1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের অসাধারণ জয়

৫ জানুয়ারি ২০২২

পঞ্চপাণ্ডবের চারজনই নেই- এমন ম্যাচে প্রতিপক্ষ কিনা টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড৷ শুরুর আগে, এমনকি পরেও জয়ের আশা কেই বা করেছিল! মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের জয়টি তাই যেন আশার আকাশও ছাড়ানো৷

Neuseeland Tauranga | Cricketspiel | Neuseeland - Bangladesch | Ebadot Hossain
ম্যান অব দ্য ম্যাচ ইবাদত হোসেনের উইকেট উদযাপনছবি: MICHAEL BRADLEY/AFP

ফলাফল ৮ উইকেটের অবিশ্বাস্য একতরফা এক জয়৷

জয়ের ভিত গড়া হয়েছিল ৪৫৮ রানের প্রথম ইনিংসেই৷ মাহমুদুল হাসান জয় (৭৮), নাজমুল হোসেন শান্ত (৬৪), মুমিনুল হক (৮৮) এবং লিটন দাসের (৮৬) ফিফটির সঙ্গে মেহেদি মিরাজের ৪৭ রানের ইনিংসও যোগ হওয়ায় প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ৷

তাসকিনের উইকেট পাওয়ার আনন্দছবি: MICHAEL BRADLEY/AFP/Getty Images

তারপরের গল্পটা মূলত ইবাদতময়৷ ডানহাতি এই পেসার ৪৬ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বড় লিড নিয়ে ম্যাচে ফেরার স্বপ্ন প্রায় শেষই করে দেন৷ বাকিটুকুর দায়িত্ব নিয়েছিলেন তাসকিন আহমেদ এবং মিরাজ৷ তাসকিন তিন আর মিরাজ বাকি এক উইকেট নেয়ায় মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড৷ তারপর জয়ের লক্ষ্য ৪০ রানে পৌঁছে নিউজিল্যান্ডে যে কোনো ফর্ম্যাটে বাংলাদেশের প্রথম জয় ছিনিয়ে নেয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা৷

এসিবি/

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ