1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাকাশে উপগ্রহ পাঠাতে বাংলাদেশকে সহায়তা করবে চীন

১৫ জুন ২০১০

বাংলাদশের সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার করেছে চীন৷ চীনের ভাইস প্রেসিডেন্ট শি চিনপিং সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজে অংশ নিয়ে এ কথা জানান৷

চীনের ভাইস প্রেসিডেন্ট শি চিনপিংছবি: AP

তিনি দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দুপুরে ঢাকায় আসেন৷ এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের ৪০ মিলিয়ন ইয়েনের একটি বাণিজ্য চুক্তি সই হয়েছে৷

নৈশভোজে প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে চীনের আস্থা এবং অঙ্গীকারের কথা জানান৷ প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ এক চীন নীতির প্রতি আস্থাশীল৷ তিনি আশা করেন কৃষি, বিজ্ঞান এবং প্রযুক্তি ছাড়াও জাতীয় নিরাপত্তা এবং বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্র সহযোগিতা আরো বাড়বে৷

নৈশ ভোজের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ ছাড়াও পণ্যের সহজ প্রবেশাধিকার এবং বাণিজ্য ভারসাম্য রক্ষার প্রস্তাব দেয় চীন৷ বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপুমনি জানান, চীন বাংলাদেশকে গভীর সমূদ্রবন্দর নির্মাণসহ সার কারখানা এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করবে৷ সহযোগিতা করবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং খাদ্য নিরাপত্তায়৷ মহাকাশে বাংলাদেশের প্রথম উপগ্রহ পাঠাতেও চীন সহায়তার কথা জানিয়েছে৷

মঙ্গলবার দুপুরের পর চীনা ভাইস প্রেসিডেন্টের ঢাকা ত্যাগ করবেন৷ এর আগে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ