1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইক্রোসফট-গুগল লড়াই জমে উঠছে

১৪ জুলাই ২০০৯

ইন্টারনেট জায়ান্ট গুগল বাজারে নতুন অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়ে তথ্যপ্রযুক্তি দুনিয়ায় যে আলোড়ন তুলেছিল তার পাল্টা জবাব দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট৷

সম্প্রতি গুগল মাইক্রোসফটের একচেটিয়া উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়ে ক্রম অপারেটিং সিস্টেম চালুর প্রতিশ্রুতি দিয়েছেছবি: AP

সোমবার এক ঘোষণায় তারা বলেছে, জনপ্রিয় অফিস সফটওয়্যারের অনলাইন ব্যবহার উপযোগী নতুন সংস্করণ আনবে তারা৷ যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে প্রতিষ্ঠানের ওয়ার্ল্ডওয়াইড পার্টনার কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়৷

এতে বলা হয়, নেক্সট জেনারেশন অফিস, ভিসিও, প্রজেক্ট ও শেয়ারপয়েন্ট সার্ভিস প্রোগ্রামগুলো আগামী বছরের প্রথমার্ধে বাজারে ছাড়া হবে৷ ইতিমধ্যেই এগুলোর নির্মাণ প্রায় শেষ হয়ে এসেছে জানিয়ে আরো বলা হয়েছে, নির্বাচিত কয়েক লাখ মানুষের মধ্যে প্রোগ্রামগুলো পাঠানো হচ্ছে যাতে তারা পরীক্ষা করে দেখতে পারেন৷

জনপ্রিয় অফিস সফটওয়্যারের অনলাইন ব্যবহার উপযোগী নতুন সংস্করণ আনবে মাইক্রোসফটছবি: picture-alliance/dpa

বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যারটির মূল যে জিনিসটি হালনাগাদ করা হচ্ছে তা হলো, অনলাইনে সংযুক্ত যেকোনো কম্পিউটারের সঙ্গে একযোগে কাজ করার সুবিধা৷ এখন কেবল একই নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারের সঙ্গেই এই প্রোগ্রাম দিয়ে কাজ করা যায়৷

অফিসের ওয়েবউপযোগী সংস্করণটি হবে বেশ হালকা৷ এতে ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল ও ওয়াননোট এর ব্রাউজার সংস্করণও থাকবে বলে জানিয়েছে মাইক্রোসফট৷ এর ফলে, কাজ করার সময় অনলাইনে রয়েছে এরকম যেকোন নথি বা উপাত্তের সহায়তা নেওয়া যাবে৷ ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও ওয়াননোট এ কয়েকজন একসঙ্গে কাজও করতে পারবে৷

অফিস গ্রুপের কর্মকর্তা ক্রিস ব্রায়ান্ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা এমনভাবে প্রোগ্রামটি ওয়েবে নিয়ে যেতে চেয়েছি যাতে ব্যবহারকারীদের ঝামেলা না হয়৷ পাশাপাশি মানও যেন বজায় থাকে৷

গুগল এখনই এ ধরণের সুবিধা দিচ্ছে৷ ম্যাট রোসেফ নামের এ সংশ্লিস্ট একজন বিশ্লেষক বলছেন, ঘটনা হচ্ছে গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থেকে মাইক্রোসফট এ উদ্যোগ নিয়েছে৷

সম্প্রতি গুগল মাইক্রোসফটের একচেটিয়া উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়ে ক্রম অপারেটিং সিস্টেম চালুর প্রতিশ্রুতি দিয়েছে৷ বিশ্লেষকরা দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের এ লড়াইকে প্রযুক্তি যুগের সবচেয়ে বড় লড়াই বলে মনে করছেন৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ