জাপানের প্রাচীন একটি চেরি গাছের বীজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছিল৷ পৃথিবীতে সেই বীজের চারাগাছ অত্যন্ত দ্রুত বেড়ে উঠে নির্ধারিত সময়ের আগেই অদ্ভুত ফুলের জন্ম দিয়েছে৷ এ যেন প্রকৃতির নিয়মের থেকেও দ্রুত গতিতে চলা৷
বিজ্ঞাপন
জাপানে চেরি গাছের খুব সমাদর৷ এই গাছ ও ফুল জাতীয় ঐতিহ্যের অংশ৷ নির্দিষ্ট সময় গাছে ফুল ফোটে, তাকে ঘিরে উৎসবও হয়৷ কিন্তু একটি চারাগাছ যেন সব হিসাব গোলমাল করে দিয়েছে৷ যে সে গাছ নয়৷ মহাকাশ ফেরত বীজ থেকে এই গাছের জন্ম৷ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় আট মাস কাটিয়েছিল সেই বীজ৷
গাছটির আরও কিছু বিশেষত্ব চোখে পড়ার মতো৷ সাধারণত প্রায় ১০ বছর পর এই গোত্রের চেরি গাছে ফুল ফোটে৷ অথচ এই আশ্চর্য চারাগাছে চার মাস বয়সেই ফুল ফুটতে শুরু করেছে৷ তাছাড়া এপ্রিল মাসেই গাছের উচ্চতা প্রায় ৪ মিটার হয়ে দাঁড়িয়েছে৷ তাতে আচমকা ৯টি ফুল ফুটেছে৷ প্রত্যেকটিতে ৫টি করে পাপড়ি৷ অথচ মূল গাছের ফুলে প্রায় ৩০টি করে পাপড়ি ছিল৷
জাপানের প্রাচীন গানোজি বুদ্ধমন্দির প্রাঙ্গণে লাগানো আছে সেই চেরি গাছ৷ প্রধান পুরোহিত মাসাহিরো কাজিতা আরও একটি কারণে অত্যন্ত আনন্দিত৷ যে গাছের বীজ থেকে এই চারাগাছটি জন্মেছে, সেটির বয়স নাকি ১,২৫০ বছর৷ এর আগে তার বীজ থেকে কোনো গাছ জন্মায়নি৷ মহাকাশ ভ্রমণের কল্যাণে এই প্রথম মূল গাছের বংশধরের জন্ম হলো৷ তার উপর তাতে এত তাড়াতাড়ি ফুল ফুটলো৷
জার্মানিতে বসন্তের শুরু
জার্মানিতে বছরের বেশিরভাগ সময়ই শীত থাকে বলে বসন্তের আগমন খুবই আনন্দের৷ প্রকৃতি অবশ্য সে কথা আগেই জানান দিয়েছে৷ তবে ‘অফিশিয়াল’ অর্থাৎ জার্মানির ক্যালেন্ডারের পাতায় ২০ মার্চ থেকেই বসন্তের শুরু৷
ছবি: Maksim Nelioubin
প্রকৃতিই জানিয়ে দেয় বসন্তের আগমন
বিশ্ব উষ্ণায়নের কারণে আজকের দিনে আর কোনোকিছুই হিসেবে মেলেনা৷ শীত বা গ্রীষ্ম শুরু বা শেষ হওয়ার তারিখ জার্মানির ক্যালেন্ডারে বেশ ঘটা করেই লেখা থাকে৷ ক্যালেন্ডারের পাতায় আজ থেকে বসন্ত ঋতু শুরু হলেও ছবিতে দেখুন দু’সপ্তাহ আগে থেকেই প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া
ছবি: Fotolia/VRD
ছোটবড় সবাই ঘরের বাইরে
লম্বা শীতের পর আর কেউ ঘরে থাকতে চায়না৷ রোদ চুম্বকের মতো সবাইকে বাইরে টানে৷ আবহাওয়া মানুষের মনে যে কী প্রভাব ফেলে, তা বোঝা যায় সুন্দর মিষ্টি দিনে৷
ছবি: picture-alliance/dpa
পাখিরাও জেগে ওঠে
বসন্তের মিষ্টি সকালে শোনা যায় পাখির কিচিরমিচির৷ ওরা যেন জানিয়ে দেয় আর বিছানায় নয়, উঠে পড়ো, এখন দিন অনেক লম্বা, শুধু কাজ নয়, সুন্দর দিনকে উপভোগও কর৷
ছবি: Ardeshir Asadi
আহা কী মিষ্টি রং!
বাইরের তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে বসন্তের আগমন জানাতে নিজে থেকেই বেরিয়ে আসে এই ফুলগুলো৷
ছবি: Maksim Nelioubin
বাগানপ্রেমী
বাগানপ্রেমীরা মনে হয় অন্যদের চেয়ে একটু বেশিই অপেক্ষায় থাকেন ভালো আবহাওয়ার জন্য৷ সারা গ্রীষ্মকাল বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন সে কথা ভেবে আগেভাগেই বীজ বা ফুল লাগাতে পারেন৷
ছবি: Rido - Fotolia.com
কী সুন্দর !
ময়ূরও যেন অপেক্ষায় থাকে কখন তার পুরো রূপ মেলে ধরবে৷ কোলোনের একটি বোটানিকাল গার্ডেনে শীতের সময় কিন্তু এই ময়ূরকে তেমন বের হতে দেখা যায়না বললেই চলে৷
ছবি: DW/Nelioubin
প্রকৃতির কী রূপ!
সত্যিই প্রকৃতির এই মোহময়ী রূপ দেখতে কার ভালো না লাগে? বসন্তের সুন্দর এক বিকেলে এমন জায়গায় হাঁটতে গেলে যে কোন মানুষেরই মন ভালো হয়ে যাবে৷
ছবি: cc-by-sa/Ingfbruno
উজ্জ্বল হলুদ ফুল
শীতকালে পাতা ছাড়া শুধু ডালগুলো কেমন যেন অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে৷ আর এখন? বসন্ত আসার ঠিক আগে থেকেই একটু একটু করে জ্বলজ্বলে হলুদ রংয়ের ফুলগুলো ফুটতে শুরু করে যেন জানিয়ে দেয় বসন্তের আগমনী বার্তা৷ এই ফুল ছাড়া জার্মানির বসন্ত যেন ভাবাই যায়না৷
ছবি: DW/Nelioubin
ঋতু পরিবর্তন
সব দেশেই ঋতু পরিবর্তনের সময় কিছু অসুখ-বিসুখ হয় যা খুবই স্বাভাবিক৷ তবে একটা ব্যাপার লক্ষণীয় যে বসন্তের সময় শরীর খারাপ হওয়াকে তেমন কষ্টকর বলে মনে হয়না৷ লম্বা শীতে সূর্যের আলো কম পাওয়ায় বসন্তে মানুষের শরীরে রোদ অর্থাৎ ভিটামিন ‘ডি’-এর প্রয়োজন হয়ে পড়ে অনেক বেশি৷
ছবি: Maksim Nelioubin
9 ছবি1 | 9
২০০৮ সালের নভেম্বর মাসে জাপানি মহাকাশচারী কোইচি ওয়াকাটা চেরি গাছের বীজ সঙ্গে নিয়ে আইএসএস-এ গিয়েছিলেন৷ পরের বছর জুলাই মাসে তিনি পৃথিবীতে ফেরেন৷ এর মধ্যে মহাকাশ স্টেশন ৪,১০০ বার পৃথিবী প্রদক্ষিণ করেছে৷
এমন ঘটনার ফলে বিজ্ঞানীরা এবার জানতে চান, মহাকাশের পরিবেশে থাকার ফলে বীজের মধ্যে ঠিক কী পরিবর্তন ঘটেছে? তাছাড়া মন্দির প্রাঙ্গণে বসানো বীজটির ক্ষেত্রেই এমন সব অস্বাভাবিক প্রবণতা দেখা যাচ্ছে কেন?