মহাকাশযানে প্রথম বেসামরিক নভোচারী পাঠালো চীন
৩০ মে ২০২৩ইতিহাসে নাম লেখানো বেসামরিক সেই নভোচারীর নাম গুই হাইচাও৷ বিশ্ববিদ্যালয় শিক্ষক গুই মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে গিয়ে জিং হাইপেং -এর নেতৃত্বে কাজ করবেন৷ জিং হাইপেং, প্রকৌশলী ঝু ইয়াংঝু এবং গুই হাইচাও-এই তিনজনকে নিয়ে তিয়াংগংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে মহাকাশযান শেনঝোউ–১৬ ৷ মঙ্গলবার সকাল ৯টা ৩১ মিনিটে চীনের উত্তরাঞ্চলের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশযান শেনঝোউ-১৬ মহাকাশ স্টেশন তিয়াংগং-এর উদ্দেশ্যে যাত্রা করে।
তিয়াংগং মহাকাশ স্টেশনে চীন প্রথম নভোচারী পাঠিয়েছিল ২০২১ সালে৷ তারপর থেকে এ পর্যন্ত মোট পাঁচবার সেখানে নভোচারী পাঠানো হলো৷ প্রতিবার তিনজনের একটি দল সেখানে যায়৷ তারা গেলে আগের দলটি ফিরে আসে৷
সেই নিয়মে তৃতীয় দলটিকে ফিরে আসার সুযোগ করে দিতে তিন জনের একটি দল মহাকাশ স্টেশনে গিয়েছিল গত বছরের নভেম্বরে৷ জিং হাইপেং, প্রকৌশলী ঝু ইয়াংঝু এবং গুই হাইচাও গেলে সেই তিনজন পৃথিবীতে ফিরে আসবেন৷
এসিবি/ কেএম (রয়টার্স, এএফপি)