1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসনের মৃত্যুর এক বছর হলো আজ

২৫ জুন ২০১০

পপ সম্রাট তারকা মাইকেল জ্যাকসন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ঠিক এক বছর আগে৷ তাঁর মৃত্যুর কারণ নিয়ে এখনও মানুষের মনে রয়ে গেছে নানা প্রশ্ন৷ তাঁর ইমেজকে ব্যবহার করার প্রতিযোগিতাও থামছে না৷

ছবি: picture-alliance / dpa

জ্যাকসনকে নিয়ে যখন বিতর্কের ঢেউ অনেকটাই থেমে গেছে, তখন তাতে আবারও ঢিল ছুড়লেন তাঁরই বোন লাটোয়া৷ ভাইকে হত্যা করা হয়েছে এই দাবি করে এক টিভি সাক্ষাৎকারে লাটোয়া জ্যাকসন বলেছেন, আমি বিশ্বাস করি বিশাল আকারের সম্পত্তির কারণেই মাইকেলকে হত্যা করা হয়েছে৷ এটাই হচ্ছে মূল সত্য৷ এবং তাঁরা এটা জানে৷ স্পষ্টতই লাটোয়ার এই অভিযোগ মাইকেল জ্যাকসনের সম্পত্তির তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠানগুলোর দিকে৷ লাটোয়া আরও বলেন, তাঁরা জানতো যে জীবিত মাইকেল জ্যাকসনের চেয়ে মৃত মাইকেল অনেক বেশি দামি৷ এই ব্যাপারে আমার কোন সন্দেহ নেই এবং তাঁর বাবা-মার সত্যটা জানার অধিকার আছে৷

শেষ বিদায়ের অনুষ্ঠানে জ্যাকসনের কফিনছবি: picture alliance/dpa

গত বছরের ২৫ জুন লস এঞ্জেলেসের বাড়িতে মাইকেল জ্যাকসনকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ প্রথমদিকে তাঁর মৃত্যুর কারণ হার্ট এ্যাটাক বলা হলেও একের পর এক বের হতে থাকে নানা কাহিনী৷ আস্তে আস্তে জানা যায়, কিভাবে নিয়মিত কড়া ওষুধ দিয়ে তাঁর জীবনী শক্তিকে হ্রাস করেছেন ব্যক্তিগত চিকিৎসক ড. কনরাড মারে৷ বর্তমানে ড. মারে বিচারের অপেক্ষায় রয়েছেন৷

শুধু ব্যক্তি জ্যাকসন নন, তাঁর ইমেজকেও ব্যবহারের চেষ্টা করছেন অনেকে৷ এই যেমন টোকিওতে আজ মু্ক্তি পেতে যাচ্ছে তাঁর ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র৷ কিন্তু এই প্রামাণ্য চিত্র নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে জ্যাকসনের এস্টেট৷ কারণ চিত্র নির্মাণের পেছনে রয়েছেন মার্ক শ্যাফেল, যিনি বছর চারেক আগে জ্যাকসনের সঙ্গে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন৷ জ্যাকসন এস্টেট জানিয়েছে, এই প্রামাণ্য চিত্র দিয়ে জ্যাকসনের ভক্তদের ভুল বোঝানো হবে৷ এই প্রামাণ্য চিত্রকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণাও দিয়েছে মাইকেল জ্যাকসনের এস্টেট৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ