1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মহাকাশ ছাড়া শিক্ষা পরিপূর্ণ হয়না’

১০ অক্টোবর ২০১১

গত ৩-৫ অক্টোবর সিরাজগঞ্জের এনায়েতপুরে অনুষ্ঠিত হল বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০১১৷ মহাকাশ শিক্ষাকে জনপ্রিয় করতে গত কয়েকবছর ধরে এই আয়োজন করা হচ্ছে৷

ছবি: ESO/S. Guisard

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট'এর সহকারী অধ্যাপক ফারসিম মান্নান মোহাম্মেদী জানান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ২০০৪ সাল থেকে মোটামুটি নিয়মিতভাবে বিশ্ব মহাকাশ সপ্তাহ আয়োজন করে আসছে৷ এবং সেটা এনায়েতপুরে হয়৷ তারই ধারাবাহিকতায় এই বছর ‘ইউনাইটেড ন্যাশনস অফিস অব আউটার স্পেস অ্যাফেয়ার্স'-এর নির্দেশনা, সরাসরি পৃষ্ঠপোষকতা এবং একইসঙ্গে ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এই মহাকাশ সপ্তাহ আয়োজন করে৷

জনাব ফারসিম জানান, এই অনুষ্ঠানের আসলে দুটো অংশ৷ একটি হচ্ছে কর্মশালা এবং অন্যটি জনপ্রিয়করণ৷ আমাদের জাতীয় শিক্ষা পাঠ্যসূচিতে জ্যোর্তিবিদ্যার কি কি বিষয় অন্তর্ভূক্ত করা যায়, কিভাবে করা যায় - সেটি নিয়ে আলোচনা হয়েছে কর্মশালায়৷

জাতীয় পাঠ্যসূচিতে মহাকাশ শিক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে জনাব ফারসিম বলেন, ‘‘পাঠ্যসূচিতে মহাকাশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ক অন্তর্ভূক্ত করতে হবে৷ কেননা, মহাকাশ ছাড়া শিক্ষা পরিপূর্ণ হয়না৷ বিশেষ করে ভৌত শিক্ষা''৷

বাংলাদেশের রাজধানী ঢাকার বাইরে মহাকাশ সপ্তাহ আয়োজনের কারণ হিসেবে তিনি বলেন, ‘‘আমরা আসলে প্রত্যন্ত অঞ্চলে মহাকাশ এবং বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে চাই৷ বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রত্যন্ত অঞ্চল এবং ঢাকার বাইরে ক্রমশ কমে যাচ্ছে''৷

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ