1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাংসের হামাগুড়ি

৩১ জুলাই ২০১৯

মুরগি হেঁটে যাচ্ছে, তাতে বিস্ময়ের কি আছে? কিন্তু মুরগির মাংস যদি হেঁটে বেড়ায় কিংবা হামাগুড়ি দেয় ‘চক্ষু চড়ক গাছ' হওয়াটা আস্বাভাবিক কিছু নয়৷

Russland Hähnchenproduktion
ছবি: picture-alliance/TASS/Y. Aleyev

এমন বিস্ময়কর কাণ্ড কোথায় ঘটেছে তা জানা না গেলেও পাওয়া গেছে ভিডিও৷ দেখা গেলো, টেবিলের ওপর একটা প্লেটে রাখা কিছু কাঁচা মাংসের টুকরো৷ হঠাৎ করেই একটা মাংসের টুকরো হামাগুড়ি দিতে দিতে ছেড়ে এলো প্লেটের সীমানা৷ এবার প্লেট ছেড়ে টেবিলে এলো টুকরোটি৷ তারপর হামগুড়ি দিয়ে পড়ে গেল টেবিলের নীচে৷

বিশ্বাস হচ্ছে না তো? ভিডিওটি দেখুন৷ অনেকেই এই মাংসের টুকরোটির নাম দিয়েছেন ‘জম্বি চিকেন৷' তবে ভিডিওটি সঠিক না কি বানানো তা নিয়ে কিন্তু নানা মত আছে৷ ব্যাখ্যা পরের কথা, ভিডিওটি খুব আগ্রহ নিয়ে দেখেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা৷

ভিডিওটির ব্যাখ্যা দিতে গিয়ে সায়েন্টিফিক অ্যামিরেকান জানিয়েছে, তাজা মাংসের টুকরোয় কিছু সক্রিয় নিউরণ থাকে, যা সোডিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়ার এমন আচরণ করতে পারে৷ লবণ এবং সয়া সসে এই উপাদানটি থাকে৷ ফলে মাংসটির ক্ষেত্রে এমন হয়ে থাকতে পারে৷

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট স্নোপস জানিয়েছে, গেল জুনে চীনের সোশ্যাল মিডিয়া এই ভিডিওটি নিয়ে খুব আলোচনা ছিল৷ হংকং নিউজ বলছে, মাংসের টুকরোটি আসলে বিশেষ এক প্রজাতির ব্যাঙ হতে পারে৷

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বাস্তুসংস্থান ও বিবর্তনমূলক জীববিদ্যার অধ্যাপক ড. জোন্স ওয়েইন মনে করেন, এটি কোনোভাবে ব্যাঙ হতে পারে না৷ হতে পারে কোনো মাছ কিংবা অন্যকিছু৷

বিশ্লেষকরা যতো বিচার বিশ্লেষণ করুক না কেন, ভিডিওটি বেশ আগ্রহ নিয়ে দেখছেন নেটিজেনরা৷

টিএম/কেএম (এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ