1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাংসের নিরামিষ বিকল্পের খোঁজে

১৪ জুন ২০২৪

শুধু পশ্চিমা বিশ্ব নয়, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অনেক প্রান্তে মাংস খাওয়ার প্রবণতা বেড়ে চলেছে৷ মাংসের যে সব নিরামিষ বিকল্প উঠে আসছে, সেগুলিও পুরোপুরি পরিবেশবান্ধব নয়৷ ফলে দীর্ঘমেয়াদী সমাধানসূত্রের সন্ধান চলছে৷

সবজি দিয়ে তৈরি বার্গারের পেটি
এমন অনেক নিরামিষ বিকল্প বেরিয়েছে যা দেখতে ও খেতে মাংসের মতোইছবি: Michael Bihlmayer/Bihlmayerfotografie/IMAGO

‘নিরামিষ' মাংস কি ভবিষ্যতের খাদ্য হতে চলেছে? বার্লিন-ভিত্তিক এক স্টার্টআপের কর্ণধারটিম ফ্রন্টৎসেক সে বিষয়ে বেশ আশাবাদী৷ তাঁর পছন্দের স্টেকের মধ্যে শুধু তেল, হার্বস এবং বিশেষ ধরনের ছত্রাক রয়েছে৷ উদ্যোগপতি হিসেবে তিনি নিরামিষাশী৷ সেই মনোভাবের কারণ ব্যাখ্যা করে টিম বলেন, ‘‘আমার কার্বন ফুটপ্রিন্টের প্রকৃত প্রভাবের কথা জানতে পেরে তিন বছর আগে আমি মাংস খাওয়া বন্ধ করেছিলাম৷’’

কিন্তু বিশ্বব্যাপী মাংস খাওয়ার প্রবণতা শীর্ষে পৌঁছেছে৷ বিশেষ করে গত ৬০ বছরে তা দ্বিগুণ হয়ে গেছে৷ সেই প্রবণতা আরো বেড়ে চলেছে৷ মাংস খাওয়ার ক্ষেত্রে ধনী দেশগুলির ভাগ সবচেয়ে বেশি৷ জার্মানিতে জনপ্রতি গড় হিসেব বছরে প্রায় ৫২ কিলোগ্রাম৷ গবেষক হিসেবে লেনা পার্চের মতে, সেই পরিমাণ খুবই বেশি৷ গবেষক হিসেবে লেনা পার্চ ডানান, ‘‘পশ্চিমা খাদ্যাভ্যাস অনুযায়ী প্রতি দিন এত মাংসের চাহিদা মিটিয়ে গোটা বিশ্বের জন্য পুষ্টির ব্যবস্থা করা অসম্ভব৷ অর্থাৎ জার্মানির মতো দেশে খাদ্যাভ্যাস বদলাতে হবে৷''

এমনকি যে সব দেশে মূলত শাকসবজি খাওয়ার চল বেশি, সেখানেও মাংসের জনপ্রিয়তা বাড়ছে৷ ভারত, পাকিস্তান ও আফ্রিকার সাহারা অঞ্চলে মাংস খাওয়ার প্রবণতা বেশ বেড়ে গেছে৷ জনসংখ্যা ও আয় বাড়ার কারণে এমনটা ঘটছে৷

মাংসের যত বিকল্প

03:44

This browser does not support the video element.

সমস্যা হলো, মাংস শিল্পখাত জলবায়ু পরিবর্তন তরান্বিত করছে৷ মানুষের কার্যকলাপের ফলে সৃষ্ট প্রায় ১৫ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য গবাদি পশুপালন দায়ী৷

অনেকের মতে, খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিলে সহজেই নির্গমন কমানো যায়৷ কিন্তু বিষয়টি কি সত্যি এত সহজ? বার্লিনে এক খাদ্যমেলার অতিথিরা পুরোপুরি উদ্ভিদ-ভিত্তিক বিকল্প গ্রহণ করতে তেমন উৎসাহ দেখান নি৷

মেলায় বেশ কিছু আকর্ষণীয় নতুন খাদ্যপণ্যের সম্ভার দেখা যাচ্ছে৷ যেমন সয়াবিন দিয়ে তৈরি এই ভিগান কাবাব৷ তবে অতিরিক্ত সিজনিং, অস্বাভাবিক গঠন, খাঁটিত্বের অভাবের মতো বৈশিষ্ট্যের কারণে মাংসের বিকল্পগুলি এখনো মাংসপ্রেমিদের প্লেট থেকে অনেক দূরে রয়েছে৷ লেনা পার্চ বলেন, ‘‘একেবারে একশো থেকে শূন্যে পরিবর্তন করা কঠিন৷ মাংসের বিকল্পগুলি বড়জোর সাময়িক সমাধানসূত্র হতে পারে৷ আমার মতে, এমন বিকল্প থেকে যাবে৷ কারণ এর অর্থ, আমাদেরকে আমাদের সার্বিক ডায়েটে কোনো মৌলিক পরিবর্তন করতে হবে না৷''

তবে ভিগান মানেই পরিবেশবান্ধব, এমন কোনো নিশ্চয়তা নেই৷ মাংসের অনেক বিকল্পের যথেষ্ট কার্বন ফুটপ্রিন্ট রয়েছে৷ বাকিগুলি উৎপাদনের জন্য অনেক পরিমাণ পানি, জ্বালানি ও চাষের জমির প্রয়োজন হয়৷ কয়েকটি এখনো খাদ্য হিসেবে ছাড়পত্র পায় নি৷

কাটারিনা শানৎস/এসবি

জার্মানিতে মাংসের বদলে ‘ভিগান’ জনপ্রিয় করার উদ্যোগ

03:45

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ