1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরীয় নেতা ইলের অন্ত্যেষ্টিক্রিয়া

২৮ ডিসেম্বর ২০১১

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হলো বুধবার৷ একদিন পর রয়েছে আনুষ্ঠানিক স্মরণ সভা৷ এদিকে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলের প্রতি শ্রদ্ধা জানাতে দক্ষিণের হোয়াং হে-রো উত্তরে৷

In this image made from KRT television, a hearse is driven during a funeral procession of late North Korean leader Kim Jong Il in the snow in Pyongyang, North Korea, Wednesday, Dec. 28, 2011. (AP Photo/KRT via APTN) TV OUT, NORTH KOREA OUT
কিম জং ইলের মরদেহ নিয়ে যাচ্ছে গাড়িছবি: AP

কিম জং ইলের অন্ত্যেষ্টিক্রিয়া

দীর্ঘ ১৭ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর গত ১৭ ডিসেম্বর মারা যান কিম জং ইল৷ তবে সেদেশের রাষ্ট্রীয় প্রথা অনুসারে প্রায় ১০ দিন পর তাঁর শেষকৃত্যানুষ্ঠান আয়োজন করা হলো মহাসমারোহে৷ তুষার আর চোখের পানিতে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা এবং বিদায় জানালো উত্তর কোরিয়ার সামরিক ও বেসামরিক মানুষ৷ ইলের দেহ নিয়ে যখন শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করছিল তখন দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সেনা সদস্য ও ভক্তদের মাথা নত করে অঝোরে কাঁদতে দেখা গেছে রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে৷

চারিদিকে ছিল শোকের চিহ্ন হিসেবে কালো রঙের সজ্জা৷ কালো গাড়িতে করে বহন করা হচ্ছিল ইলের দেহ৷ আর সেই গাড়ির ডান দিকে এক হাতে গাড়ি ছুঁয়ে হেঁটে যাচ্ছিলেন ইলের উত্তরসূরি কনিষ্ঠ পুত্র কিম জং উন৷ তাঁরও গায়ে ছিল কালো পোশাক৷ আর তাঁর পাশে এবং পেছনে ছিলেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেনা বাহিনীর কর্মকর্তাবৃন্দ৷

কান্নার শেষ নেইছবি: AP

অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধু চীনা দূত

বিদেশি কোন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি আন্তর্জাতিক মহল থেকে প্রায় একঘরে হয়ে থাকা কোরীয় নেতা ইলের অন্ত্যেষ্টিক্রিয়ায়৷ তবে সেখানে চীনা রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন বলে খবর পাওয়া গেছে৷ চীনের রাজধানী বেইজিং এ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লেই নিশ্চিত করেছেন যে, উত্তর কোরিয়ায় নিয়োজিত চীনা দূত ইলের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত আছেন৷

দক্ষিণ কোরিয়ায় প্রতিক্রিয়া

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সরকারের অনুমতি ছাড়া উত্তরে প্রবেশ নিষিদ্ধ হলেও দক্ষিণের বামপন্থী কর্মী হোয়াং হে-রো ফ্রান্সের রাজধানী প্যারিস হয়ে উত্তরে গেছেন৷ কিম জং ইলের প্রতি শ্রদ্ধা জানাতে হে-রো পিয়ংইয়ং যাওয়ায় ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়ার সরকার এবং সাধারণ মানুষও৷ বিশেষ করে উত্তর-বিরোধীরা বুধবার ক্ষিপ্ত হয়ে সোলে অবস্থিত হে-রো'র উত্তরপন্থি সংগঠনের কার্যালয় ভাঙার চেষ্টা করে৷ এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষও হয় বলে জানিয়েছে দক্ষিণের বার্তা সংস্থা ইয়োনহাপ৷

কনিষ্ঠ পুত্র গাড়ির পাশে পাশে হেঁটেছেনছবি: AP

এছাড়া দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ইমজিংগাক শহরে উত্তরবিরোধী এক মিছিল থেকে দুই লাখ লিফলেট ভর্তি একটি বেলুন আকাশে উড়ানো হয়েছে৷ এসব লিফলেটে লেখা রয়েছে, ‘আমাদের চিরশত্রুর স্বৈরতন্ত্রের তৃতীয় প্রজন্মের বিরুদ্ধে সবাই যুদ্ধে চলো৷' আর বেলুন থেকে ঝুলিয়ে দেওয়া ব্যানারে লেখা রয়েছে ‘কিম জং উন, নিপাত যাক৷'

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ