1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসন কী নিজেই নিজেকে মেরে ফেলেছেন?

৪ জানুয়ারি ২০১১

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসকের আইনজীবী বলেছেন, জ্যাকসন নিজেই নিজেকে মেরে ফেলেছেন৷ মঙ্গলবারে শুনানি শুরুর আগে তিনি এই দাবি করেন৷

মাইকেল জ্যাকসনছবি: AP

জ্যাকসনের চিকিৎসক কনরাড মারের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয় গত ফেব্রুয়ারীতে৷ ২০০৯ সালের ২৫ জুন ৫০ বছর বয়সে প্রাণ হারান পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷ পরে তার বেভারলি হিলস ম্যানসন থেকে মারেকে গ্রেপ্তার করা হয়৷ মারে স্বীকার করেন যে জ্যাকসনকে ঘুমাতে সহায়তা করতে সিডেটিভ এবং পেইনকিলারের সমন্বয়ে একটা শক্তিশালী ককটেল বানিয়ে দিয়েছিলেন তিনি৷ কিন্তু মারে যখন ঘরে ছিলেন না তখন জ্যাকসন উঠে অতিরিক্ত ডোজ দিয়ে নিজেই একটি ইঞ্জেকশন নেন, আইনজীবীরা এই কথাই বলতে যাচ্ছেন বলে একজন আইনজীবী দাবি করেছেন৷

গত সপ্তাহে এক প্রাথমিক শুনানিতে উপ জেলা এটর্নি ডেভিড ওয়ালগ্রেন বলেন, ‘‘আমার কাছে এই বিষয়টি স্পষ্ট যে, প্রতিরক্ষার ক্ষেত্রে মামলাটি এই তত্ত্বের ওপর ভিত্তি করেই পরিচালিত হবে যে, ঘটনার শিকার মাইকেল জ্যাকসন নিজেই নিজেকে মেরে ফেলেছেন৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ