1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান পেতে রয়েছে আলমা

হাইডি গ্রোট / এসি২৫ জানুয়ারি ২০১৪

তারা দেখা মানুষের চিরকালের অভ্যাস৷ বিজ্ঞান সেই তারা দেখাকে সৃষ্টিরহস্য ভেদ করার পর্যায়ে নিয়ে গেছে৷ চিলির মরুভূমিতে বিশ্বের বৃহত্তম অবজারভেটরি ‘আলমা’ যা প্রমাণ করে৷

Screenshot Futurando 34 Superteleskop
ফাইল ফটোছবি: DW

শুকনো, ঠাণ্ডা বাতাস বইছে চিলি-র আটাকামা মরুভূমির চাখনান্তোর মালভূমিতে৷ নির্মেঘ আকাশ, প্রখর সূর্য৷ সাগরপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় এক অদ্ভুত পরিবেশ – কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের পক্ষে আদর্শ৷

৬৬টি হাই প্রিসিশন অ্যান্টেনা মরুভূমির বালুকণার উপর সার বেঁধে বসানো রয়েছে৷ জ্যোতির্বিদ জানিনি মার্কোনি বলেন, ‘‘এটা মহাকাশ গবেষণার একটা মাইলফলক, কেননা এটাই হল বিশ্বের বৃহত্তম অবজারভেটরি৷''

জ্যোতির্মণ্ডলের এ যাবৎ যে সব ছবি পাওয়া গেছে, ‘আলমা' তার থেকে উন্নততর ছবি দেবে৷ তার কারণ হল, রেডিও অ্যান্টেনাগুলোর এই নেটওয়ার্ক দৃষ্টিগোচর আলোকতরঙ্গ থেকে যে দৈর্ঘের তরঙ্গ পাওয়া যায়, তার থেকে অনেক বেশি দৈর্ঘের তরঙ্গ ধরতে পারে৷ কাজেই ‘আলমা' অপটিকাল কিংবা ইনফ্রারেড টেলিস্কোপের চেয়ে অনেক বেশি নির্ভুল৷

২০০৯ সাল থেকেই আলমা-র প্রথম অ্যান্টেনাগুলো আশ্চর্য সব ছবি দিয়ে যাচ্ছে৷ শীঘ্রই এই অবজারভেটরি বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের ধারণাই পুরোপুরি পাল্টে দিতে পারে বলে গবেষকরা মনে করেন৷ মহাশূন্যের উৎস এবং ঐ অসীমে অন্য কোথাও জীবন ও জীব আছে কিনা, মানুষের এই অনন্ত জিজ্ঞাসার উত্তরও হয়তো আলমা একদিন দিতে পারবে!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ