‘মুক্তিযুদ্ধকে অবহেলার দায় অন্তর্বর্তী সরকারেরও’
মুক্তিযুদ্ধ নিয়ে এখন অনেক বিতর্কিত মন্তব্য শোনা যাচ্ছে। বীর মুত্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর মতো ঘটনাও ঘটেছে এই অন্তর্বর্তী সরকারের সময়ে। মুক্তিযুদ্ধের স্মৃতি এবং স্থাপনা ভাঙচুর করা হয়েছে। আর ৪৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় মুক্তিযুদ্ধকে বলা হয়েছে ‘প্রতিরোধ যুদ্ধ’। বিজয় দিবস নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন কেউ কেউ। প্রবণতা তৈরি করা হচ্ছে মুক্তিযুদ্ধ আর জুলাই গণঅভ্যুত্থানকে তুলনা করার। হালের এইসব প্রবণতা নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ‘ডাক্তার আপা’ নামে বহুল পরিচিত ডা. ফওজিয়া মোসলেম এবং বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধপরাধ বিষয়ক গবেষক ডা. এম এ হাসান। তাদের মতে, মুক্তিযুদ্ধই এই জাতির জীবনে সবচেয়ে বড় ঘটনা, স্বাধীনতাই সবচেয়ে বড় অর্জন। আর কোনো কিছুর সঙ্গে এর তুলনা চলে না। যারা তুলনা করেন, তাদের ‘ভিন্ন উদ্দেশ্য’ আছে বলেও মনে করেন তারা৷
