1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসনকে নিয়ে বই লিখেছেন জারমেইন জ্যাকসন

১৭ মার্চ ২০১১

প্রয়াত গায়ক মাইকেল জ্যাকসনের ভাই জারমেইন জ্যাকসন একটি বই লিখেছেন৷ বইয়ের বিষয়বস্তু গায়ক মাইকেল জ্যাকসনের বড় হওয়া, গান গাওয়া, পরিবার এবং বন্ধু-বান্ধব৷

কিং অফ পপকে নিয়ে বই লিখছেন ভাই জারমেইনছবি: picture alliance/dpa

বইয়ে খুব কাছ থেকে মাইকেল জ্যাকসনকে কীভাবে দেখেছেন তাই জানাবেন বড় ভাই জারমেইন৷ গ্যারি ইন্ডিয়ানায় জ্যাকসন পরিবারের বাড়ি, সেখানে সব ভাই-বোনের সঙ্গে বড় হওয়া থেকে শুরু করে, ক্যালিফোর্নিয়ায় নেভারল্যান্ডের বিশাল ব়্যাঞ্চে মাইকেল জ্যাকসনের জীবন-যাপন – সবকিছুই তুলে ধরা হবে বইটিতে৷

৪৮ ঘন্টায় সংগ্রহ করেছেন আড়াই লক্ষ মার্কিন ডলারছবি: AP

বইয়ের টাইটেল ‘‘ইউ আর নট এ্যালোন – থ্রু অ্যা ব্রাদার্স আইজ'' অর্থাৎ – একজন ভাইয়ের দৃষ্টিতে তুমি একা নও৷ বলা প্রয়োজন মাইকেল জ্যাকসনের অত্যন্ত জনপ্রিয় একটি গানের টাইটেল ‘ইউ আর নট এ্যালোন'৷ বইটি এ বছরের শেষে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে৷

রিস্টব্যান্ডের মাধ্যমে প্রার্থণা

ব্রেভহার্ট ছবিটি দুটি অস্কার জিতেছিলছবি: picture-alliance/dpa

লেডি গাগা জাপানকে সাহায্য করতে বাজারে এক ধরণের রিস্টব্যান্ড ছেড়েছেন সে কথা আমরা শুনেছি৷ ব্যান্ডে লেখা, ‘উই প্রে ফর জাপান'৷ আমরা জাপানের জন্য প্রার্থণা করছি৷ লেডি গাগার নিজস্ব মার্ঞ্চেডাইজ ওয়েবসাইটে এই তথ্যগুলো তিনি জানান৷ এর পরপরই লেডি গাগার ফ্যানরা ব্যান্ডটি কিনতে শুরু করে৷ মাত্র ৪৮ ঘন্টায় উঠে আসে আড়াই লক্ষ মার্কিন ডলার৷

মেল গিবসনের সমর্থনে জোডি ফস্টার

মেল গিবসন ২০০৫ সাল থেকে অত্যন্ত বিতর্কিত৷ ইহুদিদের নিয়ে বিরূপ মন্তব্য করায় খেসারত তিনি এখনো দিচ্ছেন৷ তাঁকে নিয়ে হলিউডের কেউই কাজ করতে রাজি নন৷ এবার গিবসনের সমর্থনে এগিয়ে এলেন জনপ্রিয় অস্কার বিজয়ী অভিনেত্রী জোডি ফস্টার৷ গিবসনকে তিনি অত্যন্ত ‘সংবেদশীল' একজন মানুষ হিসেবে আখ্যায়িত করেন৷ একই সঙ্গে,‘গিবসন অত্যন্ত দুঃখী একজন মানুষ' বলে জানান ফস্টার৷

মেল গিবসনের পাশে এসে দাঁড়ালেন জোডি ফস্টারছবি: AP

ফস্টার আরো বলেন, ‘‘বছরের পর বছর গিবসন অত্যন্ত একাকী এবং কষ্টের মধ্যে দিয়ে জীবন-যাপন করছেন৷ তার কিছু সমস্যা আছে আমি জানি এবং এও জানি যে তাঁর ভেতর লুকিয়ে আছে অত্যন্ত সরল এবং অসাধারণ একজন মানুষ৷ আমি চাই সবাই সেই সুন্দর এবং অসাধারণ মানুষটিকে দেখুক, জানুক৷''

জোডি ফস্টার এবং মেল গিবসন যৌথভাবে পরিচালনা করছেন নতুন ছবি ‘বিভার'৷ ১৯৯৪ সালে ‘ম্যাভেরিক' ছবিতে মেল গিবসন এবং জোডি ফস্টার অভিনয় করেছিলেন৷ মেল গিবসনের ‘ব্রেভহার্ট' ছবিটি ১৯৯৬ সালে দুটি অস্কার জেতে৷ আর জোডি ফস্টার ১৯৮৮ সালে ‘দি এ্যাকিউজড' ছবিতে অভিনয় করে জিতে নেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ