1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহানগর আদালতে রিজভী, শিমুলের জামিনের আবেদন

২৮ ডিসেম্বর ২০২২

এবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান (শিমুল বিশ্বাস)।

রুহুল কবির রিজভী (ফাইল ফটো)
রুহুল কবির রিজভী (ফাইল ফটো)ছবি: DW/S. Hossain

আজ বুধবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই দুজন জামিনের আবেদন করেন। দৈনিক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন।

এর আগে রিজভী, শিমুলসহ অনেক বিএনপি নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। 

৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচটি মামলা হয়। এসব মামলায় বিএনপির কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা রিজভী, আবদুস সালাম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, শামসুর রহমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন প্রমুখ রয়েছেন। মামলায় ফখরুলসহ দলটির ৪৯৫ নেতা-কর্মীর কারও জামিন হয়নি। 

মির্জা ফখরুলের আইনজীবী ও বিএনপি নেতা মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কারণে দলের মহাসচিবসহ অন্যদের গ্রেপ্তার করে হয়রানি করছে সরকার। 

একেএ/কেএম (প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ