1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাসমারোহে শেষ হল গ্লোবাল মিডিয়া ফোরাম

২৭ জুন ২০১২

তিনদিন পর আজ শেষ হচ্ছে বন শহরে আয়োজিত গ্লোবাল মিডিয়া ফোরাম সম্মেলন৷ ডয়চে ভেলের মহাপরিচালক এরিক বেটারম্যান উপস্থিত প্রতিনিধিদের সম্মেলনে অংশগ্রহণে জন্য ধন্যবাদ জানিয়ে তাঁর বিদায়ী বক্তব্য পেশ করলেন৷

ছবি: DW

‘‘ভদ্রমহিলা ও ভদ্রমহাদয়গণ গত তিন দিন ধরে আমরা আলোচনা করেছি শিক্ষা, শিক্ষার অধিকার এবং প্রচারমাধ্যমের বিভিন্ন দিক দিয়ে৷ শিক্ষা হচ্ছে মানবাধিকারের একটি অংশ৷ জাতিসংঘের ঘোষণাপত্রের ২৬ ধারায় তার উল্লেখ রয়েছে৷ সবার জন্য শিক্ষা নিশ্চিত করা বিশ্বায়নের এই যুগে নিঃসন্দেহে অনেত বড় একটি চ্যালেঞ্জ'', বললেন ডয়চে ভেলের মহাপরিচালক এরিক বেটারম্যান৷

তিনি আরো বলেন, শিক্ষা প্রসারে এবং শিক্ষার প্রয়োজনীয়তা কত তা জানাতে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার মাধ্যম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, অন্য কোনো কিছু তা করতে সক্ষম হবে না৷ ইতিহাসের পাতা থেকে আমরা জেনেছি, দেখেছি এবং শিখেছি যে প্রতিটি অধিকারের ওপর গুরুত্ব দেয়া উচিৎ, অধিকারের প্রতি সম্মান দেখানো উচিৎ৷ এবং ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী, সংস্কৃতি, ভাষা, লিঙ্গ কখনোই যেন বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে নজর রাখতে হবে৷

বব্স’এর জুরি পুরস্কারপ্রাপ্ত বিজয়ীরা...ছবি: DW/Danetzki

এবার গ্লোবাল মিডিয়া ফোরাম পালন করলো তার পাঁচ বছর৷ অর্থাৎ ২০০৮ সালে প্রথমবারের মতো গ্লোবাল মিডিয়া ফোরামের আয়োজন করা হয়েছিল৷ সেই বছর সারা বিশ্ব থেকে মাত্র ৮০০ জন প্রতিনিধি এসেছিল৷ আর এবছর প্রতিনিধিত্ব করেছে প্রায় দুই হাজার মানুষ৷ গ্লোবাল মিডিয়া ফোরাম যে সফল হচ্ছে এটাই তার প্রমাণ বলে উল্লেখ করেন ডয়চে ভেলের মহাপরিচালক৷

আগামী বছরের গ্লোবাল মিডিয়া ফোরাম প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এ বছর আমরা পালন করলাম গ্লোবাল মিডিয়া ফোরামের পঞ্চম বছর৷ আগামী বছর ডয়চে ভেলে পালন করবে তার ষাট বছর পূর্তি৷ আগামী বছরের গ্লোবাল মিডিয়া ফোরামের সঙ্গে যুক্ত হবে সেই আনন্দ৷ ১৭ থেকে ১৯শে জুন চলবে আগামী বছরের গ্লোবাল মিডিয়া ফোরাম৷ বিষয় হবে প্রবৃদ্ধি, অর্থনৈতিক শক্তির ভবিষ্যত এবং প্রচার মাধ্যম৷''

অংশগ্রহণকারীদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন ডয়চে ভেলের মহাপরিচালক এরিক বেটারম্যান৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ