1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাজোটের বিশাল জয়

সাগর সরওয়ার, নির্বাচন কমিশন/আরাফাতুল ইসলাম, বন৩০ ডিসেম্বর ২০০৮

নিরঙ্কুশ ব্যবধানে চূড়ান্ত বিজয়ের পথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট৷ সর্বশেষ প্রাপ্ত বেসরকারী ফলাফলে ২৯৭ টি আসনের জয়-পরাজয় নির্ধারিত হয়েছে৷ এরমধ্যে মহাজোট জিতেছে ২৬৩ টি আসনে৷ চারদলীয় জোট ৩০ টি আসনে এবং অন্যান্য ৪টি৷

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

নির্বাচন কমিশন এখন ঢাকার এবং পার্বত্য চট্টগ্রামের কয়েকটি আসনের ফলাফল নিয়ে চিন্তা করছে৷ কারণ ঢাকার কয়েকটি আসনের ভোট গননায় যোগ বিয়োগে কিছু সমস্যা হচ্ছে বলে মনে করা হচ্ছে৷ সেগুলো নির্বাচন কমিশন ঠিক করার চেষ্টা করছে৷

বান্দরবন এবং আরেকটি জেলায় খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে ফলাফল আনতে একটু সময় লাগছে৷ দুপুর নাগাদ এসব এলাকারও ফলাফল পাওয়া যাবে৷

নির্বাচনের বেসরকারী ফলাফল নিয়ে এখনো কোন মন্তব্য করেননি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷ছবি: Mustafiz Mamun

আওয়ামী লীগ সভানেত্রী মহাজোটের এই বিজয়ের পরও জনগনকে শান্ত থাকতে বলেছেন৷ এক বিবৃতিতে শেখ হাসিনা বলেছেন, দয়া করে আপনারা এমন কোন কাজ করবেন না, যে কাজের মাধ্যমে দলের ক্ষতি হয় কিংবা অন্য কারো উপর বিরুপ প্রভাব পড়ে৷

শেখ হাসিনা বলেছেন, আমরা উৎসব করবো৷ তবে এই উৎসব পরে হবে৷

বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী ভোট গ্রহণের পরবর্তী ৪৮ ঘন্টা কোন ধরণের রাজনৈতিক মিছিল, মিটিং, বিজয় উৎসব নিষিদ্ধ৷ সম্ভবত এ কারণেই শেখ হাসিনা জনগনকে শান্ত থাকতে বলেছেন৷

এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট৷ সোমবার বাংলাদেশ সময় রাতে বিএনপির এক প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ করেন৷

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির নেতা মির্জা আব্বাস সাংবাদিকদের জানান, আমরা আগেই নির্বাচন কমিশনের কাছে আশংকা প্রকাশ করেছিলাম প্রশাসন মহাজোটের পক্ষে কাজ করছে৷ এখন আমাদের সে আশংকাই সত্য প্রমানিত হয়েছে৷ কমিশন এ ক্ষেত্রে কোন যথাযথ ব্যবস্থা নিতে পারেনি৷

মির্জা আব্বাস নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমাদের আশংকার বিষয়ে ইসি কোন ব্যবস্থা নেয়নি৷ আশংকা প্রমানিত হওয়ায় আমরা ইসিকে বিষয়টি জানিয়ে গেলাম৷

চার দলীয় জোট যেসব আসনের ফলাফল নিয়ে আপত্তি তুলেছে সেগুলো মধ্যে আছে কিশোরগঞ্জ-২, ঢাকা-৭, বরিশাল-৫, ঝিনাইদাহ-২, জামালপুর-১ এবং জামালপুর-৩ আসন৷ তবে চারদলীয় জোটের এসব আপত্তি বিবেচনায় আনলেও মহাজোট নিরঙ্কুশ ব্যবধানে জিতবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

নির্বাচনের বেসরকারী ফলাফল নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে কোন ধরনের মন্তব্য পাওয়া যায়নি৷ নির্বাচন কমিশনে অবস্থানরত আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও মিডিয়ার সামনে কোন ধরনের মন্তব্য করেননি৷ অবশ্য ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তাঁদের মন্তব্য প্রকাশ করবেন বলে জানিয়েছে একাধিক সূত্র৷

মহাজোটের বিজয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর শোনা যাচ্ছে৷ তবে কোন ধরনের আনন্দ মিছিলের কথা এখনো শোনা যায়নি ঢাকায় নির্বাচন কমিশনের সামনে একটি বড় স্ক্রীনে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চালু করে কমিশন৷ এই স্ক্রীন ঘিরে রাতভর জনগণের উল্লাস দেখা গেছে৷

প্রসঙ্গত, বাংলাদেশে এবারই প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে৷ একইসঙ্গে জালভোট রোধে অমচনীয় কালীর কলমও ব্যবহার করেছে নির্বাচন কমিশন৷ সবমিলিয়ে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে বেশ তৎপর ছিল নির্বাচন কমিশন, রাজনৈতিক বিশ্লেষকরা তাই মনে করছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ