1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাকাশ গবেষণায় এক কেজি’র স্যাটেলাইট

জাহিদুল হক১৯ মার্চ ২০১৩

দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার৷ ওজন এক কেজি৷ দেখতে চারকোণা কিউবের মতো৷ এই হলো ‘উভে-৩’ স্যাটেলাইট৷ কয়েকদিনের মধ্যেই মহাকাশে পাড়ি দেয়ার জন্য তৈরি হচ্ছে এটি৷

ছবি: NASA and H. Richer (University of British Columbia)

এই কাজে এখন ব্যস্ত জার্মানির ভুর্ৎসবুর্গ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী৷ কাজ প্রায় শেষ পর্যায়ে৷ এ মাসের শেষে এটিকে নিয়ে যাওয়া হবে রাশিয়ায় অবস্থিত রকেট লঞ্চিং প্যাডে৷ সেখান থেকে মহাকাশের উদ্দেশ্যে রওয়ানা হবে উভে-৩৷ তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক হয়নি৷

মহাকাশে যাওয়ার পর সেখান থেকে বিভিন্ন তথ্য পাঠাবে এই স্যাটেলাইট৷ শিক্ষার্থী তথা গবেষকরা প্রায় তিনমাস পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ রাখতে পারবে৷

উভে-৩ প্রকল্পে কাজ করছে ১০ জনের একটি দল৷ এর মধ্যে পিএইচডি গবেষক সহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী রয়েছে৷

উভে-৩ এর আগে মহাকাশে গেছে দুই পূর্বসূরি উভে-১ ও উভে-২৷ এর মধ্যে প্রথমটি মহাকাশে যায় ২০০৫ সালে৷ সেখানে ইন্টারনেট নিয়ে গবেষণা করে স্যাটেলাইটটি৷ আর মহাকাশে কোথায় স্যাটেলাইট পাঠালে ভালো হয় বিজ্ঞানীদের সেটা বোঝাতে সহায়তা করেছে উভে-২৷

উভে প্রকল্প

প্রকল্পের প্রধান ক্লাউস সিলিং৷ উভে প্রকল্পটি তার কাজের জন্য ইতিমধ্যে বিশ্বে স্বীকৃতি পেয়েছে৷ ইউরোপীয় ইউনিয়ন প্রকল্পটি চালিয়ে নেয়ার জন্য আড়াই মিলিয়ন ইউরো দিয়েছে৷ ফলে ২০১৮ সাল পর্যন্ত নির্বিঘ্নে চলতে পারবে প্রকল্পের কাজ৷

‘কিউবস্যাট'

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা মহাকাশ গবেষণা বিষয়ে যেন হাতেকলমে শিক্ষা পেতে পারে সেজন্য যুক্তরাষ্ট্রের দুজন অধ্যাপক কিউবস্যাট এর ধারণা দেন৷ ছোট স্যাটেলাইটগুলো দেখতে কিউবের মতো হওয়ায় এমন নামকরণ করা হয়েছে৷ উভে-৩ এমনই একটি কিউবস্যাট৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ