1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসনের ব্যবহৃত জিনিসের প্রদশর্নী চলছে টোকিওতে

২৪ আগস্ট ২০১০

এ বছরের শেষদিকে ম্যাকাউতে নিলামে তোলার কথা আছে মাইকেল জ্যাকসনের ব্যবহৃত জিনিসগুলো৷ কিন্তু তাঁর আগেই আজ এই পপ সম্রাটের ব্যবহৃত জিনিসগুলোকে প্রদর্শন করা হচ্ছে টোকিওতে৷

পপ সম্রাট মাইকেল জ্যাকসনছবি: AP

প্রিয় গায়ক নেই৷ তাঁকে তো আর দেখাও যাবেনা৷ তাতে কী ? ভক্তরা ভিড় করছেন পপ সম্রাটের ব্যবহার করা জিনিসগুলো দেখতে৷ আর এর মধ্য দিয়েই চেষ্টা প্রিয় জ্যাকসনকে দেখার, যেখানে স্থান পেয়েছে হাত মোজা, মোজা, জাম্প স্যুটসহ তাঁর ব্যবহৃত ৬০টিরও বেশি জিনিস৷

অক্টোবরে হংকং-এর কাছে গ্লিটজি গ্যাম্বলিং রির্সোটে পশ্চিমা অন্যান্য পপ তারকা ও হলিউডের যে তারকাদের এখনও স্মরণ করা হয়, তাঁদের ব্যবহৃত জিনিসগুলোকে নিলামে তোলা হবে৷ প্রদর্শনীর জিনিসগুলোও উঠানো হবে সেই নিলামে৷

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘জুলিয়েনস অকশন'এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডারেন জুলিয়েন বললেন, ‘‘মাইকেল জ্যাকসনের ব্যবহৃত জিনিসগুলোর এটাই সেরা সংগ্রহ৷ কেননা পরিবার ও বন্ধুবান্ধবদের তিনি যে জিনিসগুলো দিয়েছিলেন সেগুলোই স্থান পেয়েছে এখানে৷''

নাচের তালে তালে জ্বল জ্বল করে উঠতো ডান হাতের সেই গ্লভসছবি: AP

এর মধ্যে কালো ক্রিস্টাল লাগানো ডান হাতের একটা গ্লভস রয়েছে যেটা তিনি ১৯৮৪ সালে পেপসির বিজ্ঞাপনের সময় হাতে পরেছিলেন৷ এমজে ভক্তদের হয়তো মনে আছে, সেই স্যুটিং এর সময়ই তিনি এক দুর্ঘটনায় আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছিলেন৷ প্রদর্শনীতে স্থান পেয়েছে স্বচ্ছ ক্রিস্টাল লাগানো সাদা মোজা৷ রয়েছে কমলা রঙের একটা জামাও৷ এই জামাটি তিনি পরেছিলেন ১৯৯২ সালে, বাস্কেটবলে নামকরা খেলোয়ার মাইকেল জর্ডানের সঙ্গে ‘জ্যাম' ভিডিও সেশনে৷ প্রর্দশনীতে আরও রয়েছে লাল ও সোনালি রঙের ৫টি জাম্পস্যুটের একটি সেট৷ যেগুলো ‘জ্যাকসন ফাইভ' অর্থাৎ জ্যাকসন ও তাঁর ভাইবোনেরা পরেছিলেন ১৯৭০ সালে৷

টোকিওতে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনীটি চলবে৷ এরপর প্রদর্শনী হবে সান্তিয়াগো ও চিলিতে৷ তারপর এগুলোকে নিলামে উঠানোর জন্য নিয়ে যাওয়া হবে ম্যাকাউতে৷ অক্টোবরের ৯ তারিখে সাবেক পর্তুগীজ উপনিবেশ ‘পন্টে সিক্সটিন' এর গেমিং রিসোর্টে নিলামে তোলা হবে এগুলোসহ মোট ১১৫টি জিনিস৷ সেখানে ম্যাডোনা, প্রিন্সেস ডায়ানা ও এলভিস প্রেসলির মতো সেলিব্রেটিদের ব্যবহৃত জিনিসও থাকবে৷ এশিয়ায় এধরণের নিলাম এই প্রথমবারের মতো হতে যাচ্ছে এমনটাই বলা হচ্ছে জুলিয়েনস অকশনের পক্ষ থেকে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ