1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেলকে স্মরণ করছে গোটা বিশ্ব

৭ জুলাই ২০০৯

লস এঞ্জেলেসে মঙ্গলবার আয়োজিত মাইকেল জ্যাকসন স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে ভক্তের ঢল নেমেছে নগরীর স্ট্যাপলস সেন্টারের দিকে৷ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন স্টেভি ওয়ান্ডার, মারাইয়া ক্যারি ও জেনিফার হাডসনসহ অনেকে৷

ফাইল ফটোছবি: AP

মৃত্যুর প্রায় দু সপ্তাহ পর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চিরনিদ্রার শেষ শয্যাও নিচ্ছেন মাত্র পঞ্চাশেই ফুরিয়ে যাওয়া পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷স্থানীয় সময় সকাল আটটায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের তাঁর শেষ কৃত্যে অংশ নেওয়ার কথা৷লস এঞ্জেলেসের উপরে হলিউড হিলসে অবস্থিত ফরেস্ট লন মরচুয়ারিতে ঘরোয়া শেষ কৃত্য হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

মাইকেল জ্যাকসনছবি: AP

সোমবার রাতে মাইকেলের পরিবারের সদস্যদের সে সমাধিস্থলে যেতে দেখা গেছে৷ কোথায় পপ সম্রাটকে সমাহিত করা হবে তা দেখতেই তারা সেখানে গিয়েছিল৷

তবে মঙ্গলবার সব চোখ আটকে আছে স্ট্যাপলেস সেন্টারের দিকে৷ স্মরণ অনুষ্ঠানের এ জায়গার ধারণ ক্ষমতা ২০ হাজার মানুষ৷ অনলাইন লটারিতে টিকিট পেতে আবেদন করছিল ১৬ লাখ আগ্রহী৷

অনুষ্ঠানের বৃত্তান্ত এখনো একরকম গোপনই রাখা হয়েছে৷ সোমবার শুধু এটুকই বলা হয়েছে যে, অনেক তারকার মধ্যে মারাইয়া ক্যারি-জেনিফার হাডসনরাও থাকবেন৷

এদিকে বিপুল এই আয়োজন সামলাতে নগরীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ১৪ হাজার পুলিশ৷ আয়োজকরা টিকিটবিহীন ভক্তদের টেলিভিশনে অনুষ্ঠান দেখার অনুরোধ করেছে৷ টেলিভিশন ছাড়াও ওয়েবকাস্টের মাধ্যমে অনুষ্ঠান দেখা যাবে৷

২০০২ সালে বার্লিনে হ্যালি ব্যারির সঙ্গে মাইকেল জ্যাকসনছবি: AP

২৫ জুন দৃশ্যত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷ তাঁর মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্যের জালের বিস্তৃতি ভক্ত-সুহৃদদের একদিন মাইকেলের খবরে আচ্ছন্ন রেখেছিল৷স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে মাইকেলের শারীরিক অস্তিত্বকে ভক্তরা বিদায় জানানোর প্রস্তুতি নিলেও অমরই হয়ে থাকবেন পপ সম্রাট তাদের বাকী জীবনেও৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ