1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহানবির সমালোচককে নিষিদ্ধ করার আবেদন

৬ নভেম্বর ২০১৮

মহানবি হযরত মোহাম্মদ (সা.)-কে ‘শিশু যৌন নিপীড়ক' ও ‘সন্ত্রাসী' আখ্যা দেয়া নেদারল্যান্ডসের রাজনীতিক খেয়ার্ট ভিল্ডার্সকে টুইটারে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে সে দেশের ১৪৪টি মসজিদ নিয়ে গঠিত এক সংগঠন৷

Niederlande Geert Wilders in Den Haag
ছবি: picture-alliance/dpa/EPA/M. Beekman

‘দ্য টার্কিশ ইসলামিক কালচারাল ফেডারেশন' (টিআইসিএফ) নামের ঐ সংগঠন অনলাইনে ঘৃণা ছড়ানোর অভিযোগে ভিল্ডার্সকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে৷

টুইটার এই আবেদনে সাড়া না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন টিআইসিএফ সংগঠনের আইনজীবী এয়দার কোজে৷

টিআইসিএফ বলছে, ভিল্ডার্সের কয়েকটি টুইট সামাজিক মাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘন করেছে৷ এছাড়া টিউনিশিয়া, পাকিস্তান, মরক্কো ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের আইনও ভঙ্গ করেছে বলে মনে করছে সংগঠনটি৷

কোজে বলেন, ‘‘বিশ্বব্যাপী ঘৃণা ছড়ানোর প্ল্যাটফর্ম হিসেবে টুইটারকে ব্যবহার করছেন ভিল্ডার্স৷ এর অর্থ হচ্ছে, শুধু ভিল্ডার্স নয়, টুইটারকেও ঐ দেশগুলোতে শাস্তির আওতায় আনা যেতে পারে৷''

উল্লেখ্য, নেদারল্যান্ডসের ডানপন্থি দল ‘ফ্রিডম পার্টি'র নেতা ভিল্ডার্স ২০১৭ সালের সেপ্টেম্বরে এক টুইটে মহানবিকে ‘শিশু যৌন নিপীড়ক, গণ হত্যাকারী, সন্ত্রাসী ও পাগল' বলে আখ্যায়িত করেছিলেন৷

এছাড়া কার্টুনের মাধ্যমে মহানবিকে চিত্রায়নের একটি প্রতিযোগিতারও আয়োজন করতে চেয়েছিলেন ভিল্ডার্স৷ কিন্তু বিশ্বব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদের কারণে সেই পরিকল্পনা থেকে সরে এসেছিলেন তিনি৷

এদিকে, টুইটারে তাঁকে নিষিদ্ধ করার উদ্যোগকে ‘পাগলামি' বলে সোমবার এক টুইট করেছেন ভিল্ডার্স৷

জেডএইচ/এসিবি (এএফপি, ইএফই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ