1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডুবে মরছিলেন লুকা

২০ জুলাই ২০১৩

মহাকাশচারীদের ঈর্ষা করেন অনেকে৷ এমন বিরল অভিজ্ঞতার সৌভাগ্য ক’জনেরই বা থাকে৷ কিন্তু তাঁদের বিপদের ঝুঁকির কথা ভুলে যাই আমরা৷ সম্প্রতি ঘটে গেল এক দুর্ঘটনা৷ প্রায় ‘ডুবে মরতে’ বসেছিলেন এক মহাকাশচারী৷

ESA astronaut Luca Parmitano, from Italy, during EVA training at ESA's Neutral Buoyancy Facility at the European Astronaut Centre, in Cologne, Germany, 2 September 2010. This course teaches ESA astronauts basic Extravehicular Activity (EVA, or 'spacewalk') concepts and skills, such as tethering to the International Space Station, the use of special EVA tools, communicating with an EVA crewmate and with the control room and how to keep full situational awareness in a complex and challenging environment.
ছবি: ESA/H. Rueb, 2010

ইটালির বিমানবাহিনীর অফিসার লুকা পারামিতানো আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বেরিয়ে স্পেস ওয়াক করছিলেন৷ নিয়মিত কাজের মধ্যেই পড়ে এই কসরত৷ কিন্তু ঘটে গেল অঘটন৷ তাঁর স্পেস স্যুটের হেলমেটে গোলযোগ দেখা দিলো৷ প্রথমে চোখের উপর জলের বিন্দু, তারপর নাকে-মুখে জল৷ ধীরে ধীরে দৃষ্টি ও শ্রবণশক্তি কমে যেতে লাগলো৷ নিজেকে তাঁর গোল্ডফিশ মনে হচ্ছিল, যে জলে হাবুডুবু খাচ্ছে৷ মহাকাশে ভাসমান অবস্থায় এমন ঘটনা খুবই বিপজ্জনক৷ পায়ের তলায় মাটিও নেই – ফলে নিজের অবস্থান বোঝারও উপায় নেই৷ তার উপর দিগন্তে তখন সূর্য ডুবছে৷ আলো-আঁধারির ফলে চারিদিক আরও অস্পষ্ট হয়ে উঠেছিল৷

লুকা পারামিতানোছবি: DW/F. Schmidt

এমন মরিয়া অবস্থায় লুকা শুধু নিজের স্মৃতিশক্তিকে সম্বল করে আইএসএস-এ ফেরার চেষ্টা শুরু করলেন৷ ভাসমান সঙ্গী অ্যামেরিকার ক্রিস্টোফর ক্যাসিডি-ও তাঁর অবস্থা বুঝে সাহায্য করতে এগিয়ে আসেন৷ ফলে সে যাত্রা আর কোনো সমস্যা হয়নি৷ তবে আইএসএস-এ ফিরে তাঁর হেলমেট খোলার পর দেখা গেল, সেখানে প্রায় দেড় লিটার জল জমা হয়েছিল৷ ফিরতে দেরি হলে হেলমেটে জমা সেই জলে মারা যেতে পারতেন লুকা৷ পৃথিবীতে জলে ডুবে যেভাবে মানুষ মারা যায়, মহাকাশেও ঠিক একই পরিণতি হতে পারতো তাঁর৷ সেই অবস্থায় মাথা ঠান্ডা রেখে সঠিক কাজ করা মোটেই সহজ নয়৷

মহাকাশ থেকেই এক টেলিভিশন সাক্ষাৎকারে লুকা এই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন৷ এই ঘটনার তদন্তও শুরু হয়ে গেছে৷ স্পেস স্যুটের মধ্যে তৃষ্ণা মেটাতে যে জল থাকে, সেই থলে অক্ষত ছিল৷ সম্ভবত স্যুট ঠান্ডা রাখতে যে ‘কুলিং সিস্টেম' রয়েছে, তাতেই কোনো সমস্যা হয়েছিল৷ অথচ পারামিতানো এর আগেও একবার সেই একই পোশাক পরে মহাকাশে বেরিয়েছিলেন৷ তখন কোনো সমস্যা দেখা যায়নি৷

এসবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ