1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইক্রোচিপ তৈরির কেন্দ্র জার্মানির যে শহর

২৪ জুলাই ২০২৩

জার্মানিতে মাইক্রোচিপ তৈরির কেন্দ্রে পরিণত হয়েছে ড্রেসডেন৷ বিশ্বের নামিদামি বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে চিপ উৎপাদন করছে৷ তবে বৈশ্বিক বাজারে আরো এগিয়ে যেতে শহরটির অনেক দক্ষ কর্মী প্রয়োজন৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: Amelie Benoist/UIG/IMAGO

ড্রেসডেনে ভবিষ্যতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে মাইক্রোচিপ৷ ‘সিলিকন সাক্সনি' নামে পরিচিত জার্মানির পূর্বাঞ্চলের এই এলাকায় ২০০৯ সাল থেকে উচ্চপ্রযুক্তির মাইক্রোচিপ বানাচ্ছে মার্কিন কোম্পানি গ্লোবালফাউন্ডরিজ৷ এবং এটাই একমাত্র প্রতিষ্ঠান নয়৷     

ড্রেসডেনে গ্লোবালফাউন্ডরিজ বিভিন্ন  বয়সি দক্ষ কর্মী নিয়োগ দিয়েছে৷ সংশ্লিষ্ট এলাকা ছাড়াও ৪৫ দেশের মানুষ কাজ করে প্রতিষ্ঠানটিতে৷ 

যেমন ভারত এবং ইন্দোনেশিয়ার অনেকে রয়েছেন৷ লিন্ডারটি পুরোয়ানিংসি এখানে গত কয়েকবছর ধরে কাজ করছেন৷ তিনি বলেন, ‘‘অনেক মেধাবী মানুষের সঙ্গে কাজ করছি আমি৷ প্রতিদিনই মনে হয় আমাকে অনেক কিছু শিখতে হবে৷ অন্য কোথাও কাজ করলে এই বিষয়টি হয়ত মিস করবো৷'' 

একটি সিলিকন ওয়েফারে বিশ হাজারের মতো সেমিকন্ডাক্টর চিপ রাখা যায়৷ ড্রেসডেন ছাড়াও সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে৷ আন্তর্জাতিক বাজারে দক্ষ কর্মীর চাহিদা এবং সেমিকন্ডাক্টর ভর্তুকির বিষয়ে প্রতিষ্ঠানটি সচেতন৷ এ ধরনের একটি ফ্যাক্টরি গড়তেই খরচ হয় পাঁচ বিলিয়ন ইউরো৷

মাইক্রোচিপ ও ড্রেসডেন

03:41

This browser does not support the video element.

সেমিকন্ডাক্টর ডিজাইনার রেসিক্সসহ অনেক প্রতিষ্ঠান ড্রেসডেন টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে পাস করা বিদেশিদের নিয়োগ দিচ্ছে৷ তারা আশাবাদী যে, এই অঞ্চল চিপ উৎপাদনের কেন্দ্রে পরিণত হবে৷  

রেসিক্সের কর্মী লাউরা এরনান্দে বলেন, ‘‘এখানে গ্লোবালফাউন্ডরিজ রয়েছে, রয়েছে বিভিন্ন ডিজাইন প্রতিষ্ঠান, রয়েছে বিভিন্ন স্টার্টআপ, যেগুলো এই প্রযুক্তি, অর্গানিক সেমিকন্ডাক্টর, এবং অন্যান্য বিষয় ডিজাইন করছে৷ ফলে সিলিকন সাক্সনিতে নানাকিছু করার সুযোগ রয়েছে৷ আর ড্রেসডেন বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয় শেখানো হচ্ছে সেগুলোর সঙ্গে এসব বেশ মানানসই৷'' 

আশা করা হচ্ছে, আরো বেশি বিদেশি দক্ষ তরুণ শহরটিতে যাবে এবং থাকবে৷ সেমিকন্ডাক্টর শিল্পের বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে নিতে অনেক দক্ষ কর্মী দরকার সিলিকন সাক্সনির৷

প্রতিবেদন: এলেক্সা মেয়ার/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ