1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসন ১৯৫৮-২০০৯

২৬ জুন ২০০৯

বিখ্যাত গায়ক মাইকেল জ্যাকসনের জন্ম ১৯৫৮ সালের ২৯শে জুন, যুক্তরাষ্ট্রের শিকাগোর গেরিতে৷ বাবার নাম জোসেফ ওয়াল্টার জো মায়ের নাম ক্যাথরিন এসথার৷

ছবি: Columbia d (Sony BMG)

জ্যাকসন পরিবারে ছিলো নয় ছেলে মেয়ে৷ তাদের মধ্যে মাইকেল ছিলেন সপ্তম৷ পরিবারের রক্তের মধ্যেই ছিলো গানের নেশা৷ তাই বড় চার ভাইকে নিয়েই মাইকেল জ্যাকসন শুরু করেন তার গানের জগত৷ গড়ে তোলেন ব্যান্ড দল৷ ১৯৬৯ সালে তাদের ব্যান্ড দল চুক্তি করে মোটাউন রেকর্ডস এর সঙ্গে৷ তাদের অধীনে থেকে জ্যাকসন সাতটি অ্যালবাম বের করেন৷ ছোট জ্যাকসনের গানের সুরে তখনই বোঝা যাচ্ছিলো বিশ্ব জয় করবেন তিনি৷

১৯৭৯ সালে জ্যাকসনের প্রথম সোলো অ্যালবাম বের হয়৷ যার নাম ছিলো 'অফ দ্য ওয়াল'৷ ডিসকো নাচের এই এ্যালবাম বিক্রি হয় ১০ মিলিয়ন কপি৷ ১৯৮২ সালে বের হয় মাইকেল জ্যাকসনের সেরা অ্যালবাম 'থ্রিলার'৷

কিশোর থেকে যুবক মাইকেল জ্যাকসন- ১৯৭১, ১৯৭৭ এবং ১৯৭৯ সালেছবি: AP

এই অ্যালবাম দিয়ে গোটা বিশ্বকে মাত করে ফেলেন তিনি৷ তখন থেকেই পপ সাম্রাজ্যের মুকুট মূলত তাঁর মাথায়৷ অসাধারণ সুর, কথা আর নাচে তখন কোটি কোটি ভক্তকে মাতিয়ে তুলেছেন মাইকেল জ্যাকসন৷

১৯৮৭ সালে বাজারে আসে হয় 'ব্যাড'৷ বিক্রি হয় ২০ মিলিয়ন কপি৷ আর ১৯৯১ সালে বের হয় 'ডেঞ্জারাস' অ্যালবাম৷ এটি বিক্রি হয় ২১ মিলিয়ন কপি৷ অ্যালবাম বিক্রির যে রেকর্ড করে গেছেন জ্যাকসন তা কেউ ভাঙ্গতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের৷ গানের জগতে সর্বোচ্চ পুরস্কার ধরা হয় গ্র্যামি এ্যাওয়ার্ডকে৷ একবার নয় দুই বার নয় মোট ১৩ বার গ্র্যামি এ্যাওয়ার্ড বিজয়ের রেকর্ডই বুঝিয়ে দেয় মাইকেল জ্যাকসন কেমন প্রতিভা ছিলেন৷

গানের জগত মাতিয়ে তুললেও ব্যক্তিগত জীবনে অনেক স্ক্যান্ডালও সইতে হয়েছে জ্যাকসনকে৷ ১৯৯৩ সালে এক বালক যৌন হয়রানির অভিযোগ আনলে জ্যাকসনকে ২৩ মিলিয়ন ডলার দিয়ে আপোষে আসতে হয়৷ এছাড়া শরীরের ওপর বার বার অস্ত্রোপচারের ফলেও দুর্বল হয়ে পড়েন তিনি৷ মৃত্যুর সময়ও লন্ডনে একটি কনসার্টের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি৷ গানই যাঁর জীবন, মৃত্যুর সময়েও সেই গানই তাঁর সঙ্গী হয়ে রইলো৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ