বটে, কিন্তু পেশি ও হাড়ের ক্ষয় সামলাতে তাদের বেশ বেগ পেতে হয়৷ কারণ এমন অবস্থায় শরীরের উপর স্বাভাবিক ভার লোপ পায়৷ এয়ারোস্পেস চিকিৎসক প্রো. রুপার্ট  গেয়ারৎসার সেই সমস্যার সমাধান খুঁজছেন৷ তিনি বলেন, ‘‘মহাকাশচারীদের ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে৷ পেশি ও হাড়ের ক্ষয় কিছুটা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন তাঁরা দু’ঘণ্টা ব্যায়াম করেন৷ সে কারণে যে মহাকাশচারীরা দীর্ঘ সময় ধরে মাধ্যাকর্ষণহীন পরিবেশে থাকেন, তাঁদের জন্য প্রশিক্ষণের নতুন পদ্ধতির প্রয়োজন আছে৷ সেনট্রিফিউজ সে কাজে সহায়ক হতে পারে৷’’

হাইটেক ক্যাটাপুল্ট-এ প্রশিক্ষণের প্রহর গোনা হচ্ছে৷ পরীক্ষায় অংশগ্রহণকারী যখন দ্রুত গতিতে ঘুরতে থাকবেন, তখন তাঁর হৃৎস্পন্দন ও রক্ত চলাচলের উপর নজর রাখা হবে৷ মাধ্যাকর্ষণ শক্তির মাত্রা বাড়িয়ে পেশিসহ গোটা শরীরকে আরও শক্তিশালী করে তোলাই এর উদ্দেশ্য৷

এমন অবস্থায় মাথা ঘুরতে পারে৷ সেন্ট্রিফিউজ যত দ্রুত ঘোরে, শরীরে মাধ্যাকর্ষণের টান ততটাই বেড়ে যায়৷ প্রশিক্ষণের প্রভাবও সেই হারে বাড়ে৷

পরীক্ষায় অংশগ্রহণকারী সে সময় প্রকৌশলি ও ডাক্তারদের সঙ্গে ওয়্যারলেস পদ্ধতিতে যোগাযোগ রেখে চলেন, যাতে বিপদ হলে প্রক্রিয়া সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া যায়৷ রোলার কোস্টারে লুপিং-এর সময়ে যে তীব্র মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করা যায়, আরও দীর্ঘ সময়ের জন্য সেটা সহ্য করার ক্ষমতা থাকতে হবে৷

সেন্ট্রিফিউজ ধীরে ধীরে ঘুরতে শুরু করে, তারপর সর্বোচ্চ গতির মাত্রা ছোঁয়৷ তখন মিনিটে ৪৫ বার ঘোরে সেটি৷ সেন্ট্রিফিউজিয়াল ফোর্স পায়ের উপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করে৷ ব্যায়ামের জন্য তা খুবই ভালো৷ কিন্তু বিজ্ঞানীরা তাতেও খুশি নন৷ প্রো. রুপার্ট  গেয়ারৎসার বলেন, ‘‘আমাদের সমস্যা হলো, মহাকাশচারীর ট্রেনিং-এর সময় কমাতে হবে৷ সেন্ট্রিফিউজের সুবিধা হলো, সেটি ঘোরার সময় শরীরের উপর অংশের তুলনায় নীচের অংশে বেশি চাপ পড়ে৷ কিন্তু সেখানেই আবার সমস্যা৷ তাই আমাদের আশা, সেন্ট্রিফিউজের সঙ্গে সঙ্গে সাইক্লিং-এর মতো ফিটনেস ট্রেনিং-ও করাতে পারবো, যাতে সব মিলিয়ে আধ ঘণ্টা সময় বাঁচানো যায়৷’’

আইএসএস-এর মহাকাশচারীরা প্রথাগত পদ্ধতিতেই ট্রেনিং নিচ্ছেন৷ কিন্তু অদূর ভবিষ্যতে মহাকাশেও সেন্ট্রিফিউজ প্রয়োগ করা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ