1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসন ঘুমানোর জন্য নিয়মিত প্রোপোফল নিতেন

২৬ অক্টোবর ২০১১

২০০৯ সালের জুলাই মাসের কাম-ব্যাক কনসার্ট ‘দিস ইজ ইট’ নিয়ে মাইকেল জ্যাকসন আতঙ্কে ছিলেন৷ ঠিকমত পারফর্ম করতে পারবেন কিনা, সে বিষয়ে তিনি নিজেই সন্দিহান ছিলেন৷

মাইকেল জ্যাকসনের চিকিৎসক কনরাড মারেছবি: AP

সোমবার লস এঞ্জেলসের আদালতে ডা. এ্যালান মেটসগার জানান, ‘কনসার্ট নিয়ে মাইকেল জ্যাকসন খুবই উচ্ছ্বসিত ছিলেন একই সঙ্গে ভীত৷ পঞ্চাশটি কনসার্ট তিনি শেষ করতে পারবেন কিনা সে বিষয়ে তার নিজের মনেই সন্দেহ ছিল৷ মাইকেল জ্যাকসন নিজে আমাকে কথাগুলো বলেছেন৷' ডা. মেটসগার হলেন ডা. কনরাড মারের পক্ষের প্রথম সাক্ষী৷

মাইকেল জ্যাকসন ২০০৯ সালের জুন মাসে প্রোপোফলের ওভারডোজে মারা যান৷ তাঁর চিকিৎসক ডা. কনরাড মারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়৷

ডা. মেটসগার আরো বলেন, ‘মাইকেল জ্যাকসন ধরে নিয়েছিলেন এটা তার দায়িত্ব এবং কর্তব্য৷' মাইকেল জ্যাকসন দীর্ঘদিন ইনসমনিয়ায় ভুগেছেন এবং সেই সময় ডা. মেটসগার জ্যাকসনের চিকিৎসক ছিলেন৷ শেষবারের মত ২০০৯ সালের এপ্রিল মাসে তিনি মাইকেল জ্যাকসনের বাড়িতে গিয়েছিলেন চিকিৎসার জন্য৷

দিস ইস ইট-এর সিডি কভারছবি: No,Butyes! (Sony BMG)

বিবাদী পক্ষ মাইকেল জ্যাকসনকে একজন মাদকাসক্ত হিসেবে আদালতে তুলে ধরতে চাইছে৷ তারা বলছে যে, মাইকেল জ্যাকসন নিজেই এসব মাদকে আসক্ত ছিলেন এবং নিজেই প্রোপোফল ইঞ্জেকশন নিয়েছেন৷

ডা. মেটসগার জানান, ৫০ বছর বয়স্ক গায়ক ঘুমের এই তীব্র এ্যানেস্থেশিয়াকে ‘জুস' বলতেন৷ সারাক্ষণই জ্যাকসন জুস চাইতেন, অনুরোধ করে চলতেন৷ এবং এই প্রোপোফল সবসময় ইঞ্জেকশনের মাধ্যমে নিতে হয়৷ পানির সঙ্গে সেবন করা যায় এরকম কোন ওষুধে জ্যাকসন আগ্রহী ছিলেন না৷ কিন্তু ডা. মেটসগার কখনোই জ্যাকসনকে প্রোপোফল দেননি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ