1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাওবাদী দমনে সেনা নয়, বিমান বাহিনীর সাহায্য নিতে হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭ এপ্রিল ২০১০

ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় গেরিলা হামলায় নিহত ৭৬ জন নিরাপত্তা রক্ষীর মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদম্বরম বলেন, মাওবাদীদের যোগ্য জবাব দিতে সেনা বাহিনীর দরকার হবেনা, আধা সামরিক বাহিনীই যথেষ্ট৷

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদম্বরমছবি: AP

বুধবার ছত্তিশগড়ের জগদ্দলপুরে মাওবাদী হামলায় ৭৬জন শহীদ জওয়ানের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদম্বরম বলেন, মাওবাদীরা তথাকথিত সশস্র বিপ্লবের দ্বারা গণতান্ত্রিক সরকারকে উচ্ছের যে অপচেষ্টা চালাচ্ছে, তা কখনই বরদাস্ত করা যায়না৷ এর উপযুক্ত জবাব তাঁরা পাবেই৷ সেনা নামানোর সম্ভাবনা বাতিল করলেও দরকার হলে বিমান বাহিনীর সাহায্য নেবার কথা বলেন তিনি৷ তবে এ কাজের চটজলদি পথ নেই৷ রণনীতি তৈরি করতে হবে সুচিন্তিতভাবে৷ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি.কে নায়েক অবশ্য মনে করেন, নক্সাল দমনে সেনা বাহিনী বা বিমান বাহিনী উপযুক্ত নয়৷ বিমান বাহিনীর আঘাত হানার ক্ষমতা এত মারাত্মক যে তা শুধু প্রযোগ করা যায় সীমান্ত পারের শত্রুদের ওপর৷ তবে সরকার আদেশ দিলে অন্য কথা৷

এদিকে, ৬০-এর দশকের ডাক সাইটের নক্সাল নেতা অসীম চ্যাটার্জী মাওবাদীদের এই গণহত্যাকে সামাজিক সন্ত্রাস আখ্যা দিয়ে বলেছেন, সংসদীয় গণতন্ত্রে সশস্র সংগ্রাম সফল হয়না৷ ভারত চীন নয়৷ তাছাড়া, এই সব মাওবাদীদের না আছে শ্রেণীসংগ্রামের কোন ধারণা, না আছে রাজনৈতিক মতাদর্শ৷ এই প্রসঙ্গে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী অধ্যাপক পূজন সেন ডয়চে ভেলেকে বলেন, এটাকে সামাজিক সন্ত্রাস বলা যায় কিনা জানিনা, তবে কিছু কিছু এলাকায় যে এদের গরীব সম্প্রদায়ের সমর্থন আছে, সেটা ঠিক৷ নাহলে কী করে তাঁরা আড়াল পাচ্ছে, আশ্রয় পাচ্ছে৷

পাশাপাশি এটাও ঠিক, শহরাঞ্চলের বৃহত্তর মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে এদের জনভিত্তি নেই৷ তাই ভারতের মত এত বড়একটা গণতান্ত্রিক দেশে তাঁদের সশস্র সংগ্রামের নীতি ব্যর্থ হতে বাধ্য৷

উল্লেখ্য, ৬০-এর দশকে পশ্চিমবঙ্গের নক্সালবাড়ি গ্রাম থেকে শুরু এই উগ্র বামপন্থী আন্দোলন৷ পরে তা পরিবর্তিতরুপে ছড়িয়ে পড়ে ভারতের আরও ৭টি রাজ্যের অনুন্নত গ্রামাঞ্চলে৷ রেড করিডোর নামে পরিচিত এলাকায় মূলতঃ মাওবাদীরা কেন্দ্রীভূত৷ ৫০ হাজার ক্যাডার বাহিনীর মধ্যে ২০ হাজার সশস্র ৷ গত বছর তিনেকের মধ্যে এদের হাতে নিহত হয় প্রায় ২০০ পুলিশ কর্মী৷

প্রতিবেদক : অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা : দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ