1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

২৫ নভেম্বর ২০১২

বুন্ডেসলিগার চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখে চলেছে বরাবরই৷ তারই ধারাবাহিকতায় শনিবারও হানোফারকে ৫-০ গোলে হারালো বাভারিয়ানরা৷ এদিকে দ্বিতীয় স্থানে এসে হাজির হয়েছে চ্যাম্পিয়ন ডর্টমুন্ড৷

Nicolai MUELLER (FSV Mainz) im Zweikampf mit Marco REUS (Borussia Dortmund). Fussball 1.Bundesliga: 1.FSV Mainz 05 - BVB Borussia Dortmund, Mainz, 24.11.2012 -- Football, Soccer 1st. Division: 1.FSV Mainz 05 vs. BVB Borussia Dortmund, Mainz, November 24, 2012
ছবি: picture alliance / GES-Sportfoto

বেশ কয়েক সপ্তাহ ধরেই বায়ার্ন মিউনিখের পিছু নিচ্ছিল বুন্ডেসলিগায় নতুন মুখ আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট এবং শালকে৷ আর গতবারের সেরা দল বোরুসিয়া ডর্টমুন্ড তাদেরও পেছনে পেছনে যেন মান বাঁচানোর চেষ্টায় রত ছিল৷ তবে শনিবার মাইন্সকে ২-১ গোলে হারিয়ে অন্তত দ্বিতীয় স্থানে এসে হাজির হয়েছে ডর্টমুন্ড৷ মাইন্সের মার্কো কালিগিউরি খেলা শুরুর মাত্র চার মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে নিজেদের জয়ের পথ সুগম করেন৷ কিন্তু জার্মান জাতীয় দলের মধ্য মাঠের খেলোয়াড় মার্কো রয়েস আট মিনিট পরেই গোল শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনেন৷ আর ৪৩ মিনিটে আরেকটি গোল করে নিজেদের জয় নিশ্চিত করেন পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি৷

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় সারিতে জায়গা করে নিয়েছে বোরুসিয়া ডর্টমুন্ড৷ তাদের পয়েন্ট ২৫৷ অন্যদিকে, শালকে এবং আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট ১-১ গোলে ড্র করায় উভয় দলের পয়েন্ট ২৪ করে৷ তবে সামগ্রিক ফলাফলে তৃতীয় ঘরে শালকে এবং চারের ঘরে নেমে গেছে ফ্রাঙ্কফুর্ট৷

হানোফারের জালে বায়ার্নের গোলছবি: Reuters

বরাবরের মতোই হানোফারকে বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ৷ তবে প্রথম ১৩টি খেলা থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে রেকর্ড করেছে প্রশিক্ষক ইয়ুপ হেঙ্কেজ-এর দল৷ এমন চমৎকার ফল পেয়ে উচ্ছ্বসিত হেঙ্কেজ স্প্যানিশ মিডফিল্ডার খাবি মার্তিনেস, ব্রাজিলীয় তারকা দান্তে এবং জার্মান স্ট্রাইকার মারিও গোমেজকে বিশেষভাবে সাধুবাদ জানালেন তাদের অসাধারণ গোলের জন্য৷

তাছাড়াও অলিয়ঁস আরেনার মাঠে নিজের দলের নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন তিনি৷ বললেন, ‘‘আমরা সত্যিই সেরা খেলা দেখিয়েছি আজকে এবং জয় আমাদের প্রাপ্য ছিল৷ কারণ আমরা শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলাম এবং সাম্প্রতিক সময়ের যে কোন খেলার চেয়ে আজকে আমরা প্রতিপক্ষকে বেশি শক্তভাবে মোকাবিলা করেছি৷''

এএইচ / আরআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ