1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসনের চিকিৎসকের বিরুদ্ধে মামলা চলছে

২০ অক্টোবর ২০১১

প্রয়াত কিং অফ পপ মাইকেল জ্যাকসনকে হত্যার দায়ে তাঁর চিকিৎসক ডা. কনরাড মারেকে আদালতে হাজির করা হয়েছে৷ লস এঞ্জেলেসে মামলার কাজ শুরু হয়েছে গত মাসে৷

জ্যাকসনের চিকিৎসক ডঃ কনরাড মারেছবি: AP

আজ বুধবার আদালতে আসামী ডা. মারে সহ কৌঁশুলি এবং সাক্ষীরা হাজির হবেন৷ এই কয়েকদিন মামলার কাজ স্থগিত ছিল কারণ আরেক সাক্ষী ডা. স্টিভেন হার্পার আদালতে হাজির হতে পারেননি৷ বলা প্রয়োজন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ হার্পার হচ্ছেন ডা. কনরাড মারের বিরুদ্ধে শেষ সাক্ষী৷

২০০৯ সালে মাইকেল জ্যাকসন এ্যানেস্থেশিয়া প্রোপোফলের ওভারডোজে মারা যান৷ সেই সময় তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. কনরাড মারে কাছেই ছিলেন৷ ডা. মারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে৷ ডা. মারে অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন৷

তবে মাইকেল জ্যাকসনের শরীরে প্রোপোফলের উপস্থিতি ছাড়াও লরাজেপাম নামে এক ওষুধ পাওয়া গেছে৷ বলা হচ্ছে মৃত্যুর কয়েক ঘন্টা আগে জ্যাকসন নিজেই লরাজেপাম ট্যাবলেট সেবন করেছেন৷ এবং ড. মারেকে তিনি তা জানাননি৷

জ্যাকসনের ভক্তরা চায় প্রকৃত ঘটনার উন্মোচনছবি: AP

ডা. কনরাড মারে অবশ্য স্বীকার করেছেন যে, তিনি মাইকেল জ্যাকসনকে প্রোপোফল দিয়েছিলেন ঘুমের জন্য৷ ডা. মারের আইনজীবি যুক্তি দেখিয়েছেন, যে পরিমাণ প্রোপোফল তিনি দিয়েছেন তা দিয়ে আর যাই হোক কেউ মারা যাবে না৷

ডা. মারের আইনজীবি শুক্রবার থেকে তার পক্ষের সাক্ষী আদালতে হাজির করবেন৷ সব মিলে প্রায় ১৫ জন সাক্ষী উপস্থিত হবে আদালতে ডা. মারের পক্ষে সাক্ষ্য দিতে৷

ডা. মারের বিরুদ্ধে দুই জন চিকিৎসক ইতিমধ্যে জানিয়েছেন, ডা. মারে যে ওষুধ জ্যাকসনকে দিয়েছেন তা কখনোই হাসপাতাল বা ক্লিনিকের বাইরে ব্যবহারযোগ্য নয়৷ ডা. মারে যা করেছেন তা চিকিৎসা সেবার বহির্ভূত কাজ৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ