করোনাকে মহামারি ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপের নাগরিকদের দেশে ঢোকা নিষিদ্ধ করল অ্যামেরিকা। ভারতেও ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল।
বিজ্ঞাপন
কয়েক দিন আগেই তিনি টুইটে লিখেছিলেন, করোনা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। গত বছর অ্যামেরিকায় সাধারণ ফ্লুয়ে ৩৭ হাজার মানুষ মারা গিয়েছিলেন কিন্তু তার জন্য সব কিছু বন্ধ করে দেওয়া হয়নি। সেই ডনাল্ড ট্রাম্পই এ বার করোনা নিয়ে অভূতপূর্ব পদক্ষেপ নিলেন। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সমস্ত দেশের নাগরিকদের অ্যামেরিকায় ঢোকা বন্ধ করে দিলেন। শুক্রবার মধ্যরাত থেকে কোনও ইউরোপীয় আর মার্কিন মুলুকে পা রাখতে পারবেন না। গত এক সপ্তাহে অ্যামেরিকার দিকে দিকে ছড়িয়ে পড়েছে করোনা। আক্রান্ত বহু। মৃত্যু হয়েছে অনেকের। করোনার কারণে নিউ ইয়র্কে বাতিল হয়েছে বাৎসরিক প্যারেডের অনুষ্ঠান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত পৃথিবীর ১১৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বুধবার আনুষ্ঠানিক ভাবে করোনা ভাইরাসকে তারা মহামারি হিসেবে ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বুধবার জানিয়েছেন, করোনা নিয়ে আতঙ্কের যথেষ্ট কারণ আছে। প্রতিটি দেশ যাতে করোনার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে, সেই বার্তা আরও একবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে হলিউডের অভিনেতা টম হ্যাংকস টুইট করে জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী রিতা উইলসনও করোনা আক্রান্ত। অস্ট্রেলিয়ায় একটি ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন তাঁরা। আপাতত শ্যুটিং বন্ধ। নিজেকে গৃহবন্দি করে রেখেছেন টম।
ইটালি এবং দক্ষিণ কোরিয়ার অবস্থা আরও ভয়াবহ চেহারা নিয়েছে। ইটালির সরকার গোটা দেশটিকেই আইসোলেশনে রেখেছে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বোলোনিয়ায় বসবাসকারী এক বাঙালি ছাত্রের অভিজ্ঞতা, ''গত এক সপ্তাহ ধরে বাড়িতে বসে আছি। আরও এক সপ্তাহের খাবার মজুত আছে। তারপর কী হবে জানি না। গোটা শহরে কার্যত বনধের চেহারা।'' করোনা যাতে না ছড়ায় তার জন্য আরও বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে চলেছে ইটালি। ইইউ-র কাছে তারা অর্থ সাহায্যও চেয়েছে। একই অবস্থা দক্ষিণ কোরিয়ার। রাজধানীতে কেবলমাত্র একটি কল সেন্টারেই ১০০ জনের শরীরে সংক্রমণ মিলেছে। দক্ষিণ কোরিয়াতেও হু হু করে ছড়াচ্ছে ভাইরাস।
প্লেগ থেকে করোনা: রোগের ষড়যন্ত্র তত্ত্ব
করোনা ভাইরাস প্রাকৃতিকভাবে নয়, তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র কিংবা চীনের গবেষণাগারে, এমন গুজব হরহামেশাই ছড়াচ্ছে৷ শুধু করোনা নয়, যুগে যুগে বিশ্বব্যাপী ছড়ানো সব মরণব্যাধী নিয়েই এমন ষড়যন্ত্র তত্ত্ব বিস্তার লাভ করেছে৷
ছবি: zecken.de
প্লেগের কারণ ইহুদিরা
১৪ শতকে ইউরোপে প্লেগ ছড়িয়ে পড়ে৷ কারো জানা ছিল না কোথা থেকে এর উৎপত্তি৷ একটা সময়ে গুজব ছড়িয়ে পড়ল যে ইহুদিরা পরিকল্পিতভাবে এই রোগ ছড়িয়েছে৷ প্লেগের পেছনে আছে ইহুদিরাই; এমন বিশ্বাস থেকে বিভিন্ন জায়গায় তাদের উপর নির্যাতন শুরু হয়৷ জোরপূর্বক উচ্ছেদও করা হয় অনেককে৷
ছবি: picture-alliance/National Museum of Health and Medicine
স্প্যানিশ ফ্লু জার্মানির অস্ত্র
১৯১৮ থেকে ১৯২০ সালে স্প্যানিশ ফ্লু প্রায় আড়াই কোটি থেকে পাঁচ কোটি মানুষের প্রাণ কেড়ে নেয়৷ ১৯৩০ সাল পর্যন্ত এই ভাইরাসের উদ্ভব রহস্য হয়ে ছিল৷ অনেকে মনে করতেন জার্মান সেনাবাহিনী অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য এই জীবাণু আবিষ্কার করে৷
ছবি: picture-alliance / akg
এইডস ছড়িয়েছে যুক্তরাষ্ট্র
১৯৮০-র দশকে যুক্তরাষ্ট্রে এইডস ছড়িয়ে পড়ে৷ পরবর্তীতে ১৯৮৩ সালে এ নিয়ে গুজব ছড়াতে শুরু করে সোভিয়েত গোয়েন্দা বাহিনী কেজিবি৷ বলা হয় ফোর্ট ড্রেট্রিক-এ জীবাণু অস্ত্র হিসেবে মার্কিনিরা এইচআইভি উদ্ভাবন করেছিল, যা পরবর্তীতে প্রয়োগ করা হয় বন্দী, সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায় এবং সমকামীদের উপর৷ এই ষড়যন্ত্র তত্ত্বটি আজও জনপ্রিয়৷
ছবি: Imago Images/ZUMA Press/D. Oliveira
ইবোলার দায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের
নব্বইর দশকে এইডস অনেকটা নিয়ন্ত্রণে আসতে শুরু করে৷ কিন্তু এ সময় আফ্রিকায় নতুন করে ইবোলা ছড়িয়ে পড়ে৷ যুক্তরাষ্ট্র এইডস ছড়িয়েছে এমন ষড়যন্ত্র তাত্ত্বিকরা এবার দাবি করল ইবোলার জন্যও তারাই দায়ী৷ সঙ্গে অবশ্য ব্রিটেনকেও জড়ানো হল৷
ছবি: picture-alliance/dpa
পেন্টাগনের এঁটেল পোকা প্রকল্প
২০১৯ সালে রিপাবলিকান কংগ্রেসম্যান ক্রিস স্মিথ দাবি করেন পেন্টাগন এঁটেল পোকাসহ বিভিন্ন কীটের মাধ্যমে জীবাণু অস্ত্র তৈরির প্রকল্প চালিয়েছে৷ এই গবেষণা চলেছে ১৯৫০ থেকে ১৯৭৫ সালের মধ্যে৷ স্মিথ সম্প্রতি এ নিয়ে একটি বইও লিখেছেন৷
ছবি: zecken.de
কোভিড-১৯ কৃত্রিমভাবে ছড়ানো
ডিজিটাল যুগে যেকোন ভুল তথ্য আগের চেয়েও দ্রুত ছড়ায়৷ বিভিন্ন রোগের কারণ হিসেবেই যুক্তরাষ্ট্রের গোপন জীবাণু অস্ত্র কর্মসূচির কথা বারবার সামনে আসে৷ একইভাবে এবার ষড়যন্ত্র তত্ত্বপ্রেমীদের দাবি নভেল করোনা ভাইরাস চীনের কোন গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে৷ সেখান থেকেই তা পরে সারা বিশ্বে ছড়িয়েছে৷ কেউ কেউ দাবি করছেন যুক্তরাষ্ট্রই জীবাণুটি তৈরি করে চীনে পাঠিয়েছে৷ যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ নেই৷
ছবি: picture-alliance/ZumaPress/Z. Maulana
6 ছবি1 | 6
ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ জন। বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তি জারি করে সরকার জানিয়ে দিয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল। অর্থাৎ, এই সময়ের মধ্যে বিদেশ থেকে কোনও নাগরিককে দেশে আসতে দেওয়া হবে না। বিদেশিরা তো বটেই, বিদেশে বসবাসকারী ভারতীয়রাও এই সময়ের মধ্যে দেশে ঢুকতে পারবেন না। তবে দেশের নাগরিকরা বিদেশে যেতে পারবেন কি না সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু বলা নেই। বলা নেই, যে বিদেশিরা এখন ভারতে আছেন, তাঁদের দেশে ফিরতে দেওয়া হবে কি না। অন্য দিকে, আগামী ১৪ তারিখ বিশেষ বৈঠকে বসছে আইপিএল কমিটি। এই অবস্থার মধ্যে আদৌ আইপিএল করা সম্ভব কি না, তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। সূত্র জানাচ্ছে, আপাতত আইপিএল পিছিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে। কারণ, বিদেশ থেকে ক্রিকেটাররা দেশে ঢুকতে পারবেন না। পাশাপাশি স্টেডিয়ামে জমায়েতও এ সময়ে উচিত হবে না বলে মনে করছেন অনেকে। ভারতের প্রায় প্রতিটি মোবাইল নেটওয়ার্কে ফোন করলেই রিংটোনের জায়গায় প্রথমে করোনার সতর্কীকরণ শোনানো হচ্ছে। তারপর রিংটোন শোনা যাচ্ছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
করোনায় আক্রান্ত মন্ত্রী-এমপিরা
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন সারা বিশ্বে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ আক্রান্ত এক লাখ ১৩ হাজার ৭০২ জন, মারা গেছেন চার হাজারের বেশি মানুষ৷
ছবি: picture-alliance/AA/F. Bahrami
নাদিন ডোরিয়াস
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং কনজারভেটিভ এমপি নাদিন ডোরিয়াস করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন তিনি৷ তার সঙ্গে দেখা করায় লেবার এমপি র্যাচেল মাস্কেলকেও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে৷ যুক্তরাজ্যে ৩৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ছয় জন৷
ছবি: picture-alliance/empics/S. Rousseau
ফ্রঁঙ্ক রিয়েস্তা
ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ৪৬ বছরের ফ্রঁঙ্ক রিয়েস্তা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন৷ ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়ারেন্টাইনে তিনি ভালো আছেন৷
ছবি: AFP/B. Guay
আরো পাঁচ ফরাসি এমপি
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ছাড়াও আরো পাঁচজন ফরাসি এমপির করোনা ধরা পড়েছে৷ তারা সবাই ‘আইসোলেশনে‘ আছেন৷
ছবি: Getty Images/AFP/B. Guay
নিকোলা জিঙ্গারেত্তি
চীনের পর ইটালিতেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি৷ দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে, মারা গেছেন ৬৩১ জন৷ রোগের বিস্তার ঠেকাতে মঙ্গলবার থেকে দেশটি ‘লকডাউন’ হয়ে আছে৷ ইটালির ডেমোক্রেটিক পার্টির নেতা নিকোলা জিঙ্গারেত্তিও গত সপ্তাহ থেকে করোনার চিকিৎসা নিচ্ছেন৷
ছবি: Reuters/Y. Nardi
ডেভিড সাসোলি
গত সপ্তাহে ইটালি সফর করে আসার পর ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি নিজেই কোয়ারেন্টাইনে রয়েছেন৷
ছবি: Imago Images/Pacific Press/
ইরান
ইরানে শীর্ষ পর্যায়ের ২০ জনের বেশি মন্ত্রী-এমপি ও রাজনীতিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ মারা গেছেন দুই জন৷