1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসপিডি'র সঙ্গে ম্যার্কেলের সাক্ষাৎ

৭ জানুয়ারি ২০১৮

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবার এসপিডি নেতা মার্টিন শুলৎসের সঙ্গে কথিত ‘মহাজোট' গঠনের ব্যাপারে প্রাথমিক আলোচনা শুরু করেছেন৷ আগামী শুক্রবার পর্যন্ত যা চলবে বলে ধারণা করা হচ্ছে৷

ছবি: Reuters/H. Hanschke

বার্লিনে শুরু হয়েছে এই প্রাথমিক আলোচনা, যেখানে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল রবিবার সিএসইউ নেতা হোর্সট জেহোফার এবং এসপিডি নেতা মার্টিন শুলৎসের সঙ্গে আলোচনায় বসেছেন৷

বার্লিনে সামাজিক গণতন্ত্রী দল এসপিডি'র সদর দপ্তরে তিনটি দল থেকে ১৩ জন প্রতিনিধি নিয়ে শুরু হয়েছে এই আলোচনা৷ যেখানে মূলত আলোচনা হচ্ছে ‘নতুন মহাজোটের' চুক্তি ও শর্ত নিয়ে৷ আজ সন্ধ্যার মধ্যেই হয়ত তিনটি দল তাদের মূল দাবিগুলো তুলে ধরবে৷

গত বছরের সেপ্টেম্বরের সংসদ নির্বাচনের তিন মাস পর শুরু হলো এই আলোচনা৷ প্রথম দফায় ম্যার্কেল চেষ্টা করছিলেন এফডিপি এবং গ্রিন পার্টির সাথে জোট গঠন করতে, যা নভেম্বরে ব্যর্থ হয়৷ কেননা এফডিপি প্রধান ক্রিস্টিয়ান লিন্ডনার আলোচনা থেকে সরে আসেন৷

এরপর ম্যার্কেলের জন্য একটাই পথ খোলা ছিল৷ তাহলো এসপিডি'র সঙ্গে জোট৷ আর এসপিডি'ও এই সুযোগ হাতছাড়া করছে না৷

শুলৎস যখন সিদ্ধান্ত নিলেন সিডিইউ এর সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করবেন, সেটা যেন তাঁর আগের অবস্থানের একেবারে বিপরীত ছিল৷ সেপ্টেম্বরের নির্বাচনে শুলৎস পেয়েছিলেন মাত্র ২০ দশমিক ৫ শতাংশ ভোট, যা এসপিডি আগে কখনো পায়নি৷ তখনই শুলৎস জানিয়েছিলেন, তার দল ম্যার্কেলের সঙ্গে আগামী চার বছর কাজ করবে না৷

যদিও অনেকেই মনে করছেন ম্যার্কেলের সঙ্গে জোট বাঁধলে এসপিডি আগামীতে আরও ভোটার হারাবে৷

প্রাথমিক এই আলোচনায় শুলৎস তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন, যা ম্যার্কেলের সিডিইউ পার্টি এবং তাদের বাভেরিয়ান সহযোগী দল সিএসইউ এর জন্য কিছুটা বিপদ ডেকে আনতে পারে৷ যেমন, সবার জন্য বাধ্যতামূলত সরকারি স্বাস্থ্য সেবা এবং শরণার্থীদের পরিবারের সদস্যদের জার্মানিতে নিয়ে আসার অনুমতি দেয়া৷

এরপর ২১শে জানুয়ারি বন শহরে দলের সম্মেলনে এসপিডি ভোটাভুটি করে ঠিক করবে ম্যার্কেলের দলের সাথে তারা আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে কিনা৷ অর্থাৎ এসপিডি'র ৪ লাখ ৪০ হাজার সদস্য মহাজোটের অংশ হতে চায় কিনা সে বিষয়ে তাদের সিদ্ধান্ত জানতে চাওয়া হবে৷

তবে সিদ্ধান্ত যাই হোক না কেন ইস্টারের আগে যে জার্মানিতে কোন সরকার গঠন হচ্ছে না, সেটা প্রায় নিশ্চিত৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ