মহারাষ্ট্রে এনকাউন্টারে হত ১৩ মাওবাদী
২১ মে ২০২১বিজ্ঞাপন
গড়চিরোলির জঙ্গলে এনকাউন্টার শুরু হয়েছিল ভোর সাড়ে পাঁচটা নাগাদ। মাওবাদীরা একটা মিটিং করার জন্য সেখানে গিয়েছিল। মহারাষ্ট্র পুলিশের সি৬০ কম্যান্ডোরা সেখানে হানা দেয়। শুরু হয় গুলির লড়াই। এক ঘণ্টা ধরে গুলি চলে।
পুলিশের ডিআইজি সন্দীপ পাটিল সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ''গোপন সূত্রে খবর পেয়ে কম্যান্ডোরা গিয়েছিলেন। মাওবাদীরা তাদের দেখে ফেলে প্রথমে গুলি চালায়।''
গড়চিরোলির এসপি অঙ্কিত গোয়েল জানিয়েছেন, ''বাকি মাওবাদীরা জঙ্গলে পালিয়ে গেছে।''
মৃত মাওবাদীদের দেহ উদ্ধার করা হয়েছে। জঙ্গলে বাকিদের খোঁজে কম্যান্ডো অপারেশন জারি আছে।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)