1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাকাশ অভিযানে সাহায্য করবে ‘স্বাবলম্বী' ড্রোন

১৯ মার্চ ২০১৯

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে রোবট ও ড্রোনের প্রয়োগও বাড়ছে৷ এবার তাদের পরস্পরের মধ্যে সংলাপের মাধ্যমে স্বতন্ত্র করে তোলার উদ্যোগ চলছে৷ ভবিষ্যতে গ্রহান্তরের অভিযানে স্বাধীন রোবটের ঝাঁক গড়ে তোলাই হলো লক্ষ্য৷

Filipino-Erfinder Kyxz Mendiola testet sein fliegendes Auto
ছবি: Reuters/E. Lopez

ঝাঁকবাঁধা ড্রোন

 ক্যানাডার মিস্ট ল্যাবের জোভানি বেলট্রাম ও তাঁর সহকর্মীরা একঝাঁক ড্রোনের জন্য এক কৃত্রিম ও স্বতন্ত্র বুদ্ধিমত্তা সৃষ্টি করেছেন৷ জোভানি বলেন, ‘‘এই সব ড্রোন সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করে এবং পরস্পরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সমন্বয় করে৷ নিজেদের মধ্যে সংলাপ চালিয়ে তারা কাজ স্থির করে৷''

কার ক্যামেরা সবচেয়ে ভালো? কে সবচেয়ে ভালোভাবে আকাশ থেকে মাপজোক করতে পারে? এ সব বিষয় নিয়ে ড্রোনগুলির মধ্যে সংলাপ চলছে৷ সম্পূর্ণ স্বাধীনভাবে এই সব যন্ত্র নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে৷

যন্ত্র সম্পর্কে মানুষের মতো কথা বলতে সত্যি অদ্ভুত লাগে৷ আমাদেরকে বাইরে রেখে তারা নিজেরাই সক্রিয় হয়ে ওঠে, নিজেদের মধ্যে সংলাপ চালায়৷ এখানে সত্যি এমনটাই ঘটছে৷

পারস্পরিক সহযোগিতা

ড্রোনের এই ঝাঁক আগে থেকে ওড়ার জায়গা নিজেদের মধ্যে ভাগ করে নেয়৷ প্রথম ড্রোনটি একটি চৌকো ক্ষেত্র বেছে নিয়েছে, দ্বিতীয়টি অন্য একটি ক্ষেত্রের উপর উড়ছে৷ ড্রোনের মোট সংখ্যা যতই হোক না কেন, প্রত্যেকটি ড্রোন নির্ধারিত ক্ষেত্রের দিকে মনোযোগ দিচ্ছে৷

একটি ড্রোন বিকল হয়ে গেলে ঝাঁকের বাকি ড্রোনগুলি তা টের পায়৷ তখন নতুন করে নিজেদের মধ্যে জায়গা ভাগ করে নেয়৷ জোভানি বেলট্রাম বলেন, ‘‘এই অভিযানই সম্ভবত প্রথম স্বয়ংসম্পূর্ণ উড়াল, যার আওতায় রোবটগুলি বাকিদের সঙ্গে যোগাযোগ করে পুরোপুরি একাই সিদ্ধান্ত নিচ্ছে৷'' অন্যান্য রোবটগুলির ক্ষেত্রেও এমনটা সম্ভব৷ একে বলে ‘সম্পূর্ণ বিকেন্দ্রিত প্রণালী'৷ অর্থাৎ প্রণালীর প্রত্যেকটি অংশ একাধিক কম্পিউটারে বিভক্ত থাকে৷ সেগুলি পরস্পরের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করতে পারে৷

জোভানি বলেন, ‘‘নিজেদের দায়িত্ব ও ক্ষমতা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়৷ কোনো রোবট যদি হাই ডেফিনিশন ছবি তুলতে পারে, তখন সেটি সেই বিশেষ দায়িত্ব নিতে চাইবে৷ কিন্তু সেই ইচ্ছা অনেকটা নিলামের দর হাঁকার মতো৷ সে একশ' টাকা দর হাঁকবে৷ বাকি রোবটদের সেই ক্ষমতা না থাকায় তারা এত বড় অঙ্কের দাঁও লাগাতে পারবে না৷ শেষ পর্যন্ত যে রোবট সবচেয়ে বেশি দর হাঁকবে, সেই দায়িত্ব পাবে৷''

ড্রোন ও রোবটের ভাষা

ড্রোনদেরও নিজস্ব এক ‘ভাষা' রয়েছে৷ সেই ভাষায় তারা দরকষাকষি করে, নিজেদের মধ্যে ব্যবস্থাপনা সেরে নেয়৷ জোভানি বেলট্রাম ও তাঁর সহকর্মীরাই সেই ভাষা সৃষ্টি করেছেন৷ নাম রেখেছেন ‘বাজ'৷ জোভানি বলেন, ‘‘ রোবটগুলি নির্দিষ্ট এক সেট ভাষা ব্যবহার করে৷ তাদের মধ্যে সমন্বয়ের জন্য সেটি কাজে লাগানো হয়৷ যে কোনো চালু অবকাঠামোর উপর তা চাপানো সম্ভব৷ তাই যে কোনো রোবটের ক্ষেত্রে তা প্রয়োগ করা যায়৷'' 

ড্রোন দিয়ে ফ্যাশন শো!

00:56

This browser does not support the video element.

এই পরিকল্পনার ভিত্তি হলো, নানা ধরনের রোবট নিয়ে এক ঝাঁক গড়া হবে৷ উড়ন্ত রোবট, জমিতে চলমান রোবট, লাফ মারতে পারে এমন রোবট – তারা সবাই একই ভাষায় স্বতন্ত্রভাবে পরস্পরের সঙ্গে সংলাপ চালাবে৷ চাঁদ অথবা অন্য গ্রহের বুকে রোবটের ঝাঁক অনুসন্ধান চালাতে পারবে৷ সেটাই গবেষকদলের লক্ষ্য৷ জোভানি বেলট্রাম বলেন, ‘‘চাঁদের বুকে রোভার বা লম্ফঝম্প করে এমন রোবট আশা করছি৷ দুর্বল মাধ্যাকর্ষণের কল্যাণে চাঁদে লাফানোর কাজ বেশ সহজ৷ মঙ্গলগ্রহে বায়ুমণ্ডল থাকায় কপ্টার ব্যবহার করা যেতে পারে৷''

পরীক্ষার সময়   ড্রোনগুলি একজন মানুষের কাছ থেকেই নির্দেশ পাচ্ছে৷ মানুষ কীভাবে রোবটগুলির সঙ্গে সংলাপ চালাতে পারে, সেই পরীক্ষা এক্ষেত্রে জরুরি৷ গবেষকদল সেই মানুষের চোখের পাতার সঞ্চালনের উপর নজর রাখছে৷ রোবট চালানোর আদর্শ পদ্ধতিরও খোঁজ চলছে৷ চাঁদ বা মঙ্গলগ্রহে ভবিষ্যৎ অভিযানে কোনো মহাকাশচারী নির্দেশ দেবেন৷ রোবটের ঝাঁক সেই নির্দেশ পালন করবে৷ জোভানি বেলট্রাম বলেন, ‘‘আমাদের লক্ষ্য হলো, মঙ্গলগ্রহে গিয়ে সেখানে ছোট উড়ন্ত রোবট-বোঝাই একটি রোভার ছেড়ে দেওয়া হবে৷ সেগুলি চারিদিকে উড়ে বেড়িয়ে রোভারকে তথ্য দেবে৷ তার ভিত্তিতে গন্তব্য স্থির করে রোভার এগিয়ে যাবে৷''

এই পরীক্ষামূলক ক্ষেত্রে রোবটের ঝাঁক ও মানুষের মধ্যে যোগাযোগ ভালোভাবেই সম্ভব হচ্ছে৷ ব্যাটারি শেষ হলেই ড্রোনগুলি এমনিতেই ফিরে আসে৷

লেয়া আলব্রেশ্ট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ