1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাশূন্যে গবেষণা

৫ জুন ২০১২

মহাশূন্যে আদৌ কী কোথাও অন্য কোন প্রাণী আছে? ভিনগ্রহের জীব নিয়ে মানুষের আগ্রহের তো শেষ নেই৷ সে আগ্রহে খানিকটা জল ঢেলে দিল অস্ট্রেলিয়ার এক গবেষণা৷

ছবি: picture alliance/dpa

মহাশূন্যের প্রাণী৷ এক্সট্রাটেরেস্ট্রিয়াল বা ইটি৷ স্টিভেন স্পিলবার্গের সেই অসামান্য ছবি, ইটি যে পরিমাণ সাড়া ফেলেছিল আশির দশকে, তা আজও অনেকে ভোলেনি৷ কল্পনার সেই প্রাণীর ক্ষমতা অনেক বেশি, তারা যা খুশি করতে পারে৷ দেখতে অদ্ভুত হয়, তাদের কারও শিং আছে, যেটা আসলে অ্যান্টেনা, কারও বা চারটে হাত, কিংবা কারও মাথায় শুধুই একটাই চোখ৷

এরকম কল্পনার গরুকে গাছে ওঠাতে দেখে আসছি আমরা সেই কবে থেকে৷ মাঝে মধ্যেই এমন অনেক গল্পগাছাও শোনা যায়, যাতে বলা হয়, অমুক জায়গায় দেখা গেছে ফ্লাইং সসার বা উড়ন্ত চাকি৷ এই উড়ন্ত চাকি আসলে হল ভিনগ্রহের মহাকাশযান৷ যার মধ্যে মানুষের থেকে হাজারগুণ বেশি বুদ্ধি ধরে এমন সব জীবেরা রয়েছে৷ তারা কখনো মানুষের বন্ধু, কখনো বা পৃথিবীর দখল নিতে আসে তারা৷ আর শেষ পর্যন্ত মানুষের সঙ্গে লড়াইতে হয় মারা পড়ে, নাহলে পালিয়ে যায়৷

ভিনগ্রহের জীবেদের নিয়ে এই যে কষ্টকল্পনা বা রোমাঞ্চ কল্পনা এ রয়েছে বহুকাল ধরেই৷ নানা ধরণের কল্পবিজ্ঞানের কাহিনী গোটা বিশ্বেই পাওয়া যায়৷ এ কোন নতুন তথ্য নয়৷ কিন্তু আদৌ তারা আছে নাকি এসবকিছুই গাঁজাখুরি, সেটা জানতে গবেষণাও কম হচ্ছে না৷

তেমনই একটা বিশেষ গবেষণা বেশ অনেকদিন ধরেই চালিয়ে আসছিলেন অস্ট্রেলিয়ার মহাকাশচারীরা৷ এই গবেষণার জন্য তাঁরা ব্যবহার করছিলেন একেবারে অত্যাধুনিকতম প্রযুক্তি৷ কিন্তু বিস্তর চেষ্টা চরিত্র করেও কোনকিছু খুঁজে পাওয়া যায় নি৷ বিশেষ করে যেদিকটিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল এই গবেষণার ক্ষেত্রে, তাহল রেডিও সিগন্যাল বা রেডিও বার্তা৷ ধারণা করা হচ্ছিল, এই মহাকাশের জীবেরা কোন না কোন রেডিও সিগন্যাল তো অবশ্যই ব্যবহার করে থাকে৷ সুতরাং তেমন কিছু থাকলে যাতে সেই অতি নাজুক রেডিও সিগন্যালটাকেও ধরা যায়, তার জন্য বিশেষ ধরণের ক্ষমতাশালী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে৷ কিন্তু এত চেষ্টা করেও লাভের লাভ তেমন কিছু হয়নি৷

ছবি: picture-alliance/dpa

কীভাবে এগিয়েছিল এই গবেষণা? অস্ট্রেলিয়ার গবেষক মহাকাশচারীরা বলছেন, আমাদের চেনাজানা সৌরজগতের যে সমস্ত গ্রহ এবং নক্ষত্র রয়েছে, তাদের মধ্যে সংযোগসাধনের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে দেখা যাবে, মহাকাশে গিলিয়েসে ৫৮১ নামের একটি নক্ষত্রের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ৷ এই নক্ষত্রটি পৃথিবী থেকে ২০ আলোকবর্ষ দূরে মহাশূন্যের এমন এক অবস্থানে রয়েছে, যেখানে তার আশেপাশে, অর্থাৎ তাকে ঘিরে রয়েছে ছয়টি গ্রহ৷ সেই ছয়টার মধ্যে দুটোর আকার আমাদের এই পৃথিবীর থেকেও অনেক বড়মাপের৷ আর মহাশূন্যের কোথাও অন্য গ্রহের প্রাণী থেকে থাকলে তাদের সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা এই গিলিয়েসে ৫৮১-র কোন গ্রহেই৷

সুতরাং, নক্ষত্র গিলিয়েসে আর তার গ্রহদেরকে নিয়েই শুরু হয় অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমির গবেষণা৷ যাতে ভিএলবিআই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল৷ যে পদ্ধতিতে আসলে একাধিক টেলিস্কোপকে একসঙ্গে জুড়ে নিয়ে তাদের ক্ষমতাকে বহুগুণ বাড়ানোর পাশাপাশি সূক্ষ্মাতিসূক্ষ্ম এবং বহুদূরের রেডিও সিগন্যালকে ধরা যাবে৷ সে চেষ্টায় দেখা গেল প্রাথমিক ভাবে কোন ফলাফল মেলেনি৷

অবশ্যি, তার মানে আদৌ এরকম নয় যে ভবিষ্যতে কিছু পাওয়া যাবে না৷ এই দাবি অন্য কারও নয়, বলছেন সেথ সোস্টাক নামের এই গবেষকদলের নেতা৷ তাঁর যুক্তি খুব স্বচ্ছ৷ জানিয়েছেন, অসীম মহাশূন্যের একটা ছোট্ট অংশকে বেছে নিয়ে সেখানে ভিনগ্রহের প্রাণীদের উপস্থিতির সম্ভাবনা আছে ধারণা করে নিয়ে একটা গবেষণা শুরু হয়েছে৷ তাতে কোন ফলাফল না পাওয়ার অর্থ এমন মোটেই নয় যে ভবিষ্যতের গবেষণায় বা চেষ্টায় কোন সুফল ফলবে না৷ কারণ, মহাশূন্যের একদিক থেকে অন্যদিকের যে বিশাল দূরত্ব, তাকে সহজে পেরোনোর পন্থা এ পর্যন্ত আবিষ্কৃত হয়নি৷ সেই দৃষ্টিভঙ্গিতে দেখলে এটা বোঝা মোটেই সহজ কাজ নয় কী রয়ে গেছে সেই অজানা অদেখা গ্রহগুলোতে৷ কারণ সেখানে না পৌঁছতে পারলে সংযোগ কীভাবেই বা সাধিত হবে?

এ যুক্তি অকাট্য৷ তাই গবেষণা চলুক৷ কোন না কোনদিন হয়তো বা সেই ই টি-র সন্ধান সত্যি সত্যিই পেয়ে যাবে মানুষ৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় (এপি, এএফপি)

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ