1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেলের শেষ যাত্রার প্রস্তুতি

৬ জুলাই ২০০৯

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে শেষ বিদায় জানাতে মঙ্গলবার লস এঞ্জেলেসে তাঁর স্মরণানুষ্ঠানে সমবেত হচ্ছে লাখো ভক্ত৷ শুধু ভক্ত আর উৎসাহী মানুষের ঢল নয়, অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে ভিড় করছে গণমাধ্যম কর্মীরাও৷

ছবি: AP

ধারনা করা হচ্ছে, গণমাধ্যমের কল্যাণে লস এঞ্জেলেসের অনুষ্ঠানটি সর্বকালের সবচেয়ে বেশি প্রদর্শিত ঘটনার একটি হতে পারে৷ তাহলে, মাইকেলকে স্মরণ করতে কাল সারা বিশ্ব ক্ষণিকের জন্য হলেও থমকে দাঁড়াবে? যেমনটি ঘটেছিল মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির মৃত্যু, অ্যাপোলার চাঁদে অবতরণ ও প্রিন্সেস ডায়ানার মৃত্যুর সময়৷

বিবিসির হিসেবে, সারা বিশ্বে ১৯৯৭ সালে ডায়ানার শেষ কৃত্যের দর্শক ছিল আড়াইশো কোটি মানুষ৷ এসব হিসেবের বিশ্বাসযোগ্যতা বরাবরই প্রশ্নবিদ্ধ৷ এই সময়ে এসে ইন্টারনেটের ব্যাপক প্রসারের কারণে অসংখ্য ওয়েব দর্শক টানবে এই অনুষ্ঠান- তাতে কোনো সন্দেহ নেই৷

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনছবি: picture-alliance/ dpa

মাইকেলের নেভারল্যান্ড ব়্যাঞ্চে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও তাঁর পরিবারের পক্ষ থেকে বৃহম্পতিবার বলা হয়, মঙ্গলবার লস এঞ্জেলেসের স্ট্যাপেলস সেন্টারে তা হবে৷ ইতিমধ্যেই সেখানে জড়ো হতে শুরু করেছে ভক্তদল৷ বিনা মূল্যের ৮৭৫০ টিকিটের জন্য শুক্রবারই অনলাইনে নিবন্ধিত হয়েছে ১৯ লাখ মানুষ৷

এদিকে এক খবরে জানা গেছে, মৃত্যুর পর মাইকেলের অ্যালবাম বিক্রির পাশাপাশি বিক্রি বেড়েছে তাকে অনুসরণ ও অনুকরণকারী শিল্পীদের কদরও৷

অস্ট্রেলিয়ার জ্যাসন জ্যাকসন তাদের একজন৷ গুরুর মৃত্যুতে শোকরুদ্ধ জ্যাসন বলেন, লাস ভেগাস থেকে বেইজিং-সবখান থেকেই ডাক আসছে তার৷ আগে তার সব অনুষ্ঠানে সব আগাম টিকিট বিক্রি না হলেও এখন মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে সব টিকিট৷

ছোট বেলা প্রচণ্ড মাইকেল অনুরাগ থেকে নাম বদলেছেন এই শিল্পী৷ গান করেন, নাচেন প্রয়াত পপ সম্রাটের মতো৷ ১০ বছর বয়সে হাড়ের ক্যান্সার থেকে সুস্থ হওয়ার কৃতিত্বও তিনি দেন কিং অফ পপের থ্রিলার অ্যালবামকে৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ