1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহানবী(সা:)-বিতর্ক: ভারতকে আল-কায়েদার হুমকি

৮ জুন ২০২২

মহানবী(সা:)-কে নিয়ে বিজেপি মুখপাত্রের মন্তব্যের জেরে আত্মঘাতী হামলার হুমকি আল-কায়েদা ইন দ্য সাবকন্টিনেন্টের।

বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের পরই তীব্র বিতর্ক শুরু হয়েছে।
বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের পরই তীব্র বিতর্ক শুরু হয়েছে। ছবি: Saumya Khandelwal/Hindustan Times/imago

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আল-কায়েদা ইন দ্য সাবকন্টিনেন্ট (একিউআইএস) একটি চিঠি লিখে দাবি করেছে, ''গেরুয়া সন্ত্রাসবাদীরা যেন দিল্লি, মুম্বই, উত্তরপ্রদেশ ও গুজরাটে তাদের শেষ সময়ের জন্য অপেক্ষা করে।'' চিঠিতে আরো বলা হয়েছে, ''মহানবী(সা:)-কে যারা অপমান করেছে, মর্যাদাহানি করেছে, তাদের উড়িয়ে দিতে আমরা আমাদের সন্তানদের শরীরে বিস্ফোরক বেঁধে দেব। তাদের কেউ বাঁচাতে পারবে না। তারা যতই দুঃখপ্রকাশ করুক না কেন, কোনো লাভ হবে না।''

চিঠিতে দাবি করা হয়েছে, ''সারা বিশ্বের মুসলিমদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। তারা প্রতিশোধ নিতে চায়।'' সেখানে এই আবেদনও করা হয়েছে, ''আমরা মহানবী(সা:)-র মর্যাদা রক্ষা করার জন্য লড়াই করব। আমরা বাকিদের কাছেও আবেদন জানাচ্ছি, তারাও যেন লড়াই করেন, মহানবী(সা:)-র মর্যাদা রক্ষার জন্য জীবন দেন।''

নূপুর শর্মার নিরাপত্তা

দিল্লি পুলিশের কাছে নূপুর শর্মা অভিযোগ করেছিলেন, তাকে খুনের হুমকি দেয়া হচ্ছে। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, এই পরিপ্রেক্ষিতে নূপুর শর্মার নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নূপুর ও তার পরিবারের সুরক্ষার জন্য পুলিশি নিরাপত্তা দেয়া হয়েছে। নূপুরকে হুমকি দেয়ার জন্য একটি এফআইআর-ও করা হয়েছে। টুইটার-কে নোটিসও পাঠানো হয়েছে।

এর পাশাপাশি নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। থানেতে নূপুরের নামে একটি এফআইআর করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে তার বক্তব্য রেকর্ড করার জন্য আগামী ২২ জুন নূপুরকে ডেকেছে মুম্বই পুলিশ।

সামাজিক মাধ্যমে

সামাজিক মাধ্যমে 'হ্যাশট্যাগ বয়কটকাতারএয়ারওয়েজ' বলে ট্রেন্ড শুরু হয়েছে। মহানবী(সা:)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর কাতার ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছিল। তারপরই শুরু হয়েছে এই ট্রেন্ড। প্রচুর মানুষ সেখানে কাতার এয়ারওয়েজকে বয়কটের ডাক দিচ্ছে।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআইঅ, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ