1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত, স্বরূপের বাড়িতে তল্লাশি

২০ মার্চ ২০২৪

এথিক্স কমিটির পর মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার তদন্ত করবে সিবিআই। লোকপাল এই নির্দেশ দিয়েছে। তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর তল্লাশি।

তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার তদন্ত করবে সিবিআই।ছবি: Prabhakar Mani Tewari/DW

এথিক্স কমিটির সুপারিশ মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। তারপর বিষয়টি যায় লোকপালের কাছে। মঙ্গলবার লোকপাল জানিয়েছে, সিবিআই এব্যাপারে পরবর্তী তদন্ত করবে।

লোকপাল জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে সিবিআই তাদের রিপোর্ট জমা দেবে। মহুয়া আগামী নির্বাচনেও কৃষ্ণনগর থেকে তৃণমূলের হয়ে লড়ছেন। তিনি যদি জিতেও আসেন, তাহলেও তার বিপদ কাটছে না। সিবিআই তদন্তের উপর নির্ভর করবে তার ভবিষ্যৎ।

মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন। সেই সূত্রে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নাম জড়ায়। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের আনা সেই অভিযোগ এথিক্স কমিটির কাছে পাঠানো হয়। এথিক্স কমিটির রায় মহুয়ার বিরুদ্ধে যায়। তাকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়।

লোকপালের রিপোর্টে বলা হয়েছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ খুবই গুরুতর। তাই আরো তদন্ত দরকার। তাহলেই সত্য পুরোপুরি জানা যাবে।

লোকপালের বক্তব্য, দুর্নীতিকে একেবারে মূল থেকে উচ্ছেদ করতে হবে। সেজন্যই সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সিবিআই-কে প্রতি মাসে তদন্ত নিয়ে রিপোর্ট দিতে হবে। ছয় মাসে তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করতে হবে।

স্বরূপ বিশ্বাস বাড়িটির উপরের দুইটি তলায় থাকেন। ছবি: Satyajit Shaw/DW

মন্ত্রীর ভাইয়ের বাড়িতে সিবিআই তল্লাশি

পশ্চিমবঙ্গের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে বুধবার সকাল থেকে সিবিআই তল্লাশি চলছে। স্বরূপ বিশ্বাস ও তার স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে আয়কর কর্মকর্তারা কথা বলেছেন।

বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তারা স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান। এর পাশাপাশি দুইজন প্রমোটারের বাড়িতেও তল্লাশি চলছে। পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন। সূত্র জানাচ্ছে, আয়কর রিটার্নে কিছু গরমিল আছে বলে তাদের জেরা করা হচ্ছে।

বাড়ির কাছে তৃণমূলের বেশ কিছু সমর্থক জড়ো হয়েছে। স্বরূপ বিশ্বাস টালিগঞ্জের কলাকুশলীদের একটি সংগঠনের প্রধান।

তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী টিভি চ্যানেলকে বলেছেন, ''যখন বোঝা যাচ্ছে কৃষ্ণনগরে তারা মহুয়া মৈত্রের সঙ্গে পারবে না, তখন সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হলো মঙ্গলবার। বুঝবার আমাদের  দলের সম্পাদক স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি হচ্ছে। প্রশ্ন হলো, ভারতে লোকসভা ভোটের মুখে কেন এটা হচ্ছে? তার জবাব হলো, ওরা জানে, রাজনৈতিকভাবে এই রাজ্য ওরা পাবে না। তাই এভাবে কব্জা করার চেষ্টা করছে।''

স্বরূপ বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আয়কর কর্মকর্তারা। ছবি: Satyajit Shaw/DW

অভিষেক নিয়ে সুপ্রিম কোর্ট

তবে লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা স্বস্তি পেয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, অভিষেককে দিল্লিতে ডেকে পাঠাতে পারবে না ইডি। তার বিরুদ্ধে ক়ড়া পদক্ষেপও নেয়া যাবে না।

আগামী ১০ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

কয়লা কেলেঙ্কারি নিয়ে অভিষেক ও তার স্ত্রী রুচিরাকে জেরা করেছে ইডি। তাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। তারই বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। আদালতে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেছেন, অভিষেক একজন রাজনীতিক। তিনি এবারও ভোটে লড়ছেন। অভিষেক ও তার স্ত্রী আগাগোড়া ইডির সঙ্গে সহযোগিতা করে এসেছেন।

এর আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অভিষেক ও তার স্ত্রীকে যেন কলকাতায় ডেরা করা হয়। তাদের যেন কোনো হেনস্থা না করা হয়। সেই নির্দেশই বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই, টিভি৯)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ