বাবা’র গায়ে হাত তোলার এই ভিডিওটি নিয়ে রীতিমতো ঝড় বয়ে গেছে পশ্চিমবঙ্গে৷ ‘অপরাধ’ ছিল, বিজয়া দশমীর দিন স্ত্রীকে মিষ্টি খাওয়াতে গিয়েছিলেন সেই বৃদ্ধ৷ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ এসে গ্রেফতার করে ছেলেকে৷
বিজ্ঞাপন
মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর৷ ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগর জেলার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিল্ডিং মোড় এলাকায়৷ স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মানিকলাল বিশ্বাস নামের ৮০ বছর বয়সি এক বৃদ্ধের স্ত্রী দুর্গাপূজার বিজয়া দশমীতে স্বামীকে প্রণাম করেন৷ ঘরেই রাখা ছিল মিষ্টির প্লেট৷ মানিকলাল প্লেট থেকে একটা মিষ্টি তুলে দেন স্ত্রী'র মুখে৷ যদিও তিনি তা খাননি৷ কারণ, তিনি ডায়বেটিসের রোগী৷
দুর্গা পূজায় যৌন কর্মীদের জীবন সংগ্রাম
পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা৷ এ বছর কলকাতার একটি পূজা সমিতি এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লি সোনাগাছির যৌন কর্মীদের জীবনসংগ্রাম তুলে ধরেছে পূজা মণ্ডপে৷
ছবি: DW/P. Tiwari
নতুন যুগের সূচনা
পশ্চিমবঙ্গে দুর্গা পূজা আয়োজনে নানা ভিন্নতা চোখে পড়ে৷ ভিন্ন ভিন্ন প্যান্ডেলে ভিন্ন আয়োজন৷ পুরো বছরের রাজনীতি, বড় বড় ঘটনার প্রতিফলনও দেখা যায় সেখানে৷ তবে আহিরিটোলা যুবকবৃন্দ পূজা আয়োজন কমিটি এবার যা করেছে, তা সব থেকে ভিন্ন৷
ছবি: DW/P. Tiwari
যৌনকর্মীদের জীবনসংগ্রাম
এই সমিতি সোনাগাছিতে যৌন কর্মীদের জীবনসংগ্রামকে তাদের ‘থিম’ বানিয়েছে৷ এজন্য মণ্ডপে যাওয়ার আগের রাস্তা থেকেই প্রায় সাড়ে তিনশ’ ফুট লম্বা শিল্পকর্ম নির্মাণ করেছে তারা৷ এছাড়া দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে যৌনকর্মীদের জীবনসংগ্রামের খণ্ডচিত্র৷
ছবি: DW/P. Tiwari
পূজার অংশীদার
দুর্গাপূজায় যৌনপল্লির মাটি ছাড়া দুর্গা প্রতিমা নির্মাণ হয় না৷ এই পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে৷ কিন্তু আহিরিটোলার এই পূজায় যৌনকর্মীদের বানানো চিত্রকর্ম স্থান পেয়েছে পূজা প্যান্ডেলে৷ জনপ্রিয় শিল্পীরা এ কাজে তাঁদের সহায়তা করেছেন৷
ছবি: DW/P. Tiwari
যৌন কর্মীদের অংশগ্রহণ
কিছু ছবিতে সমাজের প্রতি যৌন কর্মীদের দায়িত্ব কী তা-ও প্রতিফলিত হয়েছে৷ যৌন কর্মীদের নিয়ে কাজ করে, এমন সবচেয়ে বড় সংগঠন দুর্বার মহিলা সমন্বয় সমিতিরও সাহায্য নিয়েছে আহিরিটোলা যুবকবৃন্দ৷
ছবি: DW/P. Tiwari
অনন্য উদ্যোগ
দুর্বার মহিলা সমন্বয় সমিতির বক্তব্য হলো, যৌন কর্মীদের সংগ্রামের কথা মানুষের সামনে উপস্থাপন করার উদ্যোগ পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম৷ এর ফলে হয়ত যৌন কর্মীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে৷
ছবি: DW/P. Tiwari
সমাজের অংশ
আয়োজকরা বলছেন, যৌন কর্মী আমাদের সমাজেরই অংশ, কিন্তু আমরা কখনো তাঁদের জীবন যুদ্ধের কথা জানার চেষ্টা করিনি৷ কোনো উৎসবে তাঁদের অংশগ্রহণ নিষিদ্ধ, যদিও তাঁরাও সমাজের আর দশটা মানুষের মতোই সম্মান পাওয়ার যোগ্য৷
ছবি: DW/P. Tiwari
যৌনকর্মীদের জীবন
আয়োজকরা বলছেন, বেশিরভাগ যৌনকর্মী স্বেচ্ছায় এই কাজে আসেন না৷ মানবপাচারকারীরা জোর করে তাঁদের এই কাজে নিয়োজিত করেছে৷ আবার অনেকে আছেন, যাঁদের সংসার চালানোর জন্য অর্থের খুব প্রয়োজন ছিল বলে এই কাজ বেছে নিয়েছেন৷
ছবি: DW/P. Tiwari
রাজনীতি
দুর্গাপূজা চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যান্ডেল উদ্বোধনে ব্যস্ত থাকেন৷ পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷ আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন তাই এবারের পূজায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷
ছবি: DW/P. Tiwari
8 ছবি1 | 8
অবশ্য তা মনে ছিল না বৃদ্ধের৷ বৃদ্ধের যুবক পুত্র প্রদীপ তখন ঘরে ছিলেন না৷ ছিলেন পুত্রবধু৷ ফিরে এসে ‘খবর পেয়ে’ রীতিমতো হামলে পড়েন বৃদ্ধ পিতার ওপর৷ একের পর এক চড়-থাপ্পর মারতে থাকেন এবং ধমকা- ধমকি করতে থাকেন৷
এই ঘটনার ভিডিও ধারণ করেছেন এক প্রতিবেশী৷ পরে সুজন দত্ত নামের একটি ফেসবুক আইডি থেকে বুধবার তা প্রকাশ করা হয়৷ এরপর একদিনেই প্রায় ১৪ লাখ ভিউ হয়৷ ৬২ হাজারেরও বেশিবার শেয়ার হয়৷ পুত্রের এমন আচরণের সমালোচনায় মুখর হয়ে ওঠে পুরো ফেসবুক৷
এরপর বিষয়টি দৃষ্টিগোচর হয় পুলিশের৷ স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পরে পুলিশ এসে মানিকলালের সঙ্গে কথা বলে৷ মানিকলাল ঘটনার কথা পুলিশকে জানান এবং এ-ও বলেন যে, তিনি সবসময়ই পুত্রের মারধরের আতঙ্কে দিন কাটান৷ অভিযুক্ত পুত্রকে গ্রেফতার করে পুলিশ৷
এদিকে পরে এই ছেলেকেই ছাড়িয়ে নিতে বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ অশোকনগর থানায় হাজির হন মানিকলাল৷ থানার ওসি-কে তিনি বলেন, ছেলে ভুল করে ফেলেছে, তবু এবারের মতো ছেড়ে দেয়া হোক৷ তবে ততক্ষণে মামলা হয়ে গেছে৷ তাই অভিযুক্তকে থানা থেকে ছাড়েনি পুলিশ৷
পরদিন আদালত থেকে ছেলেকে জামিনে মুক্ত করে আনেন মানিকলাল৷