1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহানবীর জীবন নিয়ে ছবি

১৯ ডিসেম্বর ২০১২

মহানবী (সাঃ)-এর জীবন নিয়ে একটি মুভি সিরিজ তৈরি করবে কাতারের আলনুর হোল্ডিং কোম্পানি৷ সিরিজে মোট সাতটি ছবি থাকবে৷ ‘ম্যাট্রিক্স’ ও ‘লর্ড অফ দ্য রিং’ খ্যাত মার্কিন নির্মাতা ব্যারি অসবোর্ন এই ছবিগুলো তৈরি করবেন৷

An aerial view shows Muslim pilgrims walking around the Kaaba in the Grand Mosque of the holy city of Mecca during the annual Hajj pilgrimage rituals on November 7, 2011. AFP PHOTO/FAYEZ NURELDINE (Photo credit should read FAYEZ NURELDINE/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

কাতারের প্রখ্যাত সুন্নি মুসলিম নেতা এবং ‘অ্যাসোসিয়েশন অফ মুসলিম স্কলারস'-এর প্রধান শেখ ইউসুফ কারাদাউইয়ের নেতৃত্বে একদল গবেষক এই ছবিগুলোর জন্য প্রয়োজনীয় গবেষণা করবে৷

ছবিগুলো নির্মিত হবে ইংরেজি ভাষায়৷ পরবর্তীতে আরও কয়েকটি ভাষায় এর অনুবাদ করা হবে৷ এর মাধ্যমে পশ্চিমা বিশ্বের কাছে ইসলাম ধর্ম সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে সেটা দূর করার চেষ্টা করা হবে৷

২০০৯ সালে প্রথম এই ছবি তৈরির ঘোষণা দেয়া হয়েছিল৷ তখন তিনটি ফিল্ম নির্মাণের কথা বলা হয়েছিল, এবং এর জন্য বাজেট ধরা হয়েছিল দেড় মিলিয়ন ডলার৷ তবে সম্প্রতি নির্মাতা প্রতিষ্ঠান আলনুর হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান আহমেদ আল-হাশেমি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, তিনটি নয়, মোট সাতটি ছবি তৈরি করা হবে, এবং এজন্য বাজেট বাড়িয়ে এক বিলিয়ন ডলার করা হচ্ছে৷

ইসলাম ধর্মের রীতি অনুযায়ী মহানবী (সাঃ)-কে চিত্রায়িত করা যায় না৷ তাই তাঁকে ছবিতে দেখা যাবে না৷

উল্লেখ্য, এর আগে মহানবীকে নিয়ে ইউরোপ, অ্যামেরিকায় বেশ কয়েকটি ছবি নির্মিত হয়েছে৷ এর মধ্যে এ বছরই মহানবীকে উপহাস করে যুক্তরাষ্ট্রে একটি ছবি তৈরি হয়৷ যার ফলে মুসলিম বিশ্বে মার্কিন বিরোধী আন্দোলন শুরু হয়েছিল৷ এতে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ